
চতুর্থ অধ্যায় : অংশীদারি ব্যবসায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. বাবা মারা যাওয়ার পর তিন ভাই একত্রে বাবার ব্যবসা চালায় ও মুনাফা সমান ভাগ করে নেয়। একে অংশীদারি ব্যবসা না বলার পেছনে মুখ্য কারণ কোনটি?
ক. মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই
খ. পারস্পরিক প্রতিনিধিত্ব করে না
গ. চুক্তিবদ্ধ সম্পর্ক নেই
ঘ. কেউই মূলধন সরবরাহ করেনি
২৬. অংশীদারি ব্যবসার অসুবিধা হলো-
i. সদস্যদের সীমাহীন দায়
ii. মালিকানা হস্তান্তরে অসুবিধা
iii. পরিচালনায় জটিলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. সাধারণ অংশীদারি ব্যবসায় বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সবাই সক্রিয় অংশীদার
খ. সবাই মূলধন দিয়ে থাকে
গ. সবারই দায় অসীম
ঘ. এর কোনো মেয়াদ নির্দিষ্ট থাকে না
২৮. নিচের কোন কারণে বাংলাদেশে প্রায়শই অংশীদারি ব্যবসা ভেঙে যেতে দেখা যায়?
ক. পর্যাপ্ত মূলধনের অভাব
খ. স্বাধীন সত্তার অভাব
গ. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
ঘ. পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস
২৯. অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো-
i. একাধিক সদস্য ii. চুক্তিবদ্ধ সম্পর্ক
iii. নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
i. একাধিক সদস্য থাকে
ii. চুক্তিবদ্ধ সম্পর্ক বিদ্যমান থাকে
iii. পৃথক আইনগত সত্তা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. অংশীদারি ব্যবসার সুবিধা হলো-
i. দলবদ্ধ প্রচেষ্টা
ii. চিরন্তন অস্তিত্ব
iii. ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন বলতে কী বোঝায়?
ক. ব্যবসার নাম নিবন্ধন
খ. ব্যবসার নাম ও উদ্দেশ্য নিবন্ধন
গ. অংশীদারদের নাম ও ঠিকানা নিবন্ধন
ঘ. অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন
উত্তর: ২৫. গ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ঘ, ২৯. ক, ৩০. ক, ৩১. খ, ৩২. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর