
প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৯। প্রাকৃতিক পানিচক্রের স্থান ও কালগত বিশ্লেষণ ভূগোলের কোন শ্রেণিভুক্ত?
ক) নদীজ ভূগোল
খ) মৃত্তিকা ভূগোল
গ) প্রাকৃতিক ভূগোল
ঘ) জলবায়ু ভূগোল
৪০। প্রাকৃতিক ভূগোলের আধুনিক রূপকার কে?
ক) ভন হামাবোল্ট খ) কার্ল রিটার
গ) ড্যাডলি স্ট্যাম্প ঘ) ফ্রেডরিক র্যাটজেল
৪১। বারিমণ্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) মানব ভূগোল খ) নগর ভূগোল
গ) আঞ্চলিক ভূগোল ঘ) প্রাকৃতিক ভূগোল
৪২। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি পুনঃপরিবর্তিত হয়েছে কেন?
ক) রাজনৈতিক কারণে
খ) সময়ের পরিবর্তনে
গ) বিশ্ব উষ্ণায়নের কারণে
ঘ) আঞ্চলিক কারণে
৪৩। জলবায়ুবিদ্যার উপাদানগুলো হলো-
i. আবহাওয়া জলবায়ু
ii. সাগর ও মহাসাগর
iii. বায়ুর গঠন ও উপাদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪৪। বিংশ শতাব্দী থেকে প্রাকৃতিক ভূগোলে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে?
ক) জীবতত্ত্ব খ) সমুদ্রতত্ত্ব
গ) উপকূলীয়তত্ত্ব ঘ) বারিতত্ত্ব
৪৫। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ভূত্বকের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে?
ক) জলবায়ু বিদ্যা খ) পানি বিদ্যা
গ) ভূমিরূপ বিদ্যা ঘ) সমুদ্র বিদ্যা
আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব
৪৬। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় ঘূর্ণিঝড় ও টর্নেডো নিয়ে আলোচনা করা হয়?
ক) ভূমিরূপ বিদ্যা খ) সমুদ্র বিদ্যা
গ) জলবায়ু বিদ্যা ঘ) জীব বিদ্যা
৪৭। প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত কোনটি?
ক) নগর ভূগোল খ) জনসংখ্যা ভূগোল
গ) বসতি ভূগোল ঘ) ভূমিরূপ ভূগোল
৪৮। প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় কোনটি?
ক) পৃথিবীর বর্ণনা খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম ঘ) খনিজ সম্পদ
৪৯। কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত?
ক) চিনিশিল্প খ) বায়ুপ্রবাহ
গ) জনসংখ্যা ঘ) পরিবার
নিচের উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
গ্রীষ্মের প্রচণ্ড গরমে মুকুল ও তার বন্ধুরা ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে যায়। কিন্তু এখানে রাতের বেলা তারা ঢাকা শহরের তুলনায় হালকা শীত অনুভব করে।
৫০। উদ্দীপকের ঘটনাটির মাধ্যমে প্রাকৃতিক ভূগোলের কোন শাখাটি ফুটে উঠেছে?
ক) সমুদ্র বিদ্যা খ) উপকূলীয় বিদ্যা
গ) জলবায়ু বিদ্যা ঘ) পরিবেশ বিদ্যা
৫১। স্থান দুটিতে জলবায়ু ভিন্ন হওয়ার কারণ-
i. ভূমিরূপ
ii. বায়ুপ্রবাহ
iii. সমুদ্র থেকে দূরত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৩৯. গ, ৪০. ক, ৪১. ঘ, ৪২. খ, ৪৩. খ, ৪৪. খ, ৪৫. গ, ৪৬. গ, ৪৭. ঘ, ৪৮. গ, ৪৯. খ, ৫০. গ, ৫১. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর