বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানের পর এক কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকালে উপজেলার দুর্গম জোরভারাং পাড়ার কাছ থেকে কেএনএফের ইউনিফর্ম পরিহিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত কেএনএফ সদস্যের নাম ভান লাল থিয়ান বম (৩০)। তার বাড়ি জোরভারাং পাড়ায়।
স্থানীয়রা জানান, গত ১০ জুন রাতে ওই এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে কেএনএফের ওই সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, রুমা উপজেলা থেকে একটি মরদেহ উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। মরদেহের সুরতহালের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কেএনএফের ব্যাংক ডাকাতির পর সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে। এ পর্যন্ত ২১টি মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ পর্যন্ত যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন।
রিজভী রাহাত/সালমান/