ঢাকা ২৬ অগ্রহায়ণ ১৪৩১, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম থেকে পূর্বে । ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলে-
ক. মেটাপথ     খ. ট্রপোডেস্ক
গ. ট্রপোসীমা    ঘ. ট্রপোপস

১২। পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক. ১৩.৯০̊ সে.    খ. ১২.১৬̊ ফা.
গ. ১৩.৯০̊ ফা.     ঘ. ১২.১৬̊ সে.

১৩। নিচের কোনটি কুমেরু নির্দেশ করে?
ক. দুই মেরুর সংযোগস্থল
খ. দুই মেরুর সংযোগ বিন্দু
গ. মেরু রেখার দক্ষিণ-প্রান্ত বিন্দু
ঘ. মেরু রেখার উত্তর-প্রান্ত 

১৪। নিচের কোনটি অক্ষাংশ পরিমাপের একক?
ক. সেলসিয়াস    
খ. সেকেন্ড
গ. ডিগ্রি        
ঘ. ফারেনহাইট

১৫। নিচের কোনটির মধ্য অক্ষাংশ নির্দেশ করে?
ক. ২০° থেকে ৭০°    
খ. ৮০° থেকে ১০০°
গ. ৩০° থেকে ৬০°    
ঘ. ৪০° থেকে ৫০°

১৬। দ্রাঘিমা রেখার অপর নাম কেনটি?
ক. অক্ষরেখা    খ. নিরক্ষরেখা
গ. মধ্যরেখা     ঘ. সমাক্ষরেখা

১৭। ভূগোলকের সর্বোচ্চ দ্রাঘিমা কত?
ক. ১৮০°    খ.৩৬০°
গ. ২৭০°    ঘ. ৯০°

১৮। নিচের কোনটির সাহায্যে স্থানীয় সময় জানা যায়?
ক. দ্রাঘিমা       খ. অক্ষাংশ
গ. অক্ষরেখা    ঘ. সমাক্ষরেখা

আরো পড়ুন : সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১৯। মূল মধ্যরেখার মান ধরা হয়েছে নিচের কোনটিকে?
ক. ০°    খ. ৯০°    গ. ১৮০°    ঘ. ৩৬০°

২০। পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক কোনটি?
ক. পশ্চিম থেকে পূর্বে    
খ. পূর্ব থেকে পশ্চিমে 
গ. উত্তর থেকে দক্ষিণে    
ঘ.দক্ষিণ থেকে উত্তরে

২১। ৩৬০° কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর সময় লাগে-
ক. ১৪৪০ সেকেন্ড    
খ. ১৪৪০ ঘণ্টা
গ. ১৪৪০ মিনিট    
ঘ. ৩৬৫ দিন

২২। প্রতিপাদ স্থান দ্বয়ের দ্রাঘিমা যোগ করলে কত হয়?
ক. ৯০°          খ. ৭০°
গ. ১৮০°        ঘ. ৩৬০°

২৩। কোন স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে এলে ওই স্থানে-
ক. ভোর হয়        
খ. দুপুর হয়
গ. গোধূলি হয়    
ঘ. অপরাহ্ন হয়

২৪। পৃথিবীর আকৃতি দেখতে কী রকম?
ক. গোলাকার        
খ. ডিম্বাকৃতির
গ. অভিগত গোলকের মতো     
ঘ. মোচাকৃতির

উত্তর: ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. ক, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. গ, ২২. গ, ২৩. খ, ২৪. গ।

লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

কবীর

বিদ্যালয়ে ভর্তির লটারির তারিখ জানাল মাউশি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
বিদ্যালয়ে ভর্তির লটারির তারিখ জানাল মাউশি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব আজিজ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠান ১৭ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ শিক্ষার্থী আবেদন করে। সরকারি স্কুলে ভর্তির জন্য আসনের তুলনায় ৬ গুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ে আসনের চেয়ে সাত লাখ আবেদন কম পড়েছে।

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম
এসএসসির ফরম পূরণের সময় বাড়ল
ছবি: খবরের কাগজ

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। গত সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

গত ১ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ফরম পূরণের শেষ সময় ছিল ৯ ডিসেম্বর। তবে শেষ দিনে আবার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দেওয়া হলো।

পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম
পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি পদার্থবিজ্ঞান
পদার্থ বিজ্ঞানে পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা। ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১২। পীড়ন ও বিকৃতির অনুপাতকে কী বলে? 
(ক) হুকের সূত্র     
(খ) পৃষ্ঠটান
(গ) স্থিতিস্থাপকতা     
(ঘ) স্থিতিস্থাপকতা গুণাঙ্ক

১৩। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি? 
(ক) Nm-1         (খ) Nm-3 
(গ) Nm-2         (ঘ) NC-2

১৪। পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? 
(ক) প্লাজমা         (খ) কঠিন
(গ) তরল             (ঘ) গ্যাস

আরো পড়ুন : পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব

১৫। পীড়নের একক কোনটি? 
(ক) Nm         (খ) Nm-1 
(গ) Nm-2        (ঘ) Nm-3

১৬। এভারেস্ট পর্বত শৃঙ্গের ওপর বায়ুমণ্ডলীয় চাপ কত? 
(ক) ১০ cm পরদ চাপ 
(খ) ৭৬ cm পরদ চাপ 
(গ) ৩০ cm পরদ চাপ 
(ঘ) ২২.৮ cm পরদ চাপ

উত্তর: ১২। (ঘ) স্থিতিস্থাপকতা গুণাঙ্ক, ১৩। (গ) Nm-2, ১৪। (ক) প্লাজমা, ১৫। (গ) Nm-2, ১৬। (ঘ) ২২.৮cm পরদ চাপ।

লেখক : প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

কবীর

২টি সংলাপ লিখন, ২য় পর্ব, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
২টি সংলাপ লিখন, ২য় পর্ব, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র
শিক্ষার্থীরা পড়ার বিষয় নিয়ে গ্রুপ স্টাডি করছে। ছবি-সংগৃহীত

সংলাপ লিখন

সংলাপ লিখন-২: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর কথোপকথন রচনা করো।
উত্তর: তন্ময়: শুভ সকাল, পিয়াল। কখন এসেছ?
পিয়াল: শুভ সকাল তোমাকেও। আজ ভোর ৫টায় এসেছি। তা, তুমি কেমন কাটালে নববর্ষের দিন।
তন্ময়: খুব ভালো কেটেছে। বাড়িতে অনেক অতিথি এসেছিল। তাদের সঙ্গে বেশ মজারই সময় কেটেছে। তা তুমি ঢাকায় কেমন নববর্ষ উদযাপন করলে?
পিয়াল: আমারও বেশ আনন্দে কেটেছে। ভোর ৬টায় ছোট খালার ডাকে ঘুম ভাঙে। তারপর উঠে ফ্রেশ হয়ে পান্তা ইলিশ খেলাম। সকাল ৭টা ৩০ মিনিটে আমি, খালা, খালু, খালাতো বোন রাইসা বেরিয়ে পড়লাম রমনা বটমূলের উদ্দেশে।
তন্ময়: কয়টায়  সেখানে পৌঁছালে? তারপর কোথায় গেলে?
পিয়াল: রাস্তায় যানজট না থাকায় সকাল সোয়া ৮টায় সেখানে পৌঁছালাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনকেন্দ্রে গেলাম। সেখানে থেকে পৌঁছালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।
তন্ময়: এখান থেকেই তো মঙ্গল শোভাযাত্রা বের হয়, তাই না?
পিয়াল: হ্যাঁ, আমরা সকাল ১০টায় বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নিই। সাম্প্রদায়িক সহিংসতা, নারী নির্যাতন, মা ও শিশুর নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতি দিক নানা প্রতীকে উঠে এসেছিল। আমি খালুকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি আমাকে আরও সুন্দর করে বুঝিয়ে বললেন।
তন্ময়: আর কোথাও যাওনি?
পিয়াল: হ্যাঁ, গিয়েছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত বাউলসংগীত শুনলাম। তারপর কিছুক্ষণ বেড়িয়ে মাটির হাঁড়ি, পুতুলসহ দেশীয় ঐতিহ্য বহন করে এমন কিছু পণ্য কিনলাম এবং রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাসায় ফিরলাম।
তন্ময়: আমি তোমার মতো অত কিছু দেখতে পাইনি, তবে দাদুর মুখে নববর্ষ পালনের নানা ইতিহাস জানতে পেরেছি। যেমন- সম্রাট আকবরের নববর্ষের নামকরণ, পালন করা, তারপর রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের দেশের নববর্ষ পালনের নানা ইতিহাস সম্পর্কেও জানতে পারি। তারপর এ দিনটির সঙ্গে বাঙালি জাতির সম্পর্কের বিষয়ে ধারণা লাভ করি।
পিয়াল: সত্যিই অনেক চড়াই-উতরাই পার হয়ে নববর্ষ আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক। তাই মহাসমারোহে সবাই ঐক্যবদ্ধভাবে এদিন পালন করুক, এটাই প্রত্যাশা রাখি।
তন্ময়: পিয়াল আজ তবে চলি। এই নিয়ে পরে আরও কথা হবে। আমরা ইতিহাস পড়ে আরও জানতে পারব। ভালো থাকো।
পিয়াল: তুমিও ভালো থাকো। ধন্যবাদ।

আরো পড়ুন : ১টি সংলাপ লিখন, ১ম পর্ব, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র

সংলাপ লিখন-৩: খেলাধুলা জীবনের একটি অংশ। এ নিয়ে রাকিব ও তুহিন দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো।
উত্তর: রাকিব: শুভ অপরাহ্ন। কোথায় যাচ্ছ তুহিন?
তুহিন: খেলাধুলা করতে স্কুল মাঠে।
রাকিব: সে কী! পরশু দিন অঙ্ক পরীক্ষা অথচ এখন খেলতে যাচ্ছ।
তুহিন: কেন? খেলাধুলা তো জীবনেরই একটা অংশ। আর খেলাধুলা করলে পড়াশোনার কোনো ক্ষতি হয় না।
রাকিব: কিন্তু মা তো আমাকে একদিনও খেলতে যেতে দেন না।
তুহিন: খেলাধুলা করলে শরীরচর্চা হয়। আমরা সুস্থ থাকি। মনও সজীব হয়। আর সুস্থ দেহে সুস্থ মনে লেখাপড়াও ভালো হয়। তাই খেলাধুলার বিকল্প নেই।
রাকিব: তুমি ঠিক বলেছ। আমি মাকে এ কথাগুলো বুঝিয়ে বলব। কাল থেকে আমিও তোমার সঙ্গে খেলতে যাব।
তুহিন: খুব ভালো কথা। আমি আজ চলি।
রাকিব: খেলাধুলার গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থেকো।
তুহিন: তুমিও ভালো থেকো। বিদায়।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা

কবীর

ইংরেজি বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৮তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
ইংরেজি বিষয়ের ১৫টি প্রশ্নোত্তর, ২৮তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা মার্চপাস্ট করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট: ইংরেজি

1. Put a word in the gaps from the list matching their meanings.

hard, Close, alone, shine, soon, shout, tired.

Answer: a. alone = without any other. 
b. close = not far in position.
c. soon = within a short time.
d. hard = requires a lot of physical effort.
e. tired = in need of rest.

2. Transform the following sentences.

a. He insisted that I should go. (Simple) 
Answer: He insisted on my going.
 
b. He is honest in spite of his poverty. (Compound) 
Answer: He is poor but honest.
 
c. Such an old thing is of no use. (Interrogative) 
Answer: Of what use is such an old thing?

আরো পড়ুন : ইংরেজি বিষয়ের ১৯টি প্রশ্নোত্তর, ২৭তম পর্ব
 
d. Work hard and prosper. (Complex) 
Answer: If you work hard, you will prosper.
 
e. He always speaks the truth. (Negative) 
Answer: He never tells a lie.
 
3. Rearrange the following words.

a. thing/little/is/a/learning/dangerous/a 
Answer: A little learning is a dangerous thing.
 
b. flock/of/feather/the/birds/ together/same 
Answer: Birds of the same feather flock together.
 
c. workman/tools/bad/with/a/his/quarrels 
Answer: A bad workman quarrels with his tools. 

d. yard/and/and/housewife/a/is/she/house/ her/ in/works/she 
Answer: She is a housewife and she works in her house and yard.
 
e. a/got/to/scholarship/study/has/Canada/ in/ Raiyan. 
Answer: Raiyan has got a scholarship to study in Canada.

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা

কবীর

'), descriptionParas[2].nextSibling); } if (descriptionParas.length > 6 && bannerData[arrayKeyTwo] != null) { if (bannerData[arrayKeyTwo].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyTwo].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyTwo].file)), descriptionParas[5].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyTwo].custom_code), descriptionParas[5].nextSibling); } } if (descriptionParas.length > 9 && bannerData[arrayKeyThree] != null) { if (bannerData[arrayKeyThree].type == 'image') { descriptionParas[0].parentNode.insertBefore(insertImageAd(bannerData[arrayKeyThree].url, ('./uploads/ad/' + bannerData[arrayKeyThree].file)), descriptionParas[8].nextSibling); } else { descriptionParas[0].parentNode.insertBefore(insertDfpCodeAd(bannerData[arrayKeyThree].custom_code), descriptionParas[8].nextSibling); } } });