ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়িতে চাকমাদের ফুলবিজু উদযাপন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পিএম
খাগড়াছড়িতে চাকমাদের ফুলবিজু উদযাপন
নদীতে ফুল ভাসিয়ে চাকমাদের বিজু উৎসব উদযাপন। ছবি : খবরের কাগজ

খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বাংলা পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে শুরু হয়েছে চাকমা সম্প্রদায়ের ফুলবিজু উৎসব।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৬টা থেকে খবংপড়িয়া এলাকায় চেঙ্গী নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বালন শেষে প্রার্থনা করে উৎসবের সূচনা করেন চাকমারা।

খবংপড়িয়ার বাসিন্দা বিজরী চাকমা খবরের কাগজকে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ফুলবিজু উদযাপন হচ্ছে। এটা এখন মিলনমেলায় পরিণত হয়েছে। ছোট বড় সকলেই ফুল বিজুর দিনে খুব ভোরে জঙ্গল, মানুষের বাড়ি বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ করেন। পরে চেঙ্গী নদীর পারে একটি বেদী তৈরি করে কলা পাতার উপর ফুল সাজিয়ে গঙ্গার উদ্দেশ্যে নিবেদন করেন। আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি, পুরাতন বছরের সঙ্গে সঙ্গে দুঃখ-কষ্ট ও রোগ-ব্যাধিও যেন নির্মূল হয়ে যায়। নতুন বছর সবার জীবনে যেন সুখ-শান্তি ও মঙ্গল বয়ে আনে।’