
ষষ্ঠ অধ্যায় : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে কোন ধরনের প্রতিষ্ঠান মনে করা হতো?
ক) পরিবার নিয়ন্ত্রিত
খ) সমাজ নিয়ন্ত্রিত
গ) সমাজ প্রধান কর্তৃক নিয়ন্ত্রিত
ঘ) ঈশ্বরের সৃষ্টি
২। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কোনটি?
ক) নির্দিষ্ট ভূখণ্ড খ) সরকার
গ) সার্বভৌমত্ব ঘ) জনসমষ্টি
৩। স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য উপাদান নিচের কোনটি?
ক) সরকার খ) সার্বভৌমত্ব
গ) রাষ্ট্র ঘ) জনসমষ্টি
আরো পড়ুন : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৪। রাষ্ট্রের প্রাথমিক উপাদান কোনটি?
ক) সরকার খ) সার্বভৌমত্ব
গ) নির্দিষ্ট ভূখণ্ড ঘ) জনসমষ্টি
৫। সার্বভৌম ক্ষমতার দিক কয়টি?
ক) ২টি খ) ৬টি
গ) ৪টি ঘ) ৫টি
৬। বর্তমানে প্রতিটি স্বাধীন রাষ্ট্র নিজেদের কী রাষ্ট্র বলে তুলে ধরে?
ক) শ্রেষ্ঠ রাষ্ট্র খ) শক্তিশালী রাষ্ট্র
গ) উন্নত রাষ্ট্র ঘ) কল্যাণমূলক রাষ্ট্র
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর