
নবম অধ্যায় : আলোর প্রতিসরণ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩। প্রতিসরাঙ্ক নির্ভর করে-
i) মাধ্যমের ঘনত্বের ওপর
ii) আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
iii) আলোর বর্ণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। অভিসারী লেন্সের মতো কাজ করে-
i) রেটিনা
ii) চোখের লেন্স
iii) অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৫। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে-
i) বিভেদ তল দর্পণের মতো আচরণ করে
ii) কোন প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না
iii) আপতন কোণ < প্রতিফলন কোণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : আলোর প্রতিসরণ অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৬। অপটিক্যাল ফাইবার তৈরি হয়-
i) সরু কাঁচের দীর্ঘ তন্তু দিয়ে
ii) সরু প্লাস্টিকের দীর্ঘ ফাইবার দিয়ে
iii) ১.৭ প্রতিসরাঙ্কের ফাইবার দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৭। আলোক নল-
i) আলট্রাসনোগ্রাম করতে ব্যবহৃত হয়
ii) পাকস্থলীর দেয়াল পরীক্ষা করতে ব্যবহৃত হয়
iii) একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমষ্টি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৮। আলোক নল ব্যবহার করা হয়-
i) এন্ডোস্কপিতে
ii) শিরার ব্লক প্রতিরোধে
iii) হৃৎপিণ্ডের ভালভের ক্রিয়া দেখতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৩. গ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
গবর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা
কবীর