
প্রথম অধ্যায় : জীবন পাঠ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: জীববিজ্ঞান কাকে বলে?
উত্তর: জীববিজ্ঞান: বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলে।
প্রশ্ন: জীববিজ্ঞানের জনক কে?
উত্তর: জীববিজ্ঞানের জনক: গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়।
প্রশ্ন: শ্রেণিবিন্যাস বলতে কী বুঝ?
উত্তর: শ্রেণিবিন্যাস: পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্ত করাকে শ্রেণিবিন্যাস বলে।
প্রশ্ন: কনজুগেশন বলতে কী বুঝ?
উত্তর: কনজুগেশন: জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এ ধরনের দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন প্রজনন ঘটে তাকে কনজুগেশন বলে।
প্রশ্ন: অ্যানাইসোগ্যামাস বলতে কী বুঝ?
উত্তর: অ্যানাইসোগ্যামাস: আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে যৌন জনন সম্পন্ন হয় তাকে অ্যানাইসোগ্যামাস বলে।
প্রশ্ন: আর্কিগোনিয়াম বলতে কী বুঝ?
উত্তর: আর্কিগোনিয়াম: উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে।
প্রশ্ন: আর্কিগোনিয়েট বলতে কী বুঝ?
উত্তর: আর্কিগোনিয়েট: স্ত্রী জনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদই হলো আর্কিগোনিয়েট।
প্রশ্ন: হেটারোট্রোফিক/পরভোজী বলতে কী বুঝ?
উত্তর: হেটারোট্রোফিক/পরভোজী: যেসব জীবের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই, প্লাস্টিড না থাকায় এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল সেসব জীবকে হেটারোট্রোফিক/পরভোজী বলে।
প্রশ্ন: ট্যাক্সন বলতে কী বুঝ?
উত্তর: ট্যাক্সন: শ্রেণিবিন্যাসের যেকোনো একককে ট্যাক্সন বলে।
প্রশ্ন: প্রজাতি বলতে কী বুঝ?
উত্তর: প্রজাতি: প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অন্যদের সঙ্গে মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। যেমন-পৃথিবীর সব মানুষ একই প্রজাতির অন্তর্ভুক্ত।
প্রশ্ন: নেস্টেড হায়ারার্কি বলতে কী বুঝ?
উত্তর: নেস্টেড হায়ারার্কি: জীব জগতের শ্রেণিবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ধাপ যা একটির ওপর আরেকটিকে বিন্যস্ত করা হয়েছে, এগুলোকে একত্রে নেস্টেড হায়ারার্কি বলে।
প্রশ্ন: ICBN বলতে কী বুঝ?
উত্তর: ICBN: উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের আন্তর্জাতিক নীতিমালাই হলো ICBN, এর পূর্ণরূপ হলো- International Code of Botanical Nomenclature.
প্রশ্ন: ICZN বলতে কী বুঝ?
উত্তর: ICZN: প্রাণীর বৈজ্ঞানিক নামকরণের আন্তর্জাতিক নীতিমালাই হলো ICZN, এর পূর্ণরূপ হলো- International Code of Zoological Nomenclature.
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর