ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

অংশদারী ব্যবসায় অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২১ পিএম
অংশদারী ব্যবসায় অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
শিক্ষার্থীরা লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

চতুর্থ অধ্যায় : অংশীদারি ব্যবসায়

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৬. অংশীদারি ব্যবসায় সুষ্ঠুভাবে না চলার পেছনে কোনটি বড় কারণ হিসেবে দেখা দেয়?
ক. এর পৃথক আইনগত সত্তা নেই 
খ. চুক্তিবদ্ধ সম্পর্কের অনুপস্থিতি ঘটে     
গ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস লোপ পায় 
ঘ. অংশীদারদের সবাই দায় নিতে চায় না

১৭. আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. ব্যবসা অন্যের কাছে বিক্রি করে দেওয়া      
খ. ব্যবসা বিক্রি করে দিয়ে যার যার পাওনা বুঝে দেওয়া
গ. অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ ঘটা 
ঘ. অংশীদারি ব্যবসায় বন্ধ করে দেওয়া

১৮. এক মালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
ক. ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা     
খ. পৃথক সত্তার অভাব 
গ. অসীম দায়      
ঘ. স্থায়িত্বের অনিশ্চয়তা

১৯. একটা অংশীদারি ব্যবসাকে ভালো করতে হলে নিচের কোনটি অধিক ভূমিকা রাখে?
ক. চুক্তিবদ্ধ সম্পর্ক 
খ. অংশীদারদের আর্থিক সচ্ছলতা 
গ. সবার সক্রিয়ভাবে ব্যবসায় অংশগ্রহণ 
ঘ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস

২০. একজন অংশীদারকে ঘুমন্ত অংশীদার বলার কারণ কোনটি?
ক. সে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না      
খ. সে অন্যদের মতো দায় নিতে চায় না
গ. সে অংশীদার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে 
ঘ. সে অধিক মূলধন দিতে আগ্রহী হয় না

২১. সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি পারে না?
ক. মুনাফার অংশ নিতে 
খ. ব্যবসার হিসাব চাইতে
গ. ব্যবসা পরিচালনায় অংশ নিতে 
ঘ. নিজস্ব মূলধন ফেরত নিতে 

২২. অংশীদারদের মধ্যকার ‘চুক্তিবদ্ধ সম্পর্ক’ বলতে কী বোঝায়?
ক. চুক্তিপত্র অনুযায়ী এরূপ ব্যবসায় পরিচালিত হবে 
খ. চুক্তিবদ্ধ সম্পর্ক ছাড়া অংশীদারদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না
গ. অংশীদারদের মধ্যে বিশদ বর্ণনা সংবলিত চুক্তিপত্র থাকবে     
ঘ. অংশীদারদের মধ্যকার সম্পর্ক নিরূপণে চুক্তিই মুখ্য বিবেচিত হবে 

২৩. কোনো ব্যবসায় প্রকৃতপক্ষেই অংশীদারি ব্যবসায় কি না, তা যাচাইয়ে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
ক. চুক্তিবদ্ধ সম্পর্কের উপস্থিতি     
খ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস 
গ. পারস্পরিক প্রতিনিধিত্ব 
ঘ. আইনগত সত্তা

২৪. কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসাকে তার নাম অংশীদার হিসেবে ব্যবহারের অনুমতি দিলে তাকে কোন ধরনের অংশীদার বলে?
ক. নিষ্ক্রিয় অংশীদার     
খ. নামমাত্র অংশীদার
গ. প্রতিবন্ধ অংশীদার     
ঘ. আচরণে অনুমিত অংশীদার

উত্তর: ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

৪টি Cloze Test With Clues নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৫:১৫ পিএম
৪টি Cloze Test With Clues নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ছবি- সংগৃহীত

Cloze Test with Clues

Read the following text and fill in the blanks with suitable words from box. There are more words than needed. Make any grammatical change if necessary. 


 5.

For international communication a common language is (a) ——. There are many (b) —— for which English has achieved the (c) —— of being that language. Now English has (d) —— the national borders to (e) —— people who speak other languages. It is no longer the (f) —— possession of British or American or other native speakers, but a language that belongs to (g) ——people. This phenomenon has led to a (h) —— variety of English around the world. As more and more people use English, more and more varieties have (i) — which are strongly (j) —— by the pronunciation, grammar and idioms of the respective mother tongues. 

Ans: (a) necessary (b) reasons (c) prestige (d) crossed (e) reach (f) unique (g) world (h) bewildering (i) emerged (j) influenced.

6.

Many events of (a) —— importance took place during the last century. Significant advances were made in the (b) —— of science and technology. Many European colonies (c) —— independence. The movement for democracy became (d) —— in many parts of the world. Two world wars (e) —— out in this century. It also witnessed the misuse of atomic energy. Two cities of Japan were completely (f) —— as a result of the dropping of atom bombs. The Vietnam War and the Gulf War killed (g) —— innocent people. However, the emergence of Bangladesh as an (h) —— nation was a momentous event. After a bloody (i) —— of nine months, Bangladesh was born. Now we hold our heads (j) —— among nations.
 
Ans: (a) great (b) fields (c) gained (d) momentous (e) broke (f) destroyed (g) many (h) independent (i) war (j) upright.

আরো পড়ুন : ৪টি Cloze Test With Clues নিয়ে আলোচনা, ১ম পর্ব

7.

The destruction of forests and other (a) ---- is causing the (b) ---- of various plants and animals every day. In the last 25 years alone, the world has lost one third of its natural wealth. Forests are being (c) ---- down indiscriminately.  Moreover, they are being burnt (d) ---- resulting in an (e) ---- in carbon dioxide, and ultimately the water level is (f) ---- as a consequence of global (g) ----. It was (h) ---- that the new century would face an overwhelming environmental (i) ----. It is therefore (j) ---- to check the reckless pollution of the environment.  

Ans: (a) species (b) extinction (c) cut (d) down (e) increase (f) rising (g) warming (h) predicted (i) catastrophe (j) imperative.

8.

The great ship Titanic (a) ---- for New York from Southampton on April 10, 1912. It was (b) ---- 1316 passengers and 891 crew. At that time, however, it was the largest ship that had ever (c) ---- built. It was regarded as unsinkable. The tragic (d) ---- of the great ship occurred when it was sailing (e) ---- the icy water of the North Atlantic. All of a sudden, a huge iceberg was (f) ---- out. Then the ship turned sharply to avoid a (g) ----. But the ship could not (h) ---- it. It had (i) --- been late. In the meantime, some of the compartments started sinking (j) ---- fast. 

Ans: (a) started (b) carrying (c) been (d) sinking (e) across (f) spotted (g) collision (h) avoid (i) already (j) quite.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
ঢাকা কমার্স কলেজ, ঢাকা

কবীর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শিক্ষার্থীরা কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে কাজ করছে। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। একুশ শতকের সম্পদ কোনটি?
ক) জ্ঞান        খ) সাধারণ মানুষ    
গ) অর্থনীতি    ঘ) কম্পিউটার

২। Globalization ত্বরান্বিত হওয়ার কারণ কয়টি?
ক) দুটি       খ) তিনটি 
গ) চারটি     ঘ) পাঁচটি

৩। শিল্প বিপ্লব হয় কখন?
ক) অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
খ) ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীতে
গ) বিংশ থেকে একবিংশ শতাব্দীতে
ঘ) একবিংশ শতাব্দীতে

৪। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক) স্টিভ জবস         খ) চার্লস ব্যাবেজ
গ) চার্লস ফ্যারাডে    ঘ) বিল গেটস

৫। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়? 
ক) লর্ড বায়রনকে           খ) চার্লস ব্যাবেজকে
গ) অ্যাডা লাভলেসকে     ঘ) স্টিভ জজনিয়াককে

৬। প্রথম কোন বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠাতে সফল হন?
ক) জগদীশচন্দ্র বসু    খ) টমলিনসন 
গ) রোনাল্ড ওয়েন       ঘ) আইনস্টাইন

৭। IBM-এর পূর্ণরূপ কী?
ক) Internet Business Machine
খ) Internal Business Machine
গ) Information Business Machine
ঘ) Informational Business Machine

৮। মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৬৫ সালে    খ) ১৯৭১ সালে        
গ) ১৯৭৬ সালে     ঘ)১৯৮৯ সালে 

৯। IP-এর পূর্ণরূপ কী?
ক) Internet protocol    
খ) Internal protocol
গ) Information protocol    
ঘ) Informational protocol

১০। APRANET কী?
ক) অপারেটিং সিস্টেম     খ) নেটওয়ার্ক 
গ) মাইক্রোপ্রসেসর          ঘ) প্রটোকল

১১। নেটওয়ার্ক কী?
ক) ইন্টারনেটের নাম
খ) একাধিক প্রটোকল 
গ) কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ 
ঘ) প্রোগ্রামসমূহ

১২। ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৫৪ সালে     খ) ১৯৬৯ সালে    
গ) ১৯৮৬ সালে     ঘ) ১৯৯০ সালে

১৩। E-mail-এর পূর্ণরূপ কী?
ক) Electronic Mail    
খ) Electric Mail 
গ) Electronic Message    
ঘ) Electronic mms

১৪। অ্যাপলের প্রতিষ্ঠাতা কে?
ক) বিল গেটস            খ) স্টিভ জবস
গ) মার্ক জাকারবার্গ     ঘ) স্যামুয়েল

১৫। মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার কোনটি?
ক) উইন্ডোজ         খ) লিনাক্স     
গ) ম্যাকওএস         ঘ) অ্যান্ড্রয়েড

উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক।

লেখক :  শিক্ষক 
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, সপ্তম শ্রেণির গণিত

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, সপ্তম শ্রেণির গণিত
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিমাপ

অনুশীলনী-৩

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৬। ১ লিটার= কত ঘন সেন্টিমিটার?
ক) ৫০০ ঘন সেন্টিমিটার    
খ) ১,০০০ ঘন সেন্টিমিটার
গ) ৯৫০ ঘন সেন্টিমিটার 
ঘ) ৯৯০ ঘন সেন্টিমিটার

নিচের তথ্যের আলোকে ২৭-২৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় ৪০০ মিটার।

২৭। বাগানের দৈর্ঘ্য কত মিটার?
ক) ১০০ মিটার     গ) ৫০ মিটার
গ) ২০০ মিটার     ঘ) ১৫০ মিটার

২৮। বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক) ৬,৫০০ বর্গমিটার     
খ) ৫,০০০ বর্গমিটার
গ) ২,৫০০ বর্গমিটার     
ঘ) ৭,৫০০ বর্গমিটার

২৯। নিচের তথ্যানুসারে কোন তথ্যটি সঠিক?
i. ১ মাইল= ১.৬১ কিলোমিটার
ii. ১ বর্গইঞ্চি= ৬.৪৫ বর্গ সেন্টিমিটার
iii. ১ একর= ৪০৫৬.৪৮ বর্গমিটার (প্রায়)
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

আরো পড়ুন : পরিমাপ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব

৩০। একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ৫ মিটার। ঘনকটির আয়তন কত ঘন মিটার?
ক) ২৫ ঘন মিটার     
খ) ১২৫ ঘন মিটার
গ) ২৫০ ঘন মিটার     
ঘ) ৫ ঘন মিটার

উত্তর: ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. গ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ 

কবীর

Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ২টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:২৬ পিএম
Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ২টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির ইংরেজি
শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন ও শিক্ষার্থীরা তা নোট করছে। ছবি- সংগৃহীত

Unit-4: Leisure Time
Lesson-1-2

Unit-4, Lesson-1-2-এর seen passage 

(গত ২৯ মে প্রকাশের পর)

2. Read the following statements, Write ‘True’ for the correct statement or ‘False’ for incorrect statement.

(a) Tamal makes reports for English Club Magazine.
(b) Biju loves reading magazines.
(c) Tamal asks Biju different questions.
(d) In leisure Sima walks in the park.
(e) Tamal and Nasreen are reporters.

Answer: (a) True, (b) True, (c) False, (d) True, (e) True.

আরো পড়ুন : Unit-4: Leisure Time, Lesson-1-2-এর ১টি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব

3. Answer the following questions.

(a) Who are the reporters? 
(b) Which magazine are they reporting for?
(c) What does Sima do in her leisure time?
(d)  Who is answering the reporter’s questions?
(e) What is another way  to say leisure time?

Answer: (a) Tamal and  Sima are reporters.
(b) They are reporting   for the English Club Magazine.
(c) Sima walks in the park, sings songs and sometimes talks to her cousin on the internet in her free time. 
(d) Sima is answering the reporters’ questions.
(e)  Pastime is another name for leisure time.

লেখক : সিনিয়র শিক্ষক
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

কবীর

সুভা গল্পের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
সুভা গল্পের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, নবম শ্রেণির বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হচ্ছে। ছবি- সংগৃহীত

গল্প : সুভা

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১৩। যে কথা কয় না, সে কী করে?
ক) কল্পনা     খ) অনুভব
গ) দুশ্চিন্তা    ঘ) হৃদয়ভার

১৪। প্রতাপের ছিপ ফেলিয়া মাছ ধরা প্রধান শখ ছিল কেন?
ক) সহজে সময় কাটানোর জন্য    খ) মানসিক প্রশান্তির জন্য
গ) বন্ধুদের সংস্পর্শে থাকার জন্য    ঘ) আত্মতৃপ্তির জন্য

১৫। ‘সুভা’ গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে যে বিষয়টি নির্দেশ করে-
ক) গাছের নতুন পাতা    খ) ছায়ালোক
গ) শান্ত হৃদয়                ঘ) চোখের পাতা

১৬। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত-
i. প্রতাপের মনোযোগ আকর্ষণের জন্য    
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাকশক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii    খ) iii
গ) i           ঘ) i, ii ও iii 

১৭। বাণীকণ্ঠের অবস্থা কেমন?
ক) সচ্ছল    খ) অসচ্ছল
গ) মধ্যবিত্ত    ঘ) ধনাঢ্য

১৮। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথাযথ উক্তি কোনটি?
ক) তিনি ৭ আগস্ট জন্মগ্রহণ করেন
খ) তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি
গ) তার পিতার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
ঘ) তিনি শান্তিনিকেতনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রাজু, রাজা নামক বানরের খেলা দেখিয়ে উপার্জন করত। যেদিন উপার্জন কম হতো সেদিন রাজাকে পরিমাণ মতো খাবার দিতে পারত না। ফলে রাজার দিকে অসহায়ের দৃষ্টিতে চেয়ে থাকত।

১৯। উদ্দীপকের রাজুর মধ্যে ‘সুভা’ গল্পের যে বৈশিষ্ট্য বিদ্যমান-
ক) মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ
খ) নিজেকে আড়াল করা
গ) একাকিত্ব থেকে মুক্তি
ঘ) প্রাণীর প্রতি ভালোবাসা

২০। উদ্দীপকে ‘সুভা’ গল্পের প্রকাশিত দিকটি হলো-
ক) একটি জগৎ তৈরি    খ) জীবনযাপন স্বরূপ
গ) কষ্টের জগৎ             ঘ) ভালোবাসার জগৎ

আরো পড়ুন : সুভা গল্পের ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব

২১। সুকেশিনী, সুহাসিনী ও সুভাষিণী হলো তিন-
ক) বান্ধবী    খ) লেখিকা
গ) বোন       ঘ) নেত্রী

২২। ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন? সুভা-
ক) প্রতিবন্ধী বলে    খ) বিকলাঙ্গ বলে
গ) নির্বাক বলে        ঘ) বুদ্ধিপ্রতিবন্ধী বলে

২৩। কাদের মধ্যে সমভাষা ছিল না?
ক) কাঙালী ও অভাগী    খ) কাঙালী ও অধর
গ) সুভা ও প্রতাপ           ঘ) সুভা ও সর্বশী

২৪। সুভার পিতামাতা চিন্তিত হয়ে উঠেছিল কী নিয়ে?
ক) সুভার বিয়ে নিয়ে    খ) সুভার একাকিত্ব নিয়ে
গ) সুভার অসুখ নিয়ে    ঘ) সুভার কষ্ট নিয়ে

২৫। মন কার উপর ছায়া ফেলে?
ক) সুন্দর হাতের    খ) মায়াবী হাসির
গ) কালো চোখের    ঘ) সরল পথের

২৬। সুভার ওষ্ঠাধর কীসের মতো কেঁপে উঠত?
ক) হরিণের মতো    খ) কচি কিশলয়ের মতো
গ) নির্জীবের মতো    ঘ) অসহায়ের মতো

২৭। সুভার বাবা সপরিবারে কোথায় যেতে চাইল?
ক) বিহারে         খ) পূর্ণিমায়
গ) কলকাতায়    ঘ) দিল্লি

উত্তর: ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. গ, ২২. গ, ২৩. গ, ২৪. ক, ২৫. গ, ২৬. খ, ২৭. গ।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

কবীর