দ্বিতীয় অধ্যায়: হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫. নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝানো হয়?
ক. ব্যাংক থেকে উত্তোলন
খ. ব্যাংক জমার উদ্বৃত্ত
গ. ব্যাংক চার্জ
ঘ. ব্যাংক জমাতিরিক্ত
১৬. কোন সম্পর্কটি সঠিক?
ক. ক্রয় বাট্টা ও প্রাপ্য হিসাব
খ. ক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
গ. বিক্রয় বাট্টা ও প্রদেয় হিসাব
ঘ. ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা
১৭. কোন চেকের টাকা সরাসরি ব্যাংক থেকে উঠানো যায় না?
ক. হুকুম চেক খ. বাহক চেক
গ. ভ্রমণকারীর চেক ঘ. দাগকাটা চেক
১৮. জাবেদার ছকে কলামের সংখ্যা কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
১৯. হিসাব প্রক্রিয়ায় খতিয়ানে কোন কাজটি হয়?
ক. সংক্ষিপ্তকরণ
খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. লিপিবদ্ধকরণ
ঘ. আর্থিক ফলাফল নির্ণয়
২০. হিসাবকাল শেষে প্রদেয় হিসাবের উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক. আয় খ. সম্পদ
গ. দায় ঘ. মালিকানাস্বত্ব
২১. অশোক ট্রেডার্স ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে। এক সপ্তাহ পর উক্ত মালের মূল্যের অর্ধেক ১০% বাট্টায় পরিশোধ করা হয়। অশোক ট্রেডার্সের হিসাবভুক্ত বাট্টার পরিমাণ কত?
ক. ৪,৫০০ টাকা
খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২২. যে বইয়ে সমজাতীয় লেনদেনগুলো পৃথক শিরোনামে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. খতিয়ান খ. জাবেদা
গ. রেওয়ামিল ঘ. উদ্বৃত্তপত্র
২৩. কোনটি তৈরি করা হিসাবচক্রের ঐচ্ছিক কাজ?
ক. খতিয়ান খ. রেওয়ামিল
গ. কার্যপত্র ঘ. আর্থিক বিবরণী
২৪. যে দাখিলার মাধ্যমে নগদ ও ব্যাংক উভয় হিসাব প্রভাবিত হয়ে থাকে তাকে কী বলে?
ক. সমন্বয় এন্ট্রি খ. বাট্টা এন্ট্রি
গ. সংশোধনী এন্ট্রি ঘ. বিপরীত এন্ট্রি
২৫. নিচের কোনটি হিসাবচক্রের ধাপ নয়?
ক. জাবেদা
খ. আর্থিক বিবরণী
গ. নগদ প্রবাহ বিবরণী
ঘ. খতিয়ান
২৬. তানভির অ্যান্ড কোং ব্যবসার জন্য ১৫,০০০ টাকার একটি মেশিন কেনেন, যার পরিবহন ব্যয় ২০০ টাকা, সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা খরচ করা হলো। মেশিন হিসাবে কত টাকা ক্রেডিট হবে?
ক. ১৫,০০০ টাকা
খ. ১৫,২০০ টাকা
গ. ১৬,০০০ টাকা
ঘ. ১৬,২০০ টাকা
২৭. যে হিসাব বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. রেওয়ামিল ঘ. নগদান বই
উত্তর: ১৫। ঘ, ১৬। খ, ১৭। ঘ, ১৮। গ, ১৯। খ, ২০। গ, ২১। ক, ২২। ক, ২৩। গ, ২৪। খ, ২৫। গ, ২৬। ঘ, ২৭। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর