
চতুর্থ অধ্যায় : অংশীদারি ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬. অংশীদারি ব্যবসায় সুষ্ঠুভাবে না চলার পেছনে কোনটি বড় কারণ হিসেবে দেখা দেয়?
ক. এর পৃথক আইনগত সত্তা নেই
খ. চুক্তিবদ্ধ সম্পর্কের অনুপস্থিতি ঘটে
গ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস লোপ পায়
ঘ. অংশীদারদের সবাই দায় নিতে চায় না
১৭. আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. ব্যবসা অন্যের কাছে বিক্রি করে দেওয়া
খ. ব্যবসা বিক্রি করে দিয়ে যার যার পাওনা বুঝে দেওয়া
গ. অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ ঘটা
ঘ. অংশীদারি ব্যবসায় বন্ধ করে দেওয়া
১৮. এক মালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
ক. ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা
খ. পৃথক সত্তার অভাব
গ. অসীম দায়
ঘ. স্থায়িত্বের অনিশ্চয়তা
১৯. একটা অংশীদারি ব্যবসাকে ভালো করতে হলে নিচের কোনটি অধিক ভূমিকা রাখে?
ক. চুক্তিবদ্ধ সম্পর্ক
খ. অংশীদারদের আর্থিক সচ্ছলতা
গ. সবার সক্রিয়ভাবে ব্যবসায় অংশগ্রহণ
ঘ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস
২০. একজন অংশীদারকে ঘুমন্ত অংশীদার বলার কারণ কোনটি?
ক. সে ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না
খ. সে অন্যদের মতো দায় নিতে চায় না
গ. সে অংশীদার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে
ঘ. সে অধিক মূলধন দিতে আগ্রহী হয় না
২১. সীমাবদ্ধ অংশীদার নিচের কোনটি পারে না?
ক. মুনাফার অংশ নিতে
খ. ব্যবসার হিসাব চাইতে
গ. ব্যবসা পরিচালনায় অংশ নিতে
ঘ. নিজস্ব মূলধন ফেরত নিতে
২২. অংশীদারদের মধ্যকার ‘চুক্তিবদ্ধ সম্পর্ক’ বলতে কী বোঝায়?
ক. চুক্তিপত্র অনুযায়ী এরূপ ব্যবসায় পরিচালিত হবে
খ. চুক্তিবদ্ধ সম্পর্ক ছাড়া অংশীদারদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না
গ. অংশীদারদের মধ্যে বিশদ বর্ণনা সংবলিত চুক্তিপত্র থাকবে
ঘ. অংশীদারদের মধ্যকার সম্পর্ক নিরূপণে চুক্তিই মুখ্য বিবেচিত হবে
২৩. কোনো ব্যবসায় প্রকৃতপক্ষেই অংশীদারি ব্যবসায় কি না, তা যাচাইয়ে নিচের কোনটি অধিক গুরুত্বপূর্ণ?
ক. চুক্তিবদ্ধ সম্পর্কের উপস্থিতি
খ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস
গ. পারস্পরিক প্রতিনিধিত্ব
ঘ. আইনগত সত্তা
২৪. কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসাকে তার নাম অংশীদার হিসেবে ব্যবহারের অনুমতি দিলে তাকে কোন ধরনের অংশীদার বলে?
ক. নিষ্ক্রিয় অংশীদার
খ. নামমাত্র অংশীদার
গ. প্রতিবন্ধ অংশীদার
ঘ. আচরণে অনুমিত অংশীদার
উত্তর: ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর