প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। একুশ শতকের সম্পদ কোনটি?
ক) জ্ঞান খ) সাধারণ মানুষ
গ) অর্থনীতি ঘ) কম্পিউটার
২। Globalization ত্বরান্বিত হওয়ার কারণ কয়টি?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৩। শিল্প বিপ্লব হয় কখন?
ক) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
খ) ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীতে
গ) বিংশ থেকে একবিংশ শতাব্দীতে
ঘ) একবিংশ শতাব্দীতে
৪। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক) স্টিভ জবস খ) চার্লস ব্যাবেজ
গ) চার্লস ফ্যারাডে ঘ) বিল গেটস
৫। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়?
ক) লর্ড বায়রনকে খ) চার্লস ব্যাবেজকে
গ) অ্যাডা লাভলেসকে ঘ) স্টিভ জজনিয়াককে
৬। প্রথম কোন বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠাতে সফল হন?
ক) জগদীশচন্দ্র বসু খ) টমলিনসন
গ) রোনাল্ড ওয়েন ঘ) আইনস্টাইন
৭। IBM-এর পূর্ণরূপ কী?
ক) Internet Business Machine
খ) Internal Business Machine
গ) Information Business Machine
ঘ) Informational Business Machine
৮। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৬৫ সালে খ) ১৯৭১ সালে
গ) ১৯৭৬ সালে ঘ)১৯৮৯ সালে
৯। IP-এর পূর্ণরূপ কী?
ক) Internet protocol
খ) Internal protocol
গ) Information protocol
ঘ) Informational protocol
১০। APRANET কী?
ক) অপারেটিং সিস্টেম খ) নেটওয়ার্ক
গ) মাইক্রোপ্রসেসর ঘ) প্রটোকল
১১। নেটওয়ার্ক কী?
ক) ইন্টারনেটের নাম
খ) একাধিক প্রটোকল
গ) কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ
ঘ) প্রোগ্রামসমূহ
১২। ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৫৪ সালে খ) ১৯৬৯ সালে
গ) ১৯৮৬ সালে ঘ) ১৯৯০ সালে
১৩। E-mail-এর পূর্ণরূপ কী?
ক) Electronic Mail
খ) Electric Mail
গ) Electronic Message
ঘ) Electronic mms
১৪। অ্যাপলের প্রতিষ্ঠাতা কে?
ক) বিল গেটস খ) স্টিভ জবস
গ) মার্ক জাকারবার্গ ঘ) স্যামুয়েল
১৫। মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কোনটি?
ক) উইন্ডোজ খ) লিনাক্স
গ) ম্যাকওএস ঘ) অ্যান্ড্রয়েড
উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক।
লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর