
প্রথম অধ্যায় : ব্যবসায়ের মৌলিক ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪। উৎপাদনের বাহনকে কী বলা হয়?
ক. ব্যবসায়
খ. বাণিজ্য
গ. শিল্প
ঘ. মানবসম্পদ
১৫। পুনঃরপ্তানির উদ্দেশ্য হলো-
i. অধিক মুনাফা অর্জন
ii. বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন
iii. বাণিজ্য ঘাটতি পূরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৬। ব্যাংকিং কোন ধরনের বাধা দূর করে?
ক. সময়গত খ. রূপগত
গ. অর্থগত ঘ. ঝুঁকিগত
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুমন রাজশাহী থেকে আম কিনে সেগুলো হিমাগারে সংরক্ষণ করেন। পরে আমের আকার অনুযায়ী ভাগ করে সেগুলো সুমন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
১৭। সুমন আমের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ক. স্থানগত খ. ঝুঁকিগত
গ. কালগত ঘ. রূপগত
১৮। সুমন কোন কাজ সম্পাদন করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন?
ক. পর্যায়িতকরণ
খ. মোড়কীকরণ
গ. প্রমিতকরণ
ঘ. হিসাবভুক্তকরণ
১৯। প্রত্যক্ষ সেবার অন্তর্গত ব্যবসায় হলো-
i. বিউটি পার্লার
ii. ছাপাখানা
iii. ইঞ্জিনিয়ারিং ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো পড়ুন : ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২০। ফ্লাইওভার কোন ধরনের শিল্প?
ক. সেবা শিল্প খ. নির্মাণ শিল্প
গ. যৌগিক শিল্প ঘ. সংযোজন শিল্প
২১। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত?
ক. প্রজনন শিল্প
খ. যৌগিক শিল্প
গ. নির্মাণ শিল্প
ঘ. সংযোজন শিল্প
২২। একজন ব্যবসায়ী যেসব উপযোগ সৃষ্টি করে-
i. স্থানগত
ii. রূপগত
iii. ব্যক্তিগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ i, ii ও iii
২৩। কর্ণফুলী টানেল কোন ধরনের শিল্প?
ক. যৌগিক শিল্প
খ. সংযোজন শিল্প
গ. নির্মাণ শিল্প
ঘ. সেবা শিল্প
উত্তর: ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. খ, ২১. ক, ২২. ঘ, ২৩. গ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর