প্রবন্ধ: সাহিত্যের রূপ ও রীতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২। সংস্কৃত অলংকারিকরা নাট্যসাহিত্যকে কীসের মধ্যে গণ্য করেছেন?
ক. গদ্য সাহিত্য খ. কাব্য সাহিত্য
গ. আধুনিক সাহিত্য ঘ. প্রাচীন সাহিত্য
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সালমানের বাবা একজন লেখক। সম্প্রতি তিনি একটি রচনা লিখেছেন, যা পড়ে শেষ করতে ঘণ্টাখানেক লাগে। রচনায় তিনি উল্লিখিত ঘটনার বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন। রচনাটির শুরু এ রকম ‘আমার নাম বাবলু।’ আর শেষটা এমন ‘আমি নবম শ্রেণিতে অধ্যয়নের পর...’
২৩। বৈশিষ্ট্য বিবেচনায় সালমানের বাবার রচনাটিকে কী বলা যায়?
ক. উপন্যাস খ. মহাকাব্য
গ. প্রবন্ধ ঘ. ছোট গল্প
২৪। ওই রচনা হিসেবে সালমানের বাবার রচনার সীমাবদ্ধতা হলো-
i. ঘটনার বিবরণ পুঙ্খানুপুঙ্খ হওয়া অপ্রয়োজনীয়
ii. আকার প্রয়োজনের চেয়ে দীর্ঘ
iii. শুরুটা নাটকীয় নয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। ‘একাঙ্কিকা’ কী?
ক. এক ধরনের প্রবন্ধ
খ. এক ধরনের নাটক
গ. এক ধরনের কবিতা
ঘ. এক ধরনের উপন্যাস
২৬। Tragedy-তে চরিত্রসৃষ্টি, সংলাপ, জীবনাদর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন ইত্যাদির সমন্বয়ে কী তৈরি হয়?
ক. প্লট খ. উৎকর্ষ
গ. সুরসংগতি ঘ. গ্রন্থিমোচন
২৭। ছোট গল্পকে বাংলা সাহিত্যের বয়সে সর্বকনিষ্ঠ শাখা বলা হয় কেন?
ক. আয়তনে ছোট
খ. সাহিত্যের নতুন শাখা বলে
গ. ছোট জীবনের কথা থাকে
ঘ. ছোট কাহিনি থাকে
২৮। উপন্যাস কেন জনপ্রিয়তার শীর্ষে?
ক. বহুল পঠিত বলে খ. কাহিনি দীর্ঘ বলে
গ. জীবনের পূর্ণরূপ আছে বলে ঘ. গদ্য ভাষায় রচিত বলে
২৯। মঙ্গলকাব্য উপন্যাস পর্যায়ে না পড়ার কারণ কী?
ক. কাহিনি নেই খ. পাত্র-পাত্রী নেই
গ. ছন্দে রচিত ঘ. গদ্যে রচিত
৩০। যেকোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত না করার কারণ কী?
ক. সৃজনীশক্তির প্রকাশ না হওয়া
খ. সৃজনীশক্তির প্রকাশ হওয়া
গ. কল্পনাশক্তি থাকা
ঘ. জ্ঞানের কথা থাকা
৩১। নাটকের অঙ্ক নিচের কোন বিষয়কে সমর্থন করে?
ক. দৃশ্যের ভাগ খ. বিষয়ের ভাগ
গ. চরিত্রের সংলাপ ঘ. রস বিচার
আরো পড়ুন : সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের ২১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
৩২। মহাকাব্য রচিত হয় কোন ধরনের কাহিনি অবলম্বনে?
ক. রাজাদের কাহিনি খ. যুদ্ধবিগ্রহের কাহিনি
গ. প্রেমের কাহিনি ঘ. অসহায় মানুষের কাহিনি
৩৩। গীতিকবিতার আদি নিদর্শন কোনটি?
ক. বৈষ্ণব কবিতাবলি খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. বীরাঙ্গনা কাব্য ঘ. রবীন্দ্র রচনাবলি
৩৪। বৈষ্ণব কবিতাবলি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
ক. আধুনিক যুগের খ. অন্ধকার যুগের
গ. মধ্য যুগের ঘ. প্রাচীন যুগের
৩৫। হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
ক. চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩৬। বিষয়বস্তু ও পরিণতির দিক দিয়ে নাটককে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. দুই শ্রেণিতে খ. তিন শ্রেণিতে
গ. চার শ্রেণিতে ঘ. পাঁচ শ্রেণিতে
৩৭। ‘ছোট গল্পের আয়তন এমন হওয়া সংগত যেন ১০ থেকে ৫০ মিনিটের ভেতরে শেষ করা যায়’- এটি কার উক্তি?
ক. এডগার অ্যালান পো
খ. এইচ জি ওয়েলস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৮। ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে?
ক. প্রাচীন সাহিত্য থেকে
খ. সংস্কৃত সাহিত্য থেকে
গ. প্রাচ্যের সাহিত্য থেকে
ঘ. পাশ্চাত্য সাহিত্য থেকে
৩৯। রামায়ণের মূল কাহিনি কোনটিকে ঘিরে অবর্তিত হয়েছে?
ক. রাম-রাবণের দ্বন্দ্ব
খ. রাম-লক্ষণের দ্বন্দ্ব
গ. রাম-সীতার দ্বন্দ্ব
ঘ. রাম-শূর্পনখার দ্বন্দ্ব
৪০। মহাকাব্যকে এককথায় কী বলা যায়?
ক. অতিশয় ক্ষুদ্র ভক্তিমূলক কবিতা
খ. অতিশয় দীর্ঘ ভক্তিমূলক কবিতা
গ. অতিশয় ক্ষুদ্র কাহিনি-কবিতা
ঘ. অতিশয় দীর্ঘ কাহিনি-কবিতা
উত্তর: ২২. খ, ২৩. ঘ, ২৪. খ, ২৫. খ, ২৬. গ, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. ক, ৩১. ক, ৩২. খ, ৩৩. ক, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. খ, ৩৮. ঘ, ৩৯. ক, ৪০. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর