প্রথম অধ্যায় : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?
ক. অর্থের মাধ্যমে খ. উৎসাহের মাধ্যমে গ. সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ঘ. মনগড়া মতো
২. Introduction to Social Work গ্রন্থের লেখক কে?
ক. আর এ স্কিডমোর ও এম জি থ্যাকারি
খ. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
গ. জি উইলসন ও রাইল্যান্ড
ঘ. উইলেনস্কি ও লেবো
৩. ‘সমাজকর্ম হলো মানবীয় সম্পর্কবিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতাভিত্তিক পেশা।’-সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
খ. মরেলস এবং শেফর
গ. হার্বার্ট বিসনো
ঘ. আর এ স্কিডমোর ও এম জি থ্যাকারি
৪. কোনটিকে Profession of Practice বলা হয়?
ক. অর্থনীতি খ. আইন
গ. সমাজকর্ম ঘ. সমাজবিজ্ঞান
৫. ‘সমাজকর্ম’-এর ইংরেজি হলো-
ক. Social Science খ. Social Welfare
গ. Social Work ঘ. Sociology
৬. সমাজকর্ম কীসে বিশ্বাসী?
ক. সামরিক কল্যাণে খ. সার্বিক কল্যাণে
গ. ক্ষুদ্র কল্যাণে ঘ. গৌণ কল্যাণে
৭. সমাজকর্ম অভিধানে সমাজকর্মকে কী ধরনের বিজ্ঞান বলা হয়েছে?
ক. সামাজিক বিজ্ঞান খ. ব্যবহারিক বিজ্ঞান
গ. মৌলিক বিজ্ঞান ঘ. সমাজবিজ্ঞান
৮. কবির সমাজকর্ম বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তার বিষয়ের লক্ষ্যের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
ক. বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করা খ. উচ্চতর ডিগ্রি অর্জন করা
গ. মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করা ঘ. মানুষকে মনস্তাত্ত্বিকভাবে সাহায্য করা
৯. নিচের ছকে প্রশ্নবোধক (?) স্থানে কোনটি হবে?
ব্যক্তি- দল- ?
ক. সাম্প্রদায়িকতা খ. সমাজ গ. সমষ্টি ঘ. রাষ্ট্র
১০. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সাহায্য করে?
ক. অর্থের মাধ্যমে
খ. বিভিন্ন পদ্ধতির মাধ্যমে
গ. বিভিন্ন পরামর্শের মাধ্যমে
ঘ. শিক্ষার মাধ্যমে
১১. সমাজের কল্যাণ সাধনে বাধা দেওয়ার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত কারণ হলো-
i. অবাঞ্ছিত পরিবর্তন
ii. অনাকাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন
iii. অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. মানব সমস্যা সমাধানে সমাজকর্মের গড়ে ওঠা পদ্ধতিগুলোর মধ্যে অধিক যুক্তিযুক্ত পদ্ধতি হলো-
i. ব্যক্তি সমাজকর্ম ii. দল সমাজকর্ম iii. সমষ্টি কাজকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে অধ্যয়ন করছেন যে বিষয়টি মানুষের বহুমুখী সমস্যার কার্যকর সমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগ করে থাকে।
১৩. উদ্দীপকের পাভেলের অধীত বিষয় কোনটি?
ক. সমাজবিজ্ঞান খ. জনবিজ্ঞান
গ. মনোবিজ্ঞান ঘ. সমাজকর্ম
উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. খ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর