
মডেল টেস্ট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। মানিক বন্দ্যোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯৯ সালে খ) ১৯০৩ সালে
গ) ১৯০৪ সালে ঘ) ১৯০৮ সালে
২১। ‘অভাগীর স্বর্গ’ গল্পের উপস্থাপিত তাৎপর্য-
i. সামন্তবাদের নির্মমরূপ
ii. হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা
iii. একজন রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। তাহেরার লজ্জা-শরম নেই কেন?
ক) পরপুরুষের সঙ্গে কথা বলেছে
খ) পীর সাহেবকে মেনে নেয়নি
গ) পালিয়ে এসেছে
ঘ) পীর সাহেবের সঙ্গে তর্ক করেছে
২৩। নাটকের প্রাণ কী?
ক) কাহিনি খ) সংলাপ
গ) চরিত্র ঘ) পরিবেশ
২৪। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কী প্রকাশ পেয়েছে?
ক) সাম্যবাদী মানসিকতা
খ) ছোটলোক সম্প্রদায়ের যাপিত জীবন
গ) অভিজাত গর্বিত সম্প্রদায়ের অহংবোধ
ঘ) পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়া
২৫। ‘বুর্জোয়া বিলাস’ বলতে কোন শ্রেণির মানুষের শখ বোঝায়?
ক) নিম্নবিত্ত খ) মধ্যবিত্ত
গ) উচ্চবিত্ত ঘ) নিম্নমধ্যবিত্ত
উদ্দীপকটি পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বাতাসে লাশের গন্ধ ভাসে। মাটিতে লেগে আছে রক্তের দাগ। নদীর পানিতে ভেসে থাকা মানুষের পচা লাশ। মুণ্ডুহীন বালিকার কুকুরের খাওয়ার বীভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতর, আমি ঘুমাতে পারি না।
২৬। উদ্দীপকটি নিচের কোন রচনার প্রতিফলিত রূপ?
ক) আমি কোনো আগন্তুক নই
খ) সাহসী জননী বাংলা
গ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
ঘ) স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো
২৭। মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে পৌঁছাতে দেরি হয় কেন?
ক) প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাওয়ায়
খ) অন্ন-বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয় নয় বলে
গ) অন্তরের ব্যাপারটি বড় হয়ে ওঠেনি বলে
ঘ) ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে হয় বলে
২৮। ‘পল্লিজননী’ কবিতায় ‘ফুরায়ে এসেছে তেল’ বলতে কী বোঝায়?
ক) রোগের তীব্রতা
খ) মরণ দূতের হাতছানি
গ) বাতির জ্বালানি ফুরিয়ে আসা
ঘ) মাটির প্রদীপ বাতাসে নিবু নিবু প্রায়
২৯। ‘আম আঁটির ভেঁপু’ গল্পে অপুর মায়ের নাম কী?
ক) স্বর্ণগোয়ালিনী খ) সর্বজয়া
গ) দুর্গা ঘ) লক্ষ্মী
আরো পড়ুন : বহুনির্বাচনি প্রশ্নের মডেল টেস্ট, ১৯টি প্রশ্নোত্তর,১ম পর্ব
৩০। ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না’ কথাটি কে বলেছে?
ক) বুধা খ) শাহাবুদ্দিন
গ) ফুলকলি ঘ) কুন্তি
৩১। ঝরনা কোথায় ঝিলিক দেয়?
ক) বনে খ) পাহাড়ে
গ) বৃক্ষপত্রে ঘ) পাথরের আঘাতে
৩২। ‘শেষ হয়ে হইলো না শেষ’ কথাটি কোনটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?
ক) উপন্যাস খ) নাটক
গ) ছোটগল্প ঘ) কবিতা
৩৩। চোখ গেল বলতে বোঝায়-
ক) পাখি বিশেষ
খ) ছোট বাসাখানি
গ) ছায়াময় প্রকৃতি
ঘ) মানুষের সহানুভূতি
উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই।
৩৪। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের কোন বিশেষ দিকটিকে তুলে ধরে?
ক) রাতের প্রকৃতির চিত্র
খ) গ্রাম-বাংলার প্রকৃতি
গ) ভাই-বোনের সম্পর্ক
ঘ) মায়ের শাশ্বত রূপ
৩৫। উদ্দীপকে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের যে দিকগুলো অনুপস্থিত-
i. কিশোর মন
ii. দারিদ্র্যের চিত্র
iii. প্রকৃতি ঘনিষ্ঠতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৬। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
ক) দৈনিক খাদেম খ) স্টেটসম্যান
গ) ইত্তেফাক ঘ) নবদূত
৩৭। ‘আমি কি বকরি ঈদের গরু-ছাগল নাকি?’ তাহেরার এ কথায় কী প্রকাশ পেয়েছে?
ক) ঘৃণা খ) আনন্দ
গ) অভিমান ঘ) প্রতিবাদ
৩৮। কবি কেন মানুষের জীবনকে বৃথা বলতে চাননি?
i. মানব জীবন মূল্যবান বলে
ii. বৈরাগ্যে মুক্তি নেই বলে
iii. জীবন শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২০. ঘ, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. গ, ২৭. ক, ২৮. খ, ২৯. খ, ৩০ ঘ, ৩১. ঘ, ৩২. গ, ৩৩. ক, ৩৪. গ, ৩৫. ক, ৩৬. খ, ৩৭. ঘ, ৩৮. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর