পরিচ্ছেদ: সাত
ব্যঞ্জনধ্বনি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৫ ভাগে ঘ. ৪ ভাগে
২৬. ঙ, ঞ, ণ, ন, ম উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো কোন ধরনের ব্যঞ্জন?
ক. উষ্ম খ. তালব্য
গ. তাড়িত ঘ. নাসিক্য
২৭. কোন ব্যঞ্জনধ্বনিগুচ্ছ উষ্ম ব্যঞ্জনের উদাহরণ?
ক. শ, স, হ
খ. প, ফ, ব
গ. জ, ঝ, চ
ঘ. জ, ঝ, ছ
২৮. উচ্চারণস্থান অনুযায়ী ‘ভ’ কোন ধরনের ব্যঞ্জনধ্বনি?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন
খ. মূর্ধন্য ব্যঞ্জন
গ. তালব্য ব্যঞ্জন
ঘ. দন্ত্য ব্যঞ্জন
২৯. জিভ একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনি সৃষ্টি হয়?
ক. তালব্য ধ্বনি
খ. কণ্ঠনালীয় ধ্বনি
গ. মূর্ধন্য ধ্বনি
ঘ. কম্পিত ধ্বনি
৩০. কোনগুলো তাড়নজাত ব্যঞ্জনধ্বনি?
ক. গ, ঘ খ. চ, ল
গ. ড়, ঢ় ঘ. গ, হ
৩১. কম্পনমাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার
৩২. স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. মহাপ্রাণ ব্যঞ্জন
খ. অঘোষ ব্যঞ্জন
গ. অল্পপ্রাণ ব্যঞ্জন
ঘ. ঘোষ ব্যঞ্জন
৩৩. কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি?
ক. ক, চ, ট, ত, প
খ. খ, ছ, ঠ, থ, ফ
গ. গ, ঘ, দ, ধ, ম
ঘ. খ, গ, ছ, জ, থ
৩৪. কোনগুলো অঘোষ ব্যঞ্জনধ্বনি?
ক. ক, চ, ট, ত
খ. খ, ছ, ঠ, থ
গ. খ, ছ, ঠ, ফ
ঘ. খ, গ, ছ, জ
৩৫. ধ্বনি উচ্চারণে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনি কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার
৩৬. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলো-
ক. অল্পপ্রাণ ব্যঞ্জন
খ. উষ্ম ব্যঞ্জন
গ. নাসিকা ব্যঞ্জন
ঘ. কম্পিত ব্যঞ্জন
৩৭. নিচের কোনগুলো অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. ক, গ খ. গ, হ
গ. ফ, হ ঘ. ফ, গ
আরো পড়ুন : ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদের ২৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুসের চেয়ে বেশি বায়ু নির্গত হয় সেগুলো-
ক. মহাপ্রাণ ব্যঞ্জন খ. উষ্ম ব্যঞ্জন
গ. নাসিকা ব্যঞ্জন ঘ. কম্পিত ব্যঞ্জন
৩৯. নিচের কোনগুলো মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
ক. খ, ধ খ. গ, হ
গ. ফ, হ ঘ. ফ, গ
৪০. ‘হ’ ব্যঞ্জনধ্বনিটি কোন শ্রেণির?
ক. মহাপ্রাণ অঘোষ
খ. উষ্ম ঘোষ
গ. নাসিকা ঘোষ
ঘ. কম্পিত ঘোষ
৪১. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?
ক. মহাপ্রাণ ধ্বনি খ. উষ্ম ধ্বনি
গ. নাসিকা ধ্বনি ঘ. কম্পিত ধ্বনি
৪২. ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়?
ক. মহাপ্রাণ বর্ণ খ. স্পর্শ বর্ণ
গ. ঘোষ বর্ণ ঘ. ওষ্ঠ্য বর্ণ
৪৩. ক, খ, গ, ঘ, ঙ-এর উচ্চারণ স্থান হলো-
ক. দন্তমূল খ. অগ্রতালু
গ. জিহ্বামূল ঘ. অগ্র দন্তমূল
৪৪. ক-বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?
ক. দন্তমূল
খ. অগ্রতালু
গ. জিহ্বামূল
ঘ. অগ্র দন্তমূল
৪৫. কোনগুলো কণ্ঠ্যধ্বনি?
ক. চ, ছ, জ, ঝ, ঞ
খ. ক, খ, গ, ঘ, ঙ
গ. ট, ঠ, ড, ঢ, হ
ঘ. গ, হ, ত, উ
৪৬. কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়?
ক. ত বর্গ খ. ট বর্গ
গ. ক বর্গ ঘ. হ বর্গ
৪৭. উচ্চারণ অনুসারে ‘ট’ বর্গীয় ধ্বনিগুলোর নাম কী?
ক. কণ্ঠ্য ধ্বনি খ. মূর্ধন্য ধ্বনি
গ. তালব্য ধ্বনি ঘ. ওষ্ঠ্যধ্বনি
৪৮. ওষ্ঠ্য ব্যঞ্জনের মুখ্য বাকপ্রত্যঙ্গ কোনটি?
ক. জিভের ডগা
খ. উপরের ঠোঁট
গ. নিচের ঠোঁট
ঘ. জিভের পেছনের অংশ
উত্তর: ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ক, ২৯. ঘ, ৩০. গ, ৩১. ক, ৩২. ঘ, ৩৩. গ, ৩৪. গ, ৩৫. ক, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. ক, ৪০. ক, ৪১. ক, ৪২. খ, ৪৩. গ, ৪৪. গ, ৪৫. খ, ৪৬. খ, ৪৭. খ, ৪৮. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর