ঢাকা ২ ফাল্গুন ১৪৩১, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
English
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

২টি Formal Letter Writing, ৫ম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম
২টি Formal Letter Writing, ৫ম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
শিক্ষার্থীরা Formal Letter Writing লেখার নিয়মকানুনও শেখার বিষয়। প্রতীকী ছবি- সংগৃহীত

Formal Letter Writing

1. Write a letter to the editor of a newspaper about mosquito menace.

January 5, 2025
The Editor 
The New Age
Dhaka
Dear Sir, 
I shall be highly obliged if you kindly publish the following letter in your esteemed daily.
Yours faithfully
B
Banani, Dhaka

Mosquito Menace

Now people living in the cities are suffering acutely from mosquito menace. The problem has become so serious that it has almost paralysed normal activities of people. Students can’t give concentration on their studies. People can’t do any work sitting at their home. Even the patients of the hospitals are not safe from their clutches. Every pond and ditch of our locality has been filled with mosquito. They have become their safe breeding places. After sunset lots of mosquitoes entering the houses start biting human beings. They suck blood from human body. People use various insecticides and coil to prevent them but they are of no use. We know different diseases like dengue, malaria and elephantiasis are spread through the mosquitoes. If these diseases spread in an epidemic form, they may cause a heavy toll of human lives. The mosquitoes have destroyed the peace of human beings. The city corporation should take immediate steps to clean the ponds and spray insecticides in the area. At the same time the city dwellers should be aware and they should keep their surroundings neat and clean. 

আরো পড়ুন : ৩টি Formal Letter Writing, ৪র্থ পর্ব

2. Write a letter to the editor of a newspaper about law and order situation.

January 5, 2025
The Editor 
The New Age
Dhaka
Dear Sir, 
I shall be highly obliged if you kindly publish the following letter in your esteemed daily.
Yours faithfully
B
Banani, Dhaka

Unstable law and order situation

Recently the law and order situation of the Banani area has deteriorated much. Many gangs of criminals are active in the area. Killing, mugging, hijacking, raping and stealing have become common affairs in the area. In some cases these occur in broad daylight. People can’t move in the streets safely. Even the eve teasers disturb the school and college going girls. They do not feel secured at the time of going to schools and colleges. The peace of people has completely been shattered. The criminals demand money from the businessmen through cellphones and threaten to kill them if they deny to pay the demanded money. The whole area is now in the grip of the criminals. Some criminals are doing these anti-social activities under political shelter. The law enforcing agencies are not so active in the area. We hope that the police and RAB will be more active to arrest the born criminals to ensure people a peaceful social life.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশের শিল্প অধ্যায়ের ৬টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি অর্থনীতি ২য় পত্র

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম
বাংলাদেশের শিল্প অধ্যায়ের ৬টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি অর্থনীতি ২য় পত্র
জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্পকে হাইটেক শিল্প বলে। প্রতীকী ছবি- সংগৃহীত

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

তৃতীয় অধ্যায় : বাংলাদেশের শিল্প

২০. জ্ঞান ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্পকে কী বলে?
উত্তর: হাইটেক শিল্প।

২১. পাট ও সিমেন্ট শিল্প কোন খাতের শিল্প?
উত্তর: ম্যানুফ্যাকচারিং শিল্প।

২২. কাচ, সাবান ও রেশম কোন শিল্পের অন্তর্ভুক্ত?
উত্তর: ক্ষুদ্র শিল্প।

২৩. বাংলাদেশে কত সালে সর্বপ্রথম পাটকল স্থাপিত হয়?
উত্তর: ১৯৫১ সালে।

আরো পড়ুন : বাংলাদেশের শিল্প অধ্যায়ের ১৯টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব

২৪. কোন শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশীয় কাঁচামালের উপযুক্ত ব্যবহার করা যাবে?
উত্তর: ক্ষুদ্র শিল্পের উন্নয়নের মাধ্যমে।

২৫. ১০-২৪ জন কর্মী নিয়ে গঠিত শিল্পকে বলা হয়-
উত্তর: অতিক্ষুদ্র শিল্প।

লেখক : প্রভাষক
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

কবীর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষার সংশোধিত সময়সূচি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পরীক্ষা ৮ মার্চ ২০২৫ তারিখে পূর্ব নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

কবীর

Illiteracy বিষয়ক Paragraph লিখন, ১৮তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ এএম
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ এএম
Illiteracy বিষয়ক Paragraph লিখন, ১৮তম পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
নিরক্ষরতা নিঃসন্দেহে একটি জাতির জন্য অভিশাপ। প্রতীকী ছবি- সংগৃহীত

Paragraph Writing (by listing/description)within 200 words 

(a) What is illiteracy? (b) Why are the people of Bangladesh lagging behind? (c) What are the adverse effects of illiteracy? (d) How can illiteracy be eliminated?

Illiteracy

Illiteracy is undoubtedly a curse to a nation as it hinders all development works of the country. The progress of a country cannot be thought of keeping its people illiterate. Illiteracy is the state of being unable to read and write which stands in the way of differentiating between right and wrong. The illiterate people cannot contribute to the welfare and prosperity of the community, let alone the country. For example, the people of Bangladesh are lagging behind in all spheres of development because of a huge number of illiterate people living here. They are devoid of the knowledge of

 আরো পড়ুন: Uses and Abuses of Cell Phone বিষয়ক Paragraph লিখন, ১৭তম পর্ব

sanitation, malnutrition and family planning. In spite of being an agricultural country, Bangladesh is yet to apply scientific methods of cultivation to boost up her production. As a result, poverty always hangs heavy on her. Again, lack of knowledge of sanitation and malnutrition leads the people to decay and death. Moreover, for lack of knowledge of family planning, the population of the country is increasing at an alarming rate. However, illiteracy must be eliminated from the country so that we may stand up with dignity among the nations of the world. Setting up a number of schools including night schools for the adults, training programmes for family planning, launching scientific methods of cultivation and anti-illiteracy campaigns can solve the problem of illiteracy.

লেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

কৃষি গুচ্ছের আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি, ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
কৃষি গুচ্ছের আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি, ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল
কৃষি গুচ্ছে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। ছবি- সংগৃহীত

কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ৯টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৬ মার্চ পর্যন্ত চলবে। আবেদন ফি: ১ হাজার ২০০ টাকা।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

কবীর

বাংলাদেশ সম্পর্কিত ১০টি সাধারণ জ্ঞান, পর্ব-৫

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
বাংলাদেশ সম্পর্কিত ১০টি সাধারণ জ্ঞান, পর্ব-৫
পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত। ছবি- সংগৃহীত

সাধারণ জ্ঞান

৪১। পর্যটন কেন্দ্র ‘সাজেক’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: রাঙামাটি।

৪২। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা।

৪৩। বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর: তিতাস গ্যাসক্ষেত্র।

৪৪। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উত্তর: পঞ্চগড়।

৪৫। বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?
উত্তর: সিলেট।

আরো পড়ুন : বাংলাদেশ সম্পর্কিত ১০টি সাধারণ জ্ঞান, পর্ব-৪

৪৬। কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।

৪৭। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭২ সালে।

৪৮। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে
উত্তর: জয়নুল আবেদিন।

৪৯। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি।

৫০। পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
উত্তর: মাকসুদুল আলম।

কবীর