ভারসাম্য ফেরাতে ‘বোলিংবান্ধব’ উইকেট চান গাঙ্গুলি । খবরের কাগজ
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩১, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

ভারসাম্য ফেরাতে ‘বোলিংবান্ধব’ উইকেট চান গাঙ্গুলি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৩ এএম
ভারসাম্য ফেরাতে ‘বোলিংবান্ধব’ উইকেট চান গাঙ্গুলি
ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে একের পর এক রানের ঘোড়া ছুটেই চলেছে। কোনো বড় সংগ্রহই যেন নিরাপদ নয় জেতার জন্য। গতকাল ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও জনি বেয়ারেস্ট্রোর সেঞ্চুরিতে কলকাতাকে ৮ উইকেটে হারতে হয়েছে পাঞ্জাবের কাছে। আইপিএল জুড়ে এমনসব ম্যাচ দেখে ব্যাটার ও বোলারদের মাঝে ভারসাম্য ফেরাতে ‘বোলিংবান্ধব উইকেট’ চেয়েছেন দিল্লী ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি।

শুক্রবার (২৬ এপ্রিল) দিল্লীর অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে দুটি বড় স্কোরের ম্যাচ নিয়ে ভারতের এই সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিংয়ের জন্য এই উইকেটগ্যলো দারুণ। মাঠও খুববেশি বড় নয়, সুতরাং বোলারদের জন্য খুবই কঠিন।’

‘আইপিএল যেভাবে যাচ্ছে, বোলারদের সবদিক থেকে ভোগ করতে হচ্ছে। এই জায়গাটা নিয়ে ভবিষ্যতে ভাবতে হবে, ব্যাট ও বলের সঠিক ভারসাম্যের জন্য’ যোগ করেন গাঙ্গুলি।

ফ্ল্যাট পিচ আর ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়মটির ফলে ২০০ বা এর বেশি সংগ্রহ নিরাপদ ছিল না এবারের আইপিএলে। গত বছর ফিরোজ শাহ কোটলার তত্ত্বাবধানে থাকা গাঙ্গুলি লো-স্কোরিং ভেন্যু থেকে চলমান মৌসুমে ব্যাটিং স্বর্গে রূপান্তর হওয়া, আশা করা হচ্ছে কোটলার এই মোড় নেওয়া বেশিদিন টিকবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আলোচনা চলছে চারপাশে। সৌরভ গাঙ্গুলি জোর দিয়েছেন দিল্লীর অধিনায়ক ঋষভ পন্তের সাথে কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেলের ভারতের স্কোয়াডে থাকার নিশ্চয়তা নিয়ে। তিনি বলেন, ‘ঋষভ, কুলদ্বীপ এবং অক্ষর টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার জন্য নিশ্চিত।’

‘যেভাবে সবকিছু যাচ্ছে টি-টোয়েন্টিতে, রোহিত এমন কাউকে চাইবে যে ৮ নম্বরে ব্যাট করতে এসে ১৫-২০ রান করবে যেটা অক্ষর সহজেই পারবে। স্পিনারদের মারার প্রয়োজ হলেও তাও অক্ষর করতে পারবে। এটাই সুবিধা জাদেজা ও অক্ষরের, তারা খুবই মেধাবী প্রতিভাধর।’

র‌্যাংকিংয়ে বড় লাফ হৃদয়ের, ৬ ধাপ এগোলেন তাসকিন-মাহেদি

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৪:০৪ পিএম
র‌্যাংকিংয়ে বড় লাফ হৃদয়ের, ৬ ধাপ এগোলেন তাসকিন-মাহেদি
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন পেসার তাসকিন আহমেদ। পরের দুই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তিনি। পেয়েছেন আরও ৩ উইকেট।

এমন ধারাবাহিক ভালো পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি উন্নতি করেছেন তিনি ৬ ধাপ। ভালো পারফর্ম করে এগিয়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান ও ব্যাটার তাওহিদ হৃদয়ও।

ক্যারিয়ার সেরা ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে উন্নতি করে উঠে এসেছেন ২৬ নম্বর স্থানে। ৬ ধাপ এগিয়েছেন শেখ মাহেদি হাসানও। ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে ২২ নম্বর স্থানে উঠে এসেছেন এই স্পিনার, রেটিং পয়েন্ট ৫৮৯।

বাংলাদেশের বোলারদের পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে আছেন শেখ মাহেদিই। দীর্ঘদিন পর দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করলেও এখনও শীর্ষ ১০০ টি-টোয়েন্টি বোলারদের মধ্যে প্রবেশ করতে পারেননি তিনি।

সিরিজে তিন ম্যাচের দুটিতে ম্যান অব দ্য ম্যাচ হওয়া তাওহিদ হৃদয় বড় লাফ দিয়ে এগিয়েছেন ২৬ ধাপ। তার অবস্থান ৯০ নম্বরে। দুই ধাপ এগোনো মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান এখন ৮১ তে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান।

 

সাকিব-সৌম্য-মোস্তাফিজ ফেরায় না খেলেই বাদ আফিফ-ইমন

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০২:৪৫ পিএম
সাকিব-সৌম্য-মোস্তাফিজ ফেরায় না খেলেই বাদ আফিফ-ইমন
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আগামী ১০ ও ১২ তারিখ ঢাকায় গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।

বাকি দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। সেই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও আইপিএল খেলে দেশে ফেরা মোস্তাফিজুর রহমানকে।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে ডিপিএলে ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব ফিটনেস যাচাইয়ের লক্ষ্যে। সৌম্য সরকার দলে ফিরলেন ইনজুরিতে কাটিয়ে। আইপিএল থেকে ফেরার পর ছুটিতে থাকা মোস্তাফিজও ফিরেছেন স্কোয়াডে।

এই তিন ক্রিকেটার দলে ফেরায় কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। আর বিশ্রামে পাঠানো হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

শেষ দুই ম্যাচের দল: নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।

আয়ারল্যান্ড যেতে পারলেন না আমির

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:৫১ পিএম
আয়ারল্যান্ড যেতে পারলেন না আমির
ছবি : সংগৃহীত

দলের সঙ্গে আয়ারল্যান্ড যাওয়া হয়নি পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। মূলত সঠিক সময়ে ভিসা না পাওয়ায় পাকিস্তানেই রয়ে গেছেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির ভিসার আবেদন করেছিলেন দলের সবার সঙ্গেই। বাকিরা ভিসা পেলেও আমির পাননি। তাই সবাই গতকাল ডাবলিনের উদ্দেশে দেশ ছাড়লেও এখনও পাকিস্তানেই রয়ে গেছেন আমির।

ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে ইতিমধ্যেই এই সমস্যা সমাধানে যোগাযোগ করেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন, সময়মতো ভিসা পাওয়ার বিষয়টি স্বাগতিক ক্রিকেট বোর্ডের দায়িত্ব। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

১০ মে শুরু হতে যাওয়া সিরিজটি শেষ হবে ১৪ মে। অল্প সময়ের মধ্যে হতে যাওয়া এই সিরিজটিতে এখন আমিরের খেলা নিয়েই জেগেছে শঙ্কা।

আমির ঠিক কখন ভিসা পেতে পারেন, সেটাও এখন নিশ্চিত নয় বলে জানিয়েছে ক্রিকইনফো। পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের অংশ মোহাম্মদ ইউসুফের ভিসা অনুমোদন দেরিতে হলেও সময়মতো ভিসা হাতে পেয়ে তিনি দলের সঙ্গে ডাবলিনে যেতে পেরেছেন।

২০১৮ সালে আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট ম্যাচে প্রতিপক্ষ ছিল বিপক্ষে, সেই পাকিস্তানের সেই দলের সদস্য ছিলেন আমির। এবারের আয়ারল্যান্ড সফর শেষে পাকিস্তান দল যাবে ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেখান থেকেই বিশ্বকাপে যাবে তারা।

চার বছর পর অবসর ভেঙে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন আমির।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল না বায়ার্ন

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:২৮ পিএম
ফাইনালে রিয়াল না বায়ার্ন
ছবি : সংগৃহীত

প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র। হিসেব পরিষ্কার, সেমিফাইনালের ফিরতি লেগে যারা জিতবে তারাই পাবে ওয়েম্বলির ফাইনালের টিকিট। সান্তিয়াগো বার্নাব্যুতে এমন উত্তাপ ছড়ানো ম্যাচেই আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের আগুনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

সেমির প্রথম লেগের ম্যাচ হয়েছিল জার্মান জায়ান্ট বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনাতে। যেখানে ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রের দুই গোলে ড্র করতে পেরেছিল রিয়াল মাদ্রিদ। ২৪ মিনিটে ভিনির গোলে লিড নেয় রিয়াল। ৫৩ মিনিটে সানের গোলে ম্যাচে সমতা আনে বায়ার্ন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। ৮৩ মিনিটে পেনাল্টি থেকেই ম্যাচ ড্র করেন ভিনিসিউস।

ওয়েম্বলির ফাইনালে যেতে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই কোন দলেরই। ঘরের মাঠ বলে ভালোমতোই আজ এগিয়ে থাকছে রিয়াল মাদ্রিদ। যদিও চলমান চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে ঘরের মাঠে জয়ের রেকর্ড নেই দলটির। কোয়ার্টার ফাইনালে ম্যানসিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল লস ব্লাঙ্কসরা। রাউন্ড অব সিক্সটিনে লাইপজিগের সঙ্গেও ১-১ গোলে ড্র। সেই বার্নাব্যুতে আজ জয়ের দেখা পাবে তো রিয়াল?

জয়ের বিকল্প দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইতোমধ্যে রেকর্ড ৩৬তম লিগ শিরোপা জয় করা রিয়ালকে তিনি দেখতে চান ওয়েম্বলির ফাইনালেও। ম্যাচের আগে এই ইতালিয়ান দ্রোনাচার্য বলেছেন, ‘আমরা লিগে দারুণ পজিশনে আছি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও। আমরা ওয়েম্বলিতে যাওয়ার জন্য সবকিছু করতে চাই।’ অন্যদিকে বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল বলেছেন, ‘পরিস্থিতি পরিষ্কার। মাদ্রিদে একটা জয়ই পারে আমাদের ওয়েম্বলিতে নিতে। আমার কাছে এটা যদিও ফিফটি ফিফটি গেম। দেখা যাক কী হয়।’

বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড থমাস মুলারের মতে, বার্নাব্যুতে হতে পারে যেকোনো কিছুই। তবে লড়াইটা হবে বেশ কঠিন। নিজেদের আঙিনায় না পারলেও রিয়ালের ডেরায় এসে জিততে মুখিয়ে বায়ার্ন। একই ভাবনা তারকা ফরোয়ার্ড মুলারেরও। ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবারের মতো বার্নাব্যুতে পা রাখতে যাচ্ছেন মুলার। বিশ্বকাপ জয়ী এই জার্মান ফরোয়ার্ড নিজের সেরাটা দিতে চান ফাইনালে যাওয়ার লড়াইয়ে।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মুলার প্রথমে প্রশংসা করেছেন বার্নাব্যু স্টেডিয়ামের। তিনি বলেন, ‘এটা (সান্তিয়াগো বার্নাব্যু) দেখতে তর সইছে না আমার। স্টেডিয়ামটি সবেমাত্র সংস্কার করা হয়েছে, বার্নাব্যুর যে বিষয়টি আমাকে মুগ্ধ করে, তা হচ্ছে, মাঠটি শহরের কেন্দ্রে অবস্থিত। আপনি যেখানেই থাকুন না কেন, আশপাশে ঘুরতে বের হবেন, পরের ব্লকে যাবেন এবং আচানক খুঁজে পাবেন ৮০ হাজার আসনের একটা স্টেডিয়াম!’

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ভয়ংকর টিম। মুলার বলেন, ‘রিয়াল মাদ্রিদের বহু রূপ। তারা ঘর আগলে রাখতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে তাদের নিয়মিত সেমিফাইনালে খেলা কোনো কাকতাল নয়। মাদ্রিদ খুবই ভয়ানক দল, কিন্তু তাদের বিপক্ষে মাথা তুলে দাঁড়ানোর উপায় আছে। আমরা তাদের হারাতে পারব কি না, সেটা নির্ভর করবে বল পায়ে রেখে খেলতে পারছি, কি পারছি না, তার ওপর।’

শৈশবের ক্লাবে ফিরছেন সিলভা

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:০০ পিএম
শৈশবের ক্লাবে ফিরছেন সিলভা
ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অধিকাংশ ফুটবলারই তার শৈশবের ক্লাবে ফিরে যেতে চায়। এমন নজির আছে অহরহ। আরেকবার সেই উদাহরণ সামনে আনলেন ব্রাজিলের সাবেক অধিনায়ক ও তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা। চেলসির সঙ্গে চুক্তি শেষে তিনি যোগ দিচ্ছেন ফ্লুমিনেন্সে।

শৈশবের ক্লাব ফ্লুমিনেন্স ছাড়ার পর গত ১৬ বছর বেশ কয়েকটি ক্লাব জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। খেলেছেন এসি মিলান, পিএসজি ও চেলসির হয়ে। বর্তমানে তার শৈশবের ক্লাবে আছেন জাতীয় দলের সতীর্থ মার্সেলো।

ফ্লুমিনেন্সে প্রত্যাবর্তনের খবরে ফ্লুমিনেন্স জানিয়েছে, ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম।’ হ্যাশট্যাগ দিয়ে তারা এরপর সিলভাকে নিয়ে দেওয়া প্রতিটি পোস্টে লিখছে ‘দ্যা মনস্টার ইজ ব্যাক।’

নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে তিনি দুই বছরের জন্য চুক্তি করেছেন। চেলসির সঙ্গে এ মৌসুমে চুক্তির মেয়াদ শেষে ৩৯ বছর বয়সী সিলভা ফিরবেন বাড়িতে, শৈশবের ক্লাবে।