দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. চালান কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. মধ্যস্থতাকারী ঘ. দেনাদার
২. প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
ক. খরচ বাড়ে ও সম্পদ কমে
খ. আয় বাড়ে ও সম্পদ কমে
গ. খরচ কমে ও দায় বাড়ে
ঘ. আয় কমে ও দায় বাড়ে
৩. যন্ত্রপাতি ক্রয় ৩,০০,০০০ টাকা, যানবাহন খরচ ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা হলে, সঠিক জাবেদা কোনটি?
ক. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,২০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩,২০,০০০ টাকা
খ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট ৩,৩০,০০০ টাকা
গ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,৫০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা
ঘ. যন্ত্রপাতি হিসাব ডেবিট ৩,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট ৩,৩০,০০০ টাকা, বহন খরচ হিসাব ডেবিট ২০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ৩,৫০,০০০ টাকা
আরো পড়ুন : সূচনা অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২ম পর্ব
৪. ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি?
ক. ক্রয় বাট্টা খ. বিক্রয় বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. পরিমাণ বাট্টা
৫. বিক্রয়কারীর কাছে ভ্যাট কোন ধরনের হিসাব?
ক. আয় খ. দায়
গ. সম্পদ ঘ. খরচ
৬. নগদ টাকার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
ক. শেয়ার খ. ঋণপত্র
গ. স্টক ঘ. চেক
৭. মূলধনের উপর সুদ ৭,০০০ টাকা। এর জন্য কোন হিসাব ক্রেডিট করতে হবে?
ক. নগদান খ. মূলধন
গ. মূলধনের সুদ ঘ. প্রাপ্ত সুদ
উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর