রাজশাহীতে ট্রফি উন্মোচনের সময় মাথায় ভেঙে পড়ল ব্যাকড্রপ । খবরের কাগজ
ঢাকা ২৬ বৈশাখ ১৪৩১, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

রাজশাহীতে ট্রফি উন্মোচনের সময় মাথায় ভেঙে পড়ল ব্যাকড্রপ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১৭ পিএম
রাজশাহীতে ট্রফি উন্মোচনের সময় মাথায় ভেঙে পড়ল ব্যাকড্রপ
ছবি : খবরের কাগজ

রাজশাহীতে রবিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ও আসাম অনুর্ধ্ব-১৬ দলের মধ্যকার টেস্ট ও ওয়ানডে সিরিজ। এ লক্ষ্যে ট্রফি উন্মোচনের সময় দুই দলের অধিনায়কের মাথার ওপর ভেঙে পড়েছে ব্যাকড্রপ।

শনিবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বিসিবি আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
 
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ও আসাম অনুর্ধ্ব-১৬ দলের মধ্যকার ক্রিকেট ম্যাচ উপলক্ষে শনিবার রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে সকালে দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন শেষে ফটোসেশন শুরু করলে তাদের মাথার উপর ভেঙে পড়ে ব্যাকড্রপটি। তবে এতে তারা কেউ হতাহত হননি।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীতে বিসিবির ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম বলেন, ‘আমি অসুস্থ। আমি সেখানে ছিলাম না। তবে ট্রফি উন্মোচন মঞ্চের ব্যাকড্রপটি হালকা বাতাসে পড়ে যায়। কিন্তু সেটি কোনো খেলোয়াড়ের মাথায় পড়েনি। এটাতো ধরে থাকার কথা। তারা ধরেনি কেন সেটি জানা নেই।’

জানা যায়, বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দলের সঙ্গে ভারতের আসাম অনুর্ধ্ব-১৬ দলের দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। রবিবার রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ৩মে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে। ৮মে প্রথম ওয়ানডে ম্যাচটিও হবে সেখানে। এরপর ১১ ও ১৩ মে দুইটি ওয়ানডে হবে রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে।

এনায়েত করিম/জোবাইদা/অমিয়/

চ্যাম্পিয়ন্স লিগ ভুল স্বীকার করে ডি লিটের কাছে দুঃখপ্রকাশ লাইনসম্যানের

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০৮ পিএম
ভুল স্বীকার করে ডি লিটের কাছে দুঃখপ্রকাশ লাইনসম্যানের
ছবি : সংগৃহীত

তখন যোগ করা সময়ের ১৩ মিনিটের খেলা চলছিল। ততক্ষণে হোসেলুর ৩ মিনিটে ২ গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে ২-১ ব্যবধানে। রিয়ালের রক্ষণে গোলের আগেই অফসাইডের পতাকা তোলেন লাইনসম্যান। ফলে খেলা বন্ধ করে দেন রিয়ালের খেলোয়াড়রা। রিয়ালের বক্সে থাকা ডি লিট দলকে সমতায় ফেরানোর আহসায় ছিলেন গোল করে।

ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট অবশ্য দাবি করেছেন অফসাইডে পতাকা তোলায় লাইনসম্যান তার কাছে ক্ষমা চেয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ ফিরতি লেগের ম্যাচ শেষে এই দাবি করেন ডাচ তারকা।

নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে ২-১ গোলে জিতে মোট ৪-৩ ব্যবধানে ফাইনালে উঠেছে রিয়াল। লাইনসম্যান পতাকা তোলায় বাঁশি বাজিয়ে দেন রেফারি সাইমন মারচিনিয়াক। অফসাইডের পতাকা না তুললে হয়তো গোল করে বায়ার্নকে সমতায় ফেরাতে পারতেন ডি লিট।

বাঁশি বাজিয়ে দেওয়ায় কারণে সেটি অফসাইড হয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখার এখতিয়ার ছিল না ভিএআরের। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখে মনে হয়েছে, অফসাইডের সিদ্ধান্তটি খুব ‘ক্লোজ’ ছিল। গোলটি বাতিল হয়ে যাওয়ায় আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন।

ডি লিট অবশ্য বলেছেন, ‘লাইনসম্যান আমাকে বলেছেন দুঃখিত, ভুল করেছি।’

ম্যাচ যখন ১-১ সমতায় তখন হোসেলুর গোলের সময়ও মাঠের রেফারি অফসাইডের ঘোষণা দিলেও ভিএআরে সেটি অনসাইড দেখায়। আর মাঠের রেফারির সিদ্ধান্তের পরও খেলা চালিয়ে যান লাইনসম্যান।

ডি লিট বলেন, ‘নিয়ম অনুযায়ী, অফসাইড নিশ্চিত না হলে খেলা চালিয়ে যেতে হবে। আর শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো, আমার মনে হয় এটা বড় ভুল। অফসাইড হয়েছে কি না, আমি জানি না, সেটা ভিএআর পরীক্ষা করতে পারে। কিন্তু এটা (অফসাইড) পরীক্ষা করে না দেখলে বুঝলেন কীভাবে? এটা লজ্জার।’

বিশ্বকাপের দলই শেষ দুই ম্যাচে!

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১১:৩০ এএম
বিশ্বকাপের দলই শেষ দুই ম্যাচে!
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নির্বাচকরা যে দল ঘোষণা করেছেন, এটিই খুব সম্ভবত হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের দল। এই ধারণা এ কারণেই প্রথম তিন ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, সেই দল থেকে তিনটি পরিবর্তন আনা হয়েছে। যে তিন পরিবর্তনে দলে আবার ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলেই পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। আর শরিফুল ইসলামকে রাখা হয়েছে বিশ্রামে। বিশ্বকাপের দলে শুধুমাত্র শরিফুলই ডুকবেন। ঘোষিত দল থেকে তখন বাদ পড়বেন একজন। সে ক্ষেত্রে সম্ভাবনা বেশি তানজিম হাসান সাকিব।

দলে যে তিনজন ফিরেছেন সেখানে কোনো চমক নেই। কারণ সাকিব-সৌম্য-মোস্তাফিজের ফেরাটা ছিল স্বাভাবিক। কিন্তু পারভেজ ইমন ও আফিফ হোসেনের বাদ পড়াটা ছিল অবাক করার মতোই। দুজনে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। আফিফ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই আসা-যাওয়ার মাঝে আছেন, কিন্তু পারভেজ ইমনের কপাল মন্দই বলা যায়। জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেকের পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই যে এক ম্যাচ খেলে বাদ পড়েছিলেন, পরে আর সুযোগই পাননি। এবার সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আবার জাতীয় দলে ফিরে এসেছিলেন। কিন্তু ভাগ্যের চাকা ঘুরেনি। তিনটি ম্যাচের একটিতেও খেলার সুযোগ হয়নি এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তিনটি সেঞ্চুরি করা এই ব্যাটারের। সৌম্য সরকারকে জায়গা দিতেই তাতে বাদ পড়তে হয়েছে। পারভেজ ইমনের বাদ পড়া নিয়ে নির্বাচক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সৌম্য সরকার যেহেতু ইনজুরিতে ছিল। খেলার জন্য এখন ফিট হয়েছে। আমরা চাই যে ওকে ম্যাচ সিচুয়েশনে দেখতে। যে কারণ পরিবর্তনটা করা হয়েছে। পারভেজ ইমন কোনো ম্যাচ পায়নি। কিন্তু সে আমাদের সিস্টেমের মধ্যেই আছে।’ এদিক দিয়ে ভাগ্যবান লিটন দাস। শুধু যে তার বাজে সময় যাচ্ছে, তা কিন্তু নয়; খুবই বাজে ও দৃষ্টিকটু শট খেলেও আউট হচ্ছেন। তার জন্য বিশ্রামে থাকাটা হয়ে উঠেছিল জরুরি। কিন্তু তারপরও তিনি টিকে গেছেন। একটি সূত্রে জানা গেছে, দলে দ্বিতীয় জাকের আলী ছাড়া দ্বিতীয় উইকেটকিপার না থাকাতে লিটন দাসকে বিশেষ বিবেচনায় দলে রাখা হয়েছে। তিনি দলে থাকলেও শেষ দুই ম্যাচ খেলা তার অনিশ্চিত।

এদিকে আফিফকে বাদ পড়তে হয়েছে সাকিব দলে ফেরাতে। সাকিব যে শেষ দুই ম্যাচে দলে ফিরবেন তা অনুমিতই ছিল। কিন্তু আফিফ যে এভাবে না খেলেই বাদ পড়বেন, তা ছিল অবাক করার মতো। আফিফের বাদ পড়া নিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আরেকটা পরিবর্তন হচ্ছে আফিফের ক্ষেত্রে। সাকিবতো ছুটিতে ছিল। ছুটিতে থেকে আসার পর সে প্রিমিয়ার লিগ খেলেছে। আমাদের চিন্তাতেই ছিল বিশ্বকাপের যাওয়ার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। তাই শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছি। আফিফের রিপ্লেসমেন্ট হয়েছে সাকিব।’

সাকিবের মতো মোস্তাফিজও যে শেষ দুই ম্যাচে দলে ফিরবেন তা সবারই জানা ছিল। হয়েছেও তাই। ১ মে আইপিএলের শেষ ম্যাচ খেলে পরের দিন দেশে ফিরে আসেন মোস্তাফিজ। তিনি দেশে ফিরে আসার পর নির্বাচকরা তার সঙ্গে কথা বলেন তার বিশ্রামের ব্যাপারে। জিম্বাবুয়ের সঙ্গে শুরুতে খেলে বিশ্রামে যাবেন, না কি বিশ্রাম নিয়ে এসে পরে খেলবেন। মোস্তাফিজ নির্বাচকদের জানিয়েছিলেন বিশ্রাম নিয়ে এসে খেলে পরে চলে যাবেন বিশ্বকাপে। সেই অনুযায়ী নির্বাচকরা মোস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত নেন। মোস্তাফিজ বিশ্রাম নিয়ে ফিরেছেন আর শরিফুলকে পাঠানো হয়েছে বিশ্রামে। এই দুজনের বিষয়ে রাজ্জাক বলেন, ‘শরিফুল ও মোস্তাফিজের ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে, শরিফুল অনেকদিন থেকে ক্রিকেটের মধ্যে রয়েছে, ম্যাচ খেলছে। প্রিমিয়ার লিগ খেলেছে। ওকে একটা ব্রেক দেওয়া হয়েছে, যাতে করে পরিবারকে সময় দিতে পারে। ও একটু রেস্ট পায়। শরীরটাকে রিচার্জ করে ফিরতে পরে। মোস্তাফিজের ব্যাপারটাও একই রকম। ভারত থেকে আসার পর সে অনেকদিন পরিবার থেকে বাইরে আছে। ওর সঙ্গে আমরা কথা বলেই সব করেছি। আমরা চেয়েছি ওকে ছোট্ট একটা রেস্ট দিতে। ওর সঙ্গে আমরা কথা বলেছিলাম আগে রেস্ট নিতে, না পরে রেস্ট নিতে। সে জানাল আগে রেস্ট নিয়ে পরে একবারে খেলে চলে যাবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নিয়েছে। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ১০ ও ১২ মে। ১০ মে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম ও মোহাম্মদ মোহাম্মদ সাইফউদ্দিন।

চ্যাম্পিয়ন্স লিগ হোসেলুর ৩ মিনিটে ২ গোল, ফাইনালে মাদ্রিদ

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:৪৫ এএম
হোসেলুর ৩ মিনিটে ২ গোল, ফাইনালে মাদ্রিদ
ছবি : সংগৃহীত

ম্যাচের শুরু থেকে ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন দাপুটে। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিলেন তিনি। তার একের পর এক আক্রমণ ঠেকিয়েও দিচ্ছিলেন বায়ার্ন মিউনিখের গোলকিপার মানুয়েল নয়্যার।

কিন্তু শেষ পর্যন্ত ভিনিসিয়ুস নয়, গোলের দেখা পেয়েছেন রিয়ালের হয়ে বদলি নামা হোসেলু। শেষদিকে ৩ মিনিটেই তিনি করে বসেন ২ গোল। তার এই দুই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ।

আগামী ১ জুন ওয়েম্বলিতে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের নায়ক হোসেলু মাঠে নেমেছিলেন ৮১ মিনিটে। তার মাঠে নামার ১১ মিনিট আগেই আলফনসো ডেভিয়েস গোল করে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখকে। পিছিয়ে পড়েও যে দল বারবার ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে সেই দলটার নাম রিয়াল মাদ্রিদ। তাই সমর্থকরা তখনও আশা ছাড়েনি। সমর্থকদেরও হতাশ করেনি রিয়াল। ৮৮ মিনিটে ম্যাচ এ সমতা ফেরানোর গোল করেন বদলি নামা হোসেলু। ভিনিসিয়ুসের শট হাতে পেয়েও আটকাতে পারেননি, ফসকে যাওয়ায় ফিরতি বল পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

৯১ মিনিটে দ্বিতীয় গোল করেন হোসেলু। যদিও, রেফারি অফসাইডের পতাকা তুলে সুযোগ দেননি উল্লাসের। পরবর্তীতে ভিএআর চেক করলে দেখা যায় ভিএআর চেকে দেখা যায় রুডিগার-হোসেলু দুজনই অনসাইডে ছিলেন। পুরো রিয়াল মাদ্রিদ ডাগআউট গোলের আনন্দে মাঠে ঢুকে পড়ে। হোসেলু হয়ে ওঠেন উৎসবের মধ্যমণি।

এই গোলেই নেয় রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়েও ৪-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ।

র‌্যাংকিংয়ে বড় লাফ হৃদয়ের, ৬ ধাপ এগোলেন তাসকিন-মাহেদি

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৪:০৪ পিএম
র‌্যাংকিংয়ে বড় লাফ হৃদয়ের, ৬ ধাপ এগোলেন তাসকিন-মাহেদি
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন পেসার তাসকিন আহমেদ। পরের দুই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তিনি। পেয়েছেন আরও ৩ উইকেট।

এমন ধারাবাহিক ভালো পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি উন্নতি করেছেন তিনি ৬ ধাপ। ভালো পারফর্ম করে এগিয়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান ও ব্যাটার তাওহিদ হৃদয়ও।

ক্যারিয়ার সেরা ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে উন্নতি করে উঠে এসেছেন ২৬ নম্বর স্থানে। ৬ ধাপ এগিয়েছেন শেখ মাহেদি হাসানও। ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে ২২ নম্বর স্থানে উঠে এসেছেন এই স্পিনার, রেটিং পয়েন্ট ৫৮৯।

বাংলাদেশের বোলারদের পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে আছেন শেখ মাহেদিই। দীর্ঘদিন পর দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করলেও এখনও শীর্ষ ১০০ টি-টোয়েন্টি বোলারদের মধ্যে প্রবেশ করতে পারেননি তিনি।

সিরিজে তিন ম্যাচের দুটিতে ম্যান অব দ্য ম্যাচ হওয়া তাওহিদ হৃদয় বড় লাফ দিয়ে এগিয়েছেন ২৬ ধাপ। তার অবস্থান ৯০ নম্বরে। দুই ধাপ এগোনো মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান এখন ৮১ তে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব আল হাসান।

 

সাকিব-সৌম্য-মোস্তাফিজ ফেরায় না খেলেই বাদ আফিফ-ইমন

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০২:৪৫ পিএম
সাকিব-সৌম্য-মোস্তাফিজ ফেরায় না খেলেই বাদ আফিফ-ইমন
ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আগামী ১০ ও ১২ তারিখ ঢাকায় গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।

বাকি দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। সেই দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও আইপিএল খেলে দেশে ফেরা মোস্তাফিজুর রহমানকে।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে ডিপিএলে ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব ফিটনেস যাচাইয়ের লক্ষ্যে। সৌম্য সরকার দলে ফিরলেন ইনজুরিতে কাটিয়ে। আইপিএল থেকে ফেরার পর ছুটিতে থাকা মোস্তাফিজও ফিরেছেন স্কোয়াডে।

এই তিন ক্রিকেটার দলে ফেরায় কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। আর বিশ্রামে পাঠানো হয়েছে পেসার শরিফুল ইসলামকে।

শেষ দুই ম্যাচের দল: নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।