
গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে তিন নারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিলা বেগম কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লা স্ত্রী।
কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তেতুলবাড়ি গ্রামের শাহিদ মোল্লার সঙ্গে বোরো ধানের জমিতে পানি দেওয়া নিয়ে কাওসার মোল্লার কথা কাটাকাটি হয়।
এর জেরে রাতে শাহিদ মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাওসার মোল্লার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৪ নারীসহ ১১ জন আহত হন।
পরে সংকটাপন্নদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষনা করেন।’
গুরুতর আহত অবস্থায় মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
বাদল সাহা/নাইমুর/