চতুর্থ অধ্যায়: অণুজীব
তৃতীয় পরিচ্ছেদ: ম্যালেরিয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২। মশকীর লালাগ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়?
(ক) স্পোরোজয়েট (খ) ট্রফোজয়েট
(গ) ক্রিপ্টোজয়েট (ঘ) মেরোজয়েট
১৩। ম্যালেরিয়া জীবাণুর যে দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে-
(ক) স্পোরোজয়েট (খ) ক্রিপ্টোজয়েট
(গ) মেরোজয়েট (ঘ) ক্রিপ্টোমেরোজয়েট
১৪। Plasmodium-এর কোন পর্যায় মানুষকে সংক্রমিত করে?
(ক) ট্রফোজয়েট (খ) উকিনেট
(গ) জাইগোট (ঘ) স্পোরোজয়েট
১৫। ক্রিপ্টোজয়েট কোথা থেকে খাদ্য সংগ্রহ করে?
(ক) RBC (খ) WBC
(গ) যকৃতকোষ (ঘ) লালাগ্রন্থি
নিচের চিত্রটি লক্ষ করে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৬। A চিহ্নিত অংশের নাম কী?
(ক) ক্রিপ্টোজয়েট (খ) সাইজন্ট
(গ) ক্রিপ্টোমেরোজয়েট (ঘ) মেরোজয়েট
১৭। উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে-
(i) গ্যামেটোসাইট উৎপন্ন হয়
(ii) পাইরোজেনের ক্ষরণ ঘটে
(iii) রক্তশূন্যতা দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৮। কোন ধাপটি বহু নিউক্লিয়াসযুক্ত?
(ক) স্পোরোজয়েট (খ) সাইজন্ট
(গ) ট্রফোজয়েট (ঘ) সিগনেট রিং
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মানবদেহে এক ধরনের পরজীবী অণুজীব প্রবেশ করে লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং চরম পর্যায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে।
১৯। উদ্দীপকের অণুজীবটি মানবদেহে কোন পর্যায় সম্পন্ন করে?
(ক) স্পোরোগনি (খ) সাইজোগনি
(গ) প্লাজমোগনি (ঘ) গ্যামিটোগনি
২০। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট?
(ক) স্পোরোজয়েট (খ) ক্রিপ্টোমেরোজয়েট (গ) ক্রিপ্টোজয়েট (ঘ) ট্রফোজয়েট
আরো পড়ুন : অণুজীব অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৬ষ্ঠ পর্ব
২১। এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কোন ধাপটি ক্ষণস্থায়ী?
(ক) সাইজন্ট (খ) সিগনেন্ট রিং
(গ) ট্রফোজয়েট (ঘ) মেরোজয়েট
২২। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশায় সাফনার্স দানা দেখা যায়?
(ক) মেরোজয়েট (খ) সিগনেন্ট রিং
(গ) সাইজন্ট (ঘ) অ্যামিবয়েট ট্রফোজয়েট
নিচের চিত্রটি লক্ষ করে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২৩। উদ্দীপকের E পর্যায়ের H ধাপের ক্ষেত্রে প্রযোজ্য-
(i) সাফনার্স দানা দেখা যায়
(ii) ক্ষণপদ ধারণ করে
(iii) বহুনিউক্লিয়াস বিশিষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪। উদ্দীপকের E এবং F পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) E পর্যায়টি মশকীর দেহে হয়
(খ) F পর্যায়ে হিমোজনে উৎপন্ন হয়
(গ) E পর্যায়ে গ্যামেট সৃষ্টি হয়
(ঘ) F পর্যায়ের পুনরাবৃত্তি ঘটে না
উত্তর: ১২. ক, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. ঘ, ২১. গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর