চতুর্থ অধ্যায়
পঞ্চম পরিচ্ছেদ: বানান ও অভিধান
এক কথায় প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বানান কাকে বলে?
উত্তর: শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে।
প্রশ্ন-২. অভিধান কী?
উত্তর: অভিধান হলো এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান, উচ্চারণ, অর্থ, গঠন, উৎস, ব্যবহার ইত্যাদি সংকলিত হয়।
প্রশ্ন-৩. অভিধানের শব্দগুলো কীভাবে সাজানো থাকে?
উত্তর: অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে।
প্রশ্ন-৪. কাজী মোতাহার হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী মোতাহার হোসেন ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৫. কাজী মোতাহার হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী মোতাহার হোসেন ১৯৮১ সালে মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন : বানান ও অভিধান পরিচ্ছেদের ২টি বর্ণনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন-৬. কাজী মোতাহার হোসেন কোন ধরনের লেখক?
উত্তর: কাজী মোতাহার হোসেন মূলত একজন প্রাবন্ধিক।
প্রশ্ন-৭. কাজী মোতাহার হোসেনের প্রবন্ধের প্রধান বিষয় কী?
উত্তর: কাজী মোতাহার হোসেন প্রবন্ধের প্রধান বিষয় হলো- বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি।
প্রশ্ন-৮. কাজী মোতাহার হোসেন কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: কাজী মোতাহার হোসেন ‘মুসলিম সাহিত্য সমাজ’ নামক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রশ্ন-৯. কাজী মোতাহার হোসেনের উল্লেখযোগ্য তিনটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: কাজী মোতাহার হোসেনের উল্লেখযোগ্য তিনটি গ্রন্থের নাম হলো- ‘সঞ্চয়ন’, ‘সেই পথ লক্ষ্য করে’ ও ‘আলোকবিজ্ঞান’।
প্রশ্ন-১০. ‘শিক্ষা প্রসঙ্গে’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘শিক্ষা প্রসঙ্গে’ একটি প্রবন্ধ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর