রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তার হাত ও পায়ে গুলিবিদ্ধ লেগেছে।
মঙ্গলবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে বড়থলি মারমা পাড়ায় এ ঘটনা ঘটে।
হামলার কারণ ও দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে কেএনএফের সন্ত্রাসীরা এই হামলার সঙ্গে যুক্ত বলে পুলিশের ধারণা।
গুলিবিদ্ধ চেয়ারম্যানকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দ্বিতীয় ধাপে বিলাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট হয়। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে বড়থলি ইউপির ৫নং ওয়ার্ডের মারমা পাড়ার একটি মাচাং বাড়িতে অবস্থান করছিলেন চেয়ারম্যান।
রাত সাড়ে ১১টার দিকে মাচাং বাড়ির নিচ থেকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনা ক্যাম্পে এবং পরে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে বান্দরবান জেলা সদর হাসপাতালে এবং সেখান থেকে আজ বুধবার (২২ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। এখন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুনেছি তিনি শঙ্কামুক্ত। তবে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। আমরা অপরাধীদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।
জিয়াউর রহমান/জোবাইদা/অমিয়/