
নবম অধ্যায় : আলোর প্রতিসরণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯। আলো ফোকাস তলের ক্ষেত্রে-
i) প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়
ii) বক্রতার ব্যাসার্ধ দিয়ে ছেদ করে যায়
iii) প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩০। অসীম দূরত্বে উত্তল লেন্সের সামনে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব-
i) বাস্তব ও উল্টো হবে
ii) অত্যন্ত খর্বিত হবে
iii) বক্রতার কেন্দ্রে অবস্থান করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রবিনদের আকুরিয়ামের গাছগুলো দেখতে খুব সুন্দর। নাহিদ রবিনদের বাসায় বেড়াতে এসে মাছগুলো পছন্দ হওয়ায় একটিকে ধরতে গিয়ে দেখল মাছটি প্রকৃত অবস্থানে নেই।
৩১। আলোর কোন ধর্মের কারণে অ্যাকুরিয়ামের মাছ দেখতে পাওয়া যায়?
ক) প্রতিফলন খ) প্রত্যাবর্তন
গ) প্রতিসরণ ঘ) ব্যতিচার
আরো পড়ুন : আলোর প্রতিসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৩২। মাছটির প্রকৃত অবস্থানে না থাকার কারণ-
i) হালকা মাধ্যম থেকে আলোর ঘন মাধ্যমে প্রবেশ
ii) আলোর ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ
iii) আপতন কোণ < প্রতিসরণ কোণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
চোখের উপাদানগুলোর কয়েকটি মিলে অভিসারী লেন্সের মতো কাজ করে। আবছা আলোতে আমরা একটি বস্তুকে দেখার আগে বস্তুটির প্রতিবিম্ব প্রথমে রেটিনা ও পরে মস্তিষ্কে সৃষ্টি হয়।
৩৩। আবছা আলোতে নিচের কোনটি সংবেদনশীল হয়?
ক) অ্যাকুয়াস হিউমার খ) ভিট্রিয়াস হিউমার
গ) রড কোষ ঘ) কোণ কোষ
উত্তর: ২৯. গ, ৩০. ক, ৩১. গ, ৩২. গ, ৩৩. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর