দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১২৫. কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়?
ক. খতিয়ান খ. নগদান বই
গ. ক্রয় বই ঘ. জাবেদা
১২৬. জাবেদাকে অভিহিত করা হয়-
অথবা, জাবেদাকে কোন ধরনের বই বলা হয়?
ক. দৈনিক বই হিসেবে খ. মাসিক বই হিসেবে
গ. বাৎসরিক বই হিসেবে ঘ. ষান্মাসিক বই হিসেবে
১২৭. জাবেদাকে কী বলা হয়?
ক. হিসাবের পাকা বই
খ. হিসাবের প্রাথমিক বই
গ. হিসাবের চূড়ান্ত বই
ঘ. লেনদেনের স্বপক্ষে দলিল
১২৮. লেনদেন জাবেদাভুক্তিকরণ পদ্ধতি কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১২৯. হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি?
ক. সমন্বিত রেওয়ামিল খ. খতিয়ান
গ. বিপরীত দাখিলা ঘ. রেওয়ামিল
১৩০. হিসাব চক্রের কোন ধাপটি হিসাব কালের সর্বশেষে প্রস্তুত করা হয়?
ক. রেওয়ামিল খ. সমন্বয় জাবেদা
গ. আর্থিক বিবরণী ঘ. সমাপনী দাখিলা
১৩১. পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কীসের মাধ্যমে?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. হিসাব চক্র ঘ. উদ্বৃত্তপত্র
আরো পড়ুন : হিসাবের বইসমূহ অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব
১৩২. নিচের কোন লেনদেনটি সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত হবে?
ক. ধারে পণ্য কেনা
খ. বেতন দেওয়া
গ. প্রাপ্য নোটের প্রত্যাখ্যান
ঘ. বিক্রয় ফেরত
১৩৩. হিসাবচক্রে রেওয়ামিল তৈরির কাজকে কী বলে?
ক. সংক্ষিপ্তকরণ খ. স্থানান্তরকরণ
গ. লিপিবদ্ধকরণ ঘ. বিবরণী প্রস্তুতকরণ
১৩৪. জাবেদা বলতে বোঝায়-
ক. একটি পূর্ণ হিসাব
খ. একটি সংক্ষিপ্ত হিসাব
গ. লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ঘ. চূড়ান্ত হিসাব
১৩৫. হিসাব কার্যক্রমের ধাপ অনুযায়ী কোনটি সঠিক?
অথবা, হিসাবচক্র অনুযায়ী কোনটি সঠিক?
ক. জাবেদা-খতিয়ান-রেওয়ামিল
খ. খতিয়ান-জাবেদা-রেওয়ামিল
গ. রেওয়ামিল-জাবেদা-খতিয়ান
ঘ. জাবেদা-রেওয়ামিল-খতিয়ান
১৩৬. হিসাববিজ্ঞানের প্রবেশদ্বার কোনটি?
ক. রেওয়ামিল খ. খতিয়ান
গ. জাবেদা ঘ. নগদান বই
১৩৭. কোন কাজকে হিসাব চক্রের সংক্ষিপ্তকরণ বলা হয়?
ক. রেওয়ামিল খ. চূড়ান্ত হিসাব
গ. খতিয়ান ঘ. জাবেদা
উত্তর: ১২৫। ঘ, ১২৬। ক, ১২৭। খ, ১২৮। খ, ১২৯। গ, ১৩০। ঘ, ১৩১। গ, ১৩২। ঘ, ১৩৩। ক, ১৩৪। গ, ১৩৫। ক, ১৩৬। গ, ১৩৭। ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর