ঢাকা ২০ জ্যৈষ্ঠ ১৪৩২, মঙ্গলবার, ০৩ জুন ২০২৫
English
মঙ্গলবার, ০৩ জুন ২০২৫, ২০ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদে দর্শনার্থীদের জন্য প্রস্তুত নওগাঁর বিনোদন কেন্দ্রগুলো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম
ঈদে দর্শনার্থীদের জন্য প্রস্তুত নওগাঁর বিনোদন কেন্দ্রগুলো
নিয়ামতপুরের ঘুঘুডাঙা তালসড়ক। ছবি: খবরের কাগজ

সাজ সাজ রব নওগাঁর ঐতিহাসিক ও প্রকৃতিক নিদর্শন, যাদুঘর, দর্শনীয় ও বিনোদনকেন্দ্রগুলোতে। জেলার পাহাড়পুরে অবস্থিত যাদুঘর ও ঐহিতাসিক সোমপুর বিহারের আঙ্গিনায় এবার ঈদের ছুটিতে প্রায় আড়াই লাখ মানুষের আগমন ঘটবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

এছাড়া কুসুম্বা শাহি মসজিদ, আলতাদিঘি শালবন, পতিসর বরীন্দ্র কাচারি বাড়ি, ঘুঘুডাঙা তাল সড়ক ও জবই বিলে প্রতিদিন লাখো দর্শনার্থীর আগম ঘটবে। বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি গ্রহনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাহাড়পুর:
ধর্মীয় উৎসব বিশেষ করে ঈদ, দূর্গাপূজা এবং সরকারি ছুটির দিনে পাহাড়পুর যাদুঘর ও বৌদ্ধ বিহারে স্বভাবিকের চেয়ে কয়েকগুন দর্শনার্থী বাড়ে। ইতোপূর্বে ঈদুল ফিতরে সবচেয়ে বেশি মানুষের সমাগম দেখা গেছে। আশেপাশের এলাকার মানুষ ছাড়াও দেশের প্রায় সব প্রান্তের বিনোদনপ্রেমীরা ঈদে ছুটে আসেন বিহার ও যাদুঘরে। বিদেশি পর্যটকদের আগমনও বাড়ে। এ জন্য কর্তৃপক্ষকে আগে থেকেই বাড়তি প্রস্তুতি নিতে হয়।

ঈদ সামনে রেখে এবারও যাদুঘরের ভেতরের মূল্যবান ঐতিহাসিক নিদর্শনসমূহ নতুন করে সাজানো হচ্ছে। এছাড়া বিহার ও যাদুঘরের প্রতিটি স্থানে ধোয়া মোছা ও রঙয়ের প্রলেপ দেওয়া হয়েছে। রেস্টহাউস, ফুলের বাগান, পিকনিক ও পার্কিং এরিয়াগুলো আগের চেয়ে আরও গোছানো ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। 

প্রত্নত্ত্ব বিভাগের কর্মকর্তারা জানান, এবার ঈদুল ফিতর উপলক্ষে ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত মোট চার দিন সরকারি ছুটি। কিন্তু ঈদের দিন থেকে অন্তত এক সপ্তাহ জুড়ে দর্শনার্থীর আগমনে মুখর থাকবে পাহাড়পুর। আগতদের বিনোদন নির্বিঘ্ন করতে কয়েক দফায় স্থানীয় বাসিন্দা বা অংশীজন, প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। 

যেহেতু দর্শনার্থীর উপচেপড়া ভিড় হবে তাই নিরাপত্তা জোরদার করতে যাদুঘরের পাশাপাশি বিহার অংশে নতুন করে আরও ৫০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশপথগুলো ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলো ক্যামেরার আওতায় আনা হয়েছে। ক্যামেরার ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এছাড়া বিহারের প্রতিটি প্রান্তে নিরাপত্তাকর্মীরা আগতদের সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। 

কুসম্বা শাহি মসজিদ:
ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হাজারো মুসল্লি সকাল থেকেই ভিড় করেন মান্দা ঐতিহাসিক কুসম্বা শাহি মসজিদে। মসজিদের ভেতরে ও বাইরে মিলিয়ে নামাজ আদায় করা হয়। এখানে তিন থেকে চারটি জামাত অনুষ্ঠিত হয়। 

মুসল্লিরা জানান, প্রায় সাড়ে ৪০০ বছর আগে সুলতানি আমলে নির্মিত কুসুম্বা শাহি মসজিদ। ঈদের ছুটিতে ঐতিহাসিক এই মসজিদে নামাজ আদায় করতে এবং সৌন্দর্য দেখতে প্রতিদিন অন্তত পাঁচ থেকে সাত হাজার মানুষ আসেন। 

স্থানীয় সংসদ সদস্য ব্রুহানী সুলতান গামা বলেন, পাঁচ টাকার নোটে মুদ্রিত কুসুম্বা মসজিদে আগত দর্শনার্থীদের সুবিধা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোড়দার করতে এ বছর নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের আনসার সদস্য, পুলিশ ও গ্রামপুলিশ নিয়োজিত রাখা হয়েছে। 

আলতাদিঘি শালবন:
নওগাঁর ধামইরহাট উপজেলায় অবস্থিত বিশাল আকৃতির ঐতিহাসিক দীঘি ও প্রাকৃতিক শালবন ঘিরে বিনোদনকেন্দ্র। সুযোগ পেলেই বিনোদন ও প্রকৃতিপ্রেমীরা ছুটে আসনে এই বন দেখতে। ঈদে মানুষের ভিড় বাড়বে অন্তত ১০ গুন। পাশের জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধাসহ বিভিন্ন অঞ্চলের মানুষের আগম ঘটে আলতাদীঘি শালবনে। তাই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

পতিসর:
নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি কালী গ্রামের কাচারি বাড়ি পতিসর। এবার ঈদের কদিন পরেই ২৫ বৈশাখ কবির জন্মোৎসব। তাই এখন থেকেই দর্শনার্থীর সামাল দেওয়ার প্রস্ততি চলছে।

তাল সড়ক ও জবই বিল: 
জেলার নিয়ামতপুরের ঘুঘুডাঙা তালসড়ক ও সাপাহার উপজেলার জবই বিলে ঈদের ছুটিতে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড় থাকে। দেশের নানা প্রান্তের মানুষ ছুটে আসেন বরেন্দ্র অঞ্চলের মুগ্ধতা ছড়ানো ঐতিহাসিক প্রকৃতিক ও দর্শনীয় স্থানগুলোতে। তাই ঈদের দিন ঘনিয়ে আসতেই সাজসাজ রব পড়েছে ওই এলাকাগুলোতে। 

প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা পাহাড়পুর যাদুঘর ও বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল হক আরজু খবরের কাগজকে জানান, আবহাওয়া ভাল থাকলে ঈদের দিন থেকেই কুসম্বা মসজিদে প্রচুর মানুষের আগমন ঘটবে। পাহাড়পুরে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে। সরকারি ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসু ও বিনোদনপ্রেমীদের আগমনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থানে নিযোজিতদের দম ফেলার সময় থাকে না। সপ্তাহ খানেক পর থেকে ভিড় কমতে শুরু করে।

তিনি বলেন, ঈদের মৌসুমে এবার কুসুম্বা মসজিদ, পাহাড়পুর যাদুঘর, বিহার ও অন্যান্য দর্শনীয় স্থানগুলো মিলিয়ে প্রায় ১০ লাখ দর্শনার্থীর আগম ঘটবে। আর শুধু পাহাড়পুর বিহারের আঙ্গিনাতেই ১৫ দিনে পা পড়বে অন্তত আড়াই লাখ দর্শনার্থীর।

তিনি আরও বলেন, দূরের ও বিদেশি পর্যটকদের জন্য কুসুম্বা মসজিদের পাশে একটি ও পাহাড়পুর বিহার এলাকায় নতুন করে আরও একটি রেস্টহাউস প্রস্তুত করা হয়েছে। ঐতিহাসিক নিদর্শনগুলোর ইতিহাস ছড়িয়ে দিতে প্রত্ন নিদর্শন ও গবেষকদের লেখা, পত্রিকা, বই ও পুস্তিকা পাহাড়পুর যাদুঘরে সংরক্ষিত আছে। আগতরা বিহারের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সহজেই নিদর্শনগুলোর ঐতিহাসিক পটভূমি ও গুরুত্ব জানতে পারবেন। 

নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, নওগাঁ জেলা প্রাকৃতিক ও  প্রত্নতত্ত্বসম্পদে ভরপুর। মান্দা কুসুম্বা শাহি মসজিদ, পাহাড়পুর যাদুঘর ও সোমপুর বিহারসহ ঐতিহাসিক নিদর্শন ও বিনোদনকেন্দ্র এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের আগে থেকেই পোশাকধারী থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সড়কগুলোতেও যাতে কেউ চাঁদাবাজি ও বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে। 

নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা জানান, ঈদে বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কয়েকগুন বাড়বে। সেদিকে খেয়াল রেখে জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে সড়কে নিরাপত্তা ও দূর্ঘটনারোধে একাধিক স্থানে চেকপোস্ট বাসানো হবে। বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে মানুষের নিরাপত্তা দিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক মাঠে কাজ করবে। 

শফিক ছোটন/অমিয়/

ভ্রমণের ব্যাগ গোছাতে যে বিষয়গুলো ভুলবেন না

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
ভ্রমণের ব্যাগ গোছাতে যে বিষয়গুলো ভুলবেন না
ব্যাগ গোছানোর আগে একটি চেকলিস্ট তৈরি করা অত্যন্ত উপকারী। ছবি এআই

ভ্রমণ মানেই আনন্দ, রোমাঞ্চ আর নতুন কিছু দেখার অভিজ্ঞতা। কিন্তু এই অভিজ্ঞতাটি নিখুঁতভাবে উপভোগ করতে হলে যাত্রার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। এর মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হলো ব্যাগ গোছানো। ঠিকঠাকভাবে ব্যাগ গোছানো না হলে যাত্রাপথে নানান রকম বিড়ম্বনায় পড়তে হতে পারে। বিশেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র না থাকলে বা অতিরিক্ত জিনিস বোঝা হয়ে দাঁড়ালে সেই আনন্দযাত্রা এক সময় কষ্টকর হয়ে উঠতে পারে। তাই ব্যাগ গোছানোর সময় কিছু বিষয়ের প্রতি সচেতন দৃষ্টি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভ্রমণের ধরণ ও স্থানের ওপর নির্ভর করে প্যাকিং

প্রথমেই ভাবুন আপনি কোথায় যাচ্ছেন এবং কতদিন থাকবেন। পাহাড়ে, সমুদ্রে, শহরে না-কি বিদেশে? আবহাওয়া শীতল না গরম? জায়গার ধরন অনুযায়ী পোশাক ও আনুষঙ্গিক জিনিসপত্রের তালিকা তৈরি করুন। শীতের জায়গায় যাচ্ছেন কিনা সেটা বিবেচনায় নিয়ে মোটা কাপড়, গ্লাভস, হুডি কিংবা জ্যাকেট রাখুন। অন্যদিকে, সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য হালকা, বাতাস চলাচল উপযোগী পোশাক ও সানস্ক্রিন ক্রিম নেওয়া দরকার।

 

একটি তালিকা তৈরি করুন

ব্যাগ গোছানোর আগে একটি চেকলিস্ট তৈরি করা অত্যন্ত উপকারী। এতে করে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তালিকাটি ভাগ করে নিতে পারেন—পোশাক, ওষুধ, কাগজপত্র, ইলেকট্রনিকস, টয়লেট্রিজ ইত্যাদি ক্যাটাগরিতে। তালিকা অনুসরণ করে একে একে সবকিছু ব্যাগে ঢোকান এবং প্রতিটি আইটেমের পাশে টিক চিহ্ন দিন।

 

হালকা ব্যাগ, সহজ যাত্রা

অতিরিক্ত জিনিসপত্র ব্যাগে না রাখার চেষ্টা করুন। ভ্রমণ যত হালকা হবে, চলাফেরা তত সহজ হবে। অনেকেই ‘যদি দরকার হয়’ ভেবে এমন অনেক কিছু ব্যাগে পুরে ফেলেন, যেগুলোর একটিও শেষ পর্যন্ত ব্যবহৃত হয় না। তাই ব্যবহারিক ও প্রয়োজনীয় জিনিসের বাইরে অপ্রয়োজনীয় কিছু নিলে তা শুধু জায়গা নষ্ট করবে না, বরং যাত্রা ক্লান্তিকরও করে তুলবে।

 

আবশ্যিক কাগজপত্র নিরাপদে রাখুন

ভ্রমণের সময় পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ট্রাভেল ইনস্যুরেন্স কপি, টিকিট, হোটেল বুকিংয়ের প্রমাণ ইত্যাদি কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রাখুন। এগুলো পাসপোর্ট হোল্ডার বা ডকুমেন্ট ফোল্ডারে ভরে ব্যাগের এমন জায়গায় রাখুন, যাতে হাতের নাগালে থাকে এবং সহজে খুঁজে পাওয়া যায়।

 

প্রয়োজনীয় ওষুধ ব্যাগে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি এআই

 

ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী

নিজের প্রয়োজনীয় ওষুধ ব্যাগে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি কোনো নির্দিষ্ট রোগের ওষুধ নিয়মিত নিতে হয়, তাহলে সেগুলোর পর্যাপ্ত মজুত থাকা দরকার। পাশাপাশি ব্যথানাশক, পেটের ওষুধ, স্যালাইন, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, ও ইনহেলার জাতীয় প্রাথমিক চিকিৎসার সামগ্রী রাখলে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয়।

 

স্মার্ট ও সংগঠিত প্যাকিং

ব্যাগ গোছাতে চাইলে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যেমন রোল করে কাপড় গুছিয়ে রাখলে জায়গা কম লাগে এবং কাপড়ে ভাঁজ পড়ে না। শূন্য জায়গা ব্যবহার করতে পারলে অনেক জিনিস সংরক্ষণ করা যায়। জুতার ভেতর মোজা গুঁজে দেওয়া, কসমেটিক্স বা টয়লেট্রিজ আলাদা ছোট ব্যাগে রাখা এগুলো ভালো অভ্যাস।

 

ইলেকট্রনিক ডিভাইস ও চার্জার

বর্তমানে ভ্রমণে স্মার্টফোন, চার্জার, পাওয়ার ব্যাংক, হেডফোন, ক্যামেরা ইত্যাদি প্রয়োজনীয় ডিভাইস বহন করা হয়। এসব ডিভাইস ঠিকঠাক কাজ করছে কিনা আগেই দেখে নেওয়া উচিত। সব ডিভাইসের চার্জার ও অতিরিক্ত মেমোরি কার্ড বা ব্যাটারি নেওয়া হলে পথে প্রযুক্তিগত বিড়ম্বনা এড়ানো যায়।

 

সতর্কতা ও নিরাপত্তা

ভ্রমণে যাত্রার সময় মূল্যবান জিনিস যেমন গহনা, বেশি নগদ অর্থ কিংবা অতিরিক্ত কার্ড নেওয়া ঠিক নয়। প্রয়োজনে একাধিক জায়গায় অর্থ রাখুন যাতে এক জায়গা থেকে হারিয়ে গেলে পুরোটা না যায়। ব্যাগে একটি ছোট তালা ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে। এছাড়া, মানিব্যাগে বা মোবাইলে জরুরি যোগাযোগ নম্বর লিখে রাখা বুদ্ধিমানের কাজ।

 

অতিরিক্ত জিনিসপত্র ব্যাগে না রাখার চেষ্টা করুন। ছবি এআই

 

টয়লেট্রিজ ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী

হোটেলে টয়লেট্রিজ পাওয়া গেলেও নিজের ব্যবহার উপযোগী জিনিসপত্র সঙ্গে নেওয়াই ভালো। যেমন ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, রেজর, টিস্যু, তোয়ালে ইত্যাদি। নারী ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি পণ্য সঙ্গে রাখা আবশ্যক।

 

পরিশেষে, ভ্রমণের ব্যাগ যেন হয় আপনার সঙ্গী

আপনার ব্যাগটি যেন হয় বহনযোগ্য, টেকসই এবং আরামদায়ক। বিশেষ করে দীর্ঘপথের যাত্রায় ব্যাকপ্যাক বা ট্রলির মধ্যে যেটি আপনি সহজে বহন করতে পারেন, সেটিই বেছে নেওয়া উচিত। ব্যাগের ওজন ৭-১০ কেজির মধ্যে রাখলে চলাফেরা সহজ হয়।

ভ্রমণ সবসময়ই এক ধরনের প্রস্তুতির দাবি করে। আর তার শুরুটা হয় ব্যাগ গোছানো থেকে। ঠিকঠাকভাবে প্রস্তুতি নিলে যাত্রা হয় স্মরণীয় এবং আনন্দদায়ক। তাই ব্যাগ গোছানোর কাজটিকে অবহেলা নয়, বরং গুরুত্ব দিয়েই সম্পন্ন করুন। নিরাপদ ও আনন্দময় হোক আপনার প্রতিটি সফর।

সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
ছবি: খবরের কাগজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৩০ মে) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে টানা বর্ষণের ও পাহাড়ি ঢলে ফলে কোম্পানীগঞ্জ ধলাই নদীর পানি বেড়ে তলিয়ে যায় জনপ্রিয় পর্যটন এলাকা সাদাপাথর। ঢলের পানিতে অস্থায়ী অবকাঠামো এবং স্থানীয় কয়েক শ ক্ষুদ্র ব্যবসায়ীর মালামাল ভাসিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

ঢল নামার সময় কিছু পর্যটক বৃষ্টি উপেক্ষা করে স্পটে অবস্থান করছিলেন। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তারা নিরাপদ স্থানে চলে আসেন। এরপর শনিবার সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদাপাথর পর্যটন স্পট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া স্থিতিশীল হলে পরবর্তীতে উক্ত পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

শাকিলা ববি/রিফাত/

মহাস্থানগড়  ভ্রমণ অতীতকে ছুঁয়ে দেখার এক অনন্য অভিজ্ঞতা

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:৫৮ পিএম
অতীতকে ছুঁয়ে দেখার এক অনন্য অভিজ্ঞতা

বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যদি আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি হয়, তবে মহাস্থানগড় নিঃসন্দেহে সেই ভিত্তির অন্যতম প্রাচীন গৌরবময় স্তম্ভ। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং আমাদের অতীতের জানালা, যা দিয়ে উঁকি দিলে দেখা যায় হাজার বছরেরও বেশি পুরোনো সভ্যতা, সংস্কৃতি রাজনীতির চিত্রপট। তাই মহাস্থানগড় ভ্রমণ শুধু একটি ভ্রমণ অভিজ্ঞতা নয়, এটি ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মহাস্থানগড় এক সময় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর রাজধানী ছিল। খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে শুরু করে পাল সেন শাসনামলের শেষ পর্যন্ত এই শহর ছিল রাজনৈতিক ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন গোকুল মেধ, শীলাদেবীর ঘাট, দুর্গ প্রাচীর এবং পোড়ামাটির ফলকে উৎকীর্ণ চিত্র- সবই এক সমৃদ্ধ অতীতের প্রমাণ বহন করে।

মহাস্থানগড়ে ভ্রমণ ইতিহাস, প্রত্নতত্ত্ব, ধর্মতত্ত্ব সংস্কৃতির শিক্ষার্থীদের জন্য একটি জীবন্ত শ্রেণিকক্ষ। প্রাচীন স্থাপত্য, প্রাচীন মুদ্রা, মূর্তি অন্যান্য নিদর্শন পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের পাতার বাইরের জ্ঞান অর্জন করতে পারে। গবেষকদের জন্য এখানে রয়েছে অজস্র অনুসন্ধানযোগ্য তথ্য নিদর্শন যা এখনো অনেক রহস্য উন্মোচনের অপেক্ষায়।

যে জাতি তার অতীতকে জানে না, সে ভবিষ্যতের পথ হারিয়ে ফেলে। মহাস্থানগড় সেই পরিচয়চিহ্ন, যা আমাদের পূর্বসূরিদের জ্ঞান, দক্ষতা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তাদের সংস্কৃতি ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি করতে।

মহাস্থানগড় হিন্দু, বৌদ্ধ মুসলিম- তিন ধর্মেরই নিদর্শন বহন করে। এটি একটি অসাম্প্রদায়িক ঐতিহ্যের প্রতীক, যেখানে ধর্মীয় সহাবস্থান সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বাগত জানানো হয়েছে যুগ যুগ ধরে। এই দৃষ্টিভঙ্গি বর্তমান সমাজে সহনশীলতা সংহতির জন্য অনুকরণীয় উদাহরণ হতে পারে।

মহাস্থানগড় ভ্রমণ মানে শুধুই একটি ভ্রমণ নয়, এটি আত্মজাগরণের একটি রূপ। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমরা একটি সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতির উত্তরাধিকারী। তাই মহাস্থানগড়কে শুধু ভ্রমণকেন্দ্র নয়, বরং একটি জাতীয় শিক্ষাকেন্দ্র, গবেষণাগার পরিচয়ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা উচিত।

আজকের এই দ্রুতগতির পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যখন নিজেদের হারিয়ে ফেলি, তখন মহাস্থানগড়ের মতো স্থান আমাদের স্মরণ করিয়ে দেয়- আমাদের শিকড় কতটা গভীরে, আর ইতিহাস কতটা গৌরবময়।

 

যেভাবে যাবেন

ঢাকা থেকে গাবতলী বা কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে সরাসরি বগুড়া যাওয়া যায়। বিআরটিসি, এসআর ট্রাভেলস, শ্যামলী, হানিফ এবং ঐশী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি পরিবহন কোম্পানির বাস চলে। ভাড়া সাধারণত ৫৫০-৯০০ টাকা (নন-এসি/এসি) সময় লাগে সাধারণত - ঘণ্টা। তবে রাস্তার অবস্থা অনুযায়ী পরিবর্তন হতে পারে।

বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। অটোরিকশা, সিএনজি বা লোকাল বাসে সহজেই পৌঁছানো যায়। সময় লাগে ২০-৩০ মিনিট। ভাড়া প্রায় ৫০-১০০ টাকা (যানবাহনের ধরন অনুযায়ী) ট্রেনে ঢাকা থেকে মহাস্থানগড় যেতে চাইলে ঢাকা থেকে সান্তাহার পর্যন্ত বিভিন্ন আন্তনগর ট্রেন রয়েছে। যেমন- লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস। সান্তাহার থেকে বগুড়া বাসে বা লোকাল ট্রেনে যাওয়া যায়। সময় লাগে - ঘণ্টা। ভাড়া ২০০-৮০০ টাকা (শ্রেণিভেদে)

বগুড়ায় বিমানবন্দর নেই। তবে আপনি চাইলে ঢাকা থেকে সৈয়দপুর/রাজশাহী হয়ে ফ্লাইটে যেতে পারবেন। সেখান থেকে বগুড়া সড়কপথে (- ঘণ্টা) যেতে হয়।

 

মহাস্থানগড় ভ্রমণে সতর্কতা

মহাস্থানগড় বাংলাদেশের ঐতিহাসিক গৌরবের এক অমূল্য নিদর্শন। এই প্রাচীন স্থানের সৌন্দর্য ইতিহাস উপভোগ করতে গেলে কিছু সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। কারণ, প্রত্নতাত্ত্বিক স্থান হওয়ায় এর সংরক্ষণ প্রয়োজন এবং ভ্রমণকারীদের নিরাপত্তাও নিশ্চিত করতে হয়।

মহাস্থানগড়ে খাবার পানীয়ের সুবিধা সীমিত, বিশেষ করে প্রত্নতাত্ত্বিক এলাকায়। তাই ভ্রমণে পানি হালকা খাবার সঙ্গে নিয়ে যাওয়া ভালো। বিশেষ করে গরমকালে ডিহাইড্রেশন এড়াতে পানি অবশ্যই প্রয়োজন। এখানের মাটির পথ ধূলিকণা অনেক সময় হাঁটার জন্য অস্বস্তিকর হতে পারে। তাই চমৎকারভাবে হাঁটার জন্য হালকা, আরামদায়ক কাপড় এবং মজবুত, বন্ধ জুতা পরিধান করুন।

মহাস্থানগড় বিশাল একটি এলাকায় ছড়িয়ে আছে। একটি অভিজ্ঞ স্থানীয় গাইড ভ্রমণকে সহজ, তথ্যবহুল এবং নিরাপদ করে তোলে। গাইড আপনাকে ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে এবং ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে রাখবে।

পুরোনো স্থাপনা নিদর্শনগুলো সংরক্ষণের অধীনে রয়েছে। সেগুলোতে হাত দেওয়া, ছোঁয়া বা ভাঙচুর করা নিষেধ। ভ্রমণকালে এই বিষয়টি অবশ্যই মেনে চলুন। বড় জায়গায় ভিড় কম থাকার কারণে সুরক্ষার দিক থেকে সতর্ক থাকা জরুরি। মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রাখুন এবং একা দূরবর্তী এলাকায় যাওয়া এড়িয়ে চলুন।

মহাস্থানগড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘোরার জন্য ভালো করে সময় দিতে হবে। তাড়াহুড়ো করবেন না, কারণ বেশ কিছু অংশ হাঁটাহাঁটি করতে হয়। সকালবেলা বা বিকেলের আগে যাওয়া ভালো, কারণ দুপুরে গরম বেশি থাকে।

বৃষ্টি বা বন্যার সময় সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে যাওয়া উচিত। মহাস্থানগড়ের মতো ঐতিহাসিক স্থানকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। কোনো ধরনের প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন এবং সঠিক স্থানে আবর্জনা ফেলুন।

 

ভ্রমণ পরামর্শ

মহাস্থানগড় ভ্রমণের জন্য শীতকাল (নভেম্বর-ফেব্রুয়ারি) সবচেয়ে উপযোগী সময়। বগুড়া শহরে ভালো মানের হোটেল গেস্ট হাউস রয়েছে থাকার জন্য। জাদুঘর প্রত্নতাত্ত্বিক এলাকা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ টিকিট নিতে হয় (বাংলাদেশি বিদেশি দর্শনার্থীর জন্য আলাদা হার)

 

বগুড়ার আরও দর্শনীয় স্থান

বগুড়া জেলায় দর্শনীয় স্থানের অভাব নেই। এর মধ্যে আছে রাজার পাহাড়ি মসজিদ, হাটিখাঁড়, পীরগাছা হিল, বগুড়া জাদুঘর, গোকুল মেধ, গাবতলী মসজিদ, শিবগঞ্জ প্রাচীন মন্দির, বগুড়া রেলওয়ে স্টেশন, মাধবপুর লেক ইত্যাদি।

বর্ষাকালে ভ্রমণের ক্ষেত্রে যেসব সতর্কতা মেনে চলবেন

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট: ২৯ মে ২০২৫, ০৪:৫৯ পিএম
বর্ষাকালে ভ্রমণের ক্ষেত্রে যেসব সতর্কতা মেনে চলবেন
সব জায়গা বর্ষাকালে ভ্রমণের জন্য উপযুক্ত নয়। ছবি এআই

বাংলার প্রকৃতি বর্ষাকালে অনন্য সৌন্দর্যে মোড়া থাকে। নদী, পাহাড়, ঝর্ণা, সবুজ মাঠ, কুয়াশা ঢাকা পথ – সবকিছু যেন নতুন রূপে ধরা দেয় এই ঋতুতে। অনেকেই বর্ষাকালকে ভ্রমণের উপযুক্ত সময় বলে মনে করেন, বিশেষত যারা প্রকৃতির রোমাঞ্চ খুঁজে বেড়ান। তবে বর্ষাকালে ভ্রমণ যেমন রোমাঞ্চকর হতে পারে, তেমনি ঝুঁকিপূর্ণও হতে পারে যদি প্রয়োজনীয় সতর্কতা না নেওয়া হয়। নিচে বর্ষাকালে ভ্রমণের ক্ষেত্রে অনুসরণযোগ্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় তুলে ধরা হলো —

▶ আবহাওয়ার পূর্বাভাস যাচাই
বর্ষাকালে আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত থাকে। যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে, আবার কোথাও ভারী বর্ষণের ফলে বন্যাও দেখা দিতে পারে। তাই যাত্রার পূর্বে এবং যাত্রাকালে নিয়মিত আবহাওয়ার আপডেট দেখা অত্যন্ত জরুরি। বর্তমানে মোবাইল অ্যাপ, গুগল ওয়েদার কিংবা টিভি ও সংবাদ মাধ্যমে সহজেই আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়।

 

বর্ষাকালে আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত থাকে। ছবি এআই

 

▶ সঠিক গন্তব্য নির্বাচন
সব জায়গা বর্ষাকালে ভ্রমণের জন্য উপযুক্ত নয়। পাহাড়ি অঞ্চল, নদীর পার কিংবা দুর্গম এলাকা বর্ষার সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভূমিধস, পাহাড়ি ঢল কিংবা জলাবদ্ধতা ভ্রমণকারীদের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। তাই গন্তব্য নির্বাচন করার সময় এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, অতীতের বন্যা বা দুর্যোগের ইতিহাস ও নিরাপত্তা বিষয় বিবেচনা করা উচিত।

 

▶ উপযুক্ত পোশাক ও জুতা পরা
বর্ষাকালে পোশাক নির্বাচনে সাবধানতা অবলম্বন করতে হবে। হালকা, দ্রুত শুকায় এমন কাপড় পরা ভালো। তুলার বা জিন্সের কাপড় ভিজে গেলে শুকোতে সময় নেয় এবং তা ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়ায়। রেইনকোট বা ছাতা অবশ্যই সঙ্গে রাখতে হবে।
জুতার ক্ষেত্রে পানি নিরোধক (ওয়াটারপ্রুফ) ও ভালো গ্রিপযুক্ত জুতা নির্বাচন করা উচিত। পিচ্ছিল পথে চলতে গেলে হঠাৎ পড়ে গিয়ে আঘাত লাগার ঝুঁকি থাকে। স্যান্ডেল বা খোলা জুতা পরলে পা কাদায় ভরে যেতে পারে বা জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে।

 

▶ প্রয়োজনীয় ওষুধ ও প্রথমিক চিকিৎসার সামগ্রী সঙ্গে রাখা
বর্ষাকালে সর্দি-কাশি, জ্বর, ত্বকে ফুসকুড়ি বা ডায়রিয়া জাতীয় সমস্যা দেখা দিতে পারে। তাই ভ্রমণের সময় প্রয়োজনীয় ওষুধ যেমন: প্যারাসিটামল, অ্যান্টাসিড, ব্যান্ডেজ, এন্টিসেপটিক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা লবণ-গ্লুকোজ সঙ্গে রাখা প্রয়োজন। যদি পাহাড়ি বা দুর্গম এলাকায় যান, তাহলে প্রথমিক চিকিৎসার একটি কিট অবশ্যই সঙ্গে রাখবেন।

 

▶ খাবার ও পানির নিরাপত্তা
বর্ষাকালে খাবার-দাবার খেয়াল করে খেতে হয়। বাহিরের খোলা খাবার খেলে সহজেই পেটের অসুখ হতে পারে। তাই চেষ্টা করুন ঘরে তৈরি শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, বিস্কুট, বাদাম, খেজুর ইত্যাদি সঙ্গে রাখতে। পানির ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। অচেনা জায়গার কাঁচা পানি না খেয়ে বোতলজাত পানি বা নিজস্ব ফিল্টার ব্যবহার করুন। প্রয়োজনে পানি ফুটিয়ে খাওয়াই ভালো।

 

বর্ষাকালে রাস্তায় জলাবদ্ধতা, যানজট অথবা হঠাৎ বন্যার কারণে যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। ছবি এআই

 

 

▶ ব্যাকআপ পরিকল্পনা রাখা
বর্ষাকালে রাস্তায় জলাবদ্ধতা, যানজট অথবা হঠাৎ বন্যার কারণে যাত্রা বাধাগ্রস্ত হতে পারে। তাই ভ্রমণের পরিকল্পনায় বিকল্প পথ বা বিকল্প গন্তব্য রাখলে বিপদে পড়লে সহজে সিদ্ধান্ত নেওয়া যায়। এছাড়া প্রয়োজনীয় নম্বর যেমন: স্থানীয় প্রশাসন, হোটেল, নিকটস্থ হাসপাতাল, আত্মীয়-স্বজন—এসব সংরক্ষিত রাখা জরুরি।

 

▶ ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষা
বর্ষার ভ্রমণে ফোন, ক্যামেরা, পাওয়ার ব্যাংক ইত্যাদি ভিজে যাওয়ার আশঙ্কা থাকে। এসব ডিভাইস ওয়াটারপ্রুফ ব্যাগে রাখা উচিত। চাইলে জিপলক ব্যাগ বা পলিথিন দিয়েও মোড়ানো যেতে পারে। এছাড়া অতিরিক্ত পাওয়ার ব্যাংক এবং চার্জার সঙ্গে রাখলে দরকারের সময় ডিভাইস বন্ধ হয়ে পড়বে না।

 

▶ স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা
যে এলাকায় যাচ্ছেন, সেখানে কোনো ধরনের সামাজিক অস্থিরতা, রাজনৈতিক সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ চলছে কি না তা জানা অত্যন্ত জরুরি। স্থানীয়দের সঙ্গে কথা বলে কিংবা সংবাদ মাধ্যমে তথ্য যাচাই করা উচিত।

 

 

উপযুক্ত প্রস্তুতি ও সতর্কতা মেনে চললে বর্ষাকাল ভ্রমণের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ছবি এআই

 

▶ পরিবেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলা
বর্ষাকালে পানিবাহিত রোগ যেমন: ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি বেড়ে যায়। তাই মশার প্রতিরোধে রিপেলেন্ট ব্যবহার করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ও যেখানে-সেখানে ময়লা না ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ক্ষতি না করে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।

 

সবশেষ 
বর্ষাকাল ভ্রমণের জন্য এক অনন্য সময়, কিন্তু এর রূপের মধ্যে যেমন রোমাঞ্চ রয়েছে, তেমনি আছে কিছু ঝুঁকি। উপযুক্ত প্রস্তুতি ও সতর্কতা মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। নিরাপদ ভ্রমণ কেবল আনন্দদায়কই নয়, এটি দায়িত্বশীল ভ্রমণকারীর পরিচয়ও বহন করে।
সুতরাং, এই বর্ষায় প্রকৃতির টানে যদি বেরিয়ে পড়েন, তবে নিরাপত্তার কথাও যেন ভুলে না যান। স্মার্ট পরিকল্পনা আর সচেতনতার মাধ্যমে বর্ষাকালের ভ্রমণ হয়ে উঠুক উপভোগ্য ও ঝুঁকিমুক্ত।

রহস্যঘেরা জুগিরকান্দি মায়াবন: সিলেটের এক জলজ রূপকথা

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০২:৩২ পিএম
রহস্যঘেরা জুগিরকান্দি মায়াবন: সিলেটের এক জলজ রূপকথা
জুগিরকান্দি মায়াবন বাংলাদেশের বৃহত্তম জলাবনগুলোর মধ্যে অন্যতম।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট অঞ্চল শুধু চা-বাগান আর পাহাড়-নদীর জন্যই বিখ্যাত নয়, এখানকার জলাবনগুলোও প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপার বিস্ময়। তেমনই একটি প্রাকৃতিক রত্ন হলো জুগিরকান্দি মায়াবন—যা স্থানীয়ভাবে শুধু ‘মায়াবন’ নামেই অধিক পরিচিত। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নে অবস্থিত এই বনটি প্রকৃতি আর রহস্যে মোড়া এক অনন্য জলাবন।
প্রায় এক হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত জুগিরকান্দি মায়াবন বাংলাদেশের বৃহত্তম জলাবনগুলোর মধ্যে অন্যতম। আয়তনে এটি রাতারগুল সোয়াম্প ফরেস্টের চেয়ে প্রায় তিনগুণ বড়, যদিও এখনও পর্যটকদের কাছে ততটা পরিচিত নয়। এই গহিন জলাবনে সারি-সারি হিজল, জাম, বরুণ, করচসহ বিভিন্ন জলপ্রিয় গাছ সারাবছরই দাঁড়িয়ে থাকে অথই জলের উপর। বনের উত্তর পাশে রয়েছে সারি ও পিয়াইন নদীর মিলনস্থল, যা এই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য আরও সমৃদ্ধ করেছে।

কখন যাবেন?
বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর) জুগিরকান্দি মায়াবন ঘুরে দেখার সবচেয়ে আদর্শ সময়। এ সময় বনজুড়ে পানি ভরে যায়, গাছগুলো অর্ধনিমজ্জিত হয়ে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে। তবে শীতকালেও (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) এই বনে যাওয়া যায়। তখন পানির পরিমাণ কম থাকলেও হাঁটতে কিংবা নৌকা ছাড়াও জায়গাটি উপভোগ করা যায়।

বন ও প্রাণবৈচিত্র্যের রাজ্য
মায়াবনের প্রকৃতি যেন কোনো রূপকথার কাহিনির মতো। সূর্যরশ্মি পাতার ফাঁক গলে জলে প্রতিফলিত হয়ে তৈরি করে এক মায়াবী পরিবেশ। পশ্চিমে রয়েছে হিদাইরখাল (সরকারি নথিপত্রে ‘বাউলিখাল’), যার তীরে অবস্থিত বনবিভাগের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ মূর্তা বাগান। বনটি বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। এখানে দেখা মেলে মাছরাঙা, বক, ডাহুক, ঘুঘু, দোয়েল, ফিঙে, বালিহাঁস, পানকৌড়িসহ অসংখ্য পাখির। এছাড়া বানর, কাঠবিড়ালী, উদবিড়াল, মেছোবাঘ এবং বিভিন্ন প্রজাতির সাপও এই বনের বাসিন্দা।

কীভাবে যাবেন?
ঢাকা থেকে সিলেট বাসে যেতে চাইলে ফকিরাপুল, সায়দাবাদ বা মহাখালী থেকে গ্রীন লাইন, শ্যামলি, এনা, এস আলম বা সৌদিয়া পরিবহনের বাসে যাওয়া যায়। এসি বাসের ভাড়া আনুমানিক ১৫০০ টাকা এবং নন-এসি বাসের জন্য ৭০০ টাকা।
ট্রেনে যেতে চাইলে পারাবত, জয়ন্তিকা, উপবন ও কালনী এক্সপ্রেস ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করে। ট্রেন ভাড়া ৩৭৫ থেকে ১,৩৩৮ টাকার মধ্যে।
সিলেট শহর থেকে তামাবিল সড়ক ধরে ৩৭ কিলোমিটার দূরের বেখরা ব্রিজ পর্যন্ত যেতে হবে। সেখান থেকে ছোট নৌকায় বেখরা খাল ধরে দেড় কিলোমিটার উত্তরে গেলেই মায়াবনের দেখা মিলবে।

কোথায় থাকবেন, কী খাবেন?
সিলেট শহরে রয়েছে নানা মানের হোটেল ও রিসোর্ট—যেমন হোটেল স্টার প্যাসিফিক, হোটেল হিলটাউন, হোটেল রোজ ভিউ ইত্যাদি। খাওয়ার জন্য শহরের রেস্টুরেন্টগুলোয় সাত রঙের চা, শুঁটকি ভর্তা, তাজা মাছের তরকারিসহ সিলেটের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। শ্রীমঙ্গলের নীলকণ্ঠ টি কেবিনে সাত রঙের চা চেখে দেখা যেতে পারে।

জরুরি পরামর্শ
নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন।
প্রকৃতি নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকুন।
আবর্জনা ফেলবেন না—বনের পরিবেশ রক্ষায় সচেতন থাকুন।
স্থানীয় গাইডের সহায়তা নিন, যাতে ভ্রমণ নিরাপদ ও তথ্যবহুল হয়।

শেষ কথা
জুগিরকান্দি মায়াবন এখনো পর্যটকদের ভিড়ে ঘন হয়ে ওঠেনি। তাই এখনই সময়, যখন নির্জনতা আর প্রকৃতির নিস্তব্ধতা একসাথে উপভোগ করা যায়। একটু সচেতনতা আর শ্রদ্ধাবোধ থাকলেই এ সৌন্দর্য দীর্ঘকাল ধরে সকলের জন্য উন্মুক্ত থাকবে।