
তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। সূর্যের শতকরা কত ভাগ হিলিয়াম গ্যাস রয়েছে?
ক) ৪৩ ভাগ খ) ৪৪ ভাগ
গ) ৪৯ ভাগ ঘ) ৫৬ ভাগ
১৮। গ্রহের মূল বৈশিষ্ট্য-
i. নিজের তাপ নেই ii. মহাকর্ষ বল নেই
iii. নিজের আলো নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ১৯, ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
১৯। চিত্রে C চিহ্নিত গ্রহের সাথে B চিহ্নিত গ্রহের পার্থক্য-
i. C চিহ্নিত গ্রহে তাপমাত্রা কম
ii. B চিহ্নিত গ্রহে তাপমাত্রা বেশি
iii. দুই গ্রহের দূরত্ব সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২০। উদ্দীপকে A চিহ্নিত গ্রহের নাম কী?
ক) বুধ খ) শুক্র
গ) পৃথিবী ঘ) মঙ্গল
২১। উদ্দীপকে B চিহ্নিত গ্রহের নাম কী?
ক) বুধ খ) মঙ্গল
গ) পৃথিবী ঘ) শনি
২২। জোয়ার-ভাটার প্রভাবে-
i. নদীর মোহনায় পলি জমা হয়
ii. নদী খাত গভীর হয়
iii. নদীর তীর পরিষ্কার থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
২৩। পৃথিবীর দিন-রাত্রি সমান হওয়ার মাস-
i. সেপ্টেম্বর
ii. জুন
iii. মার্চ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) ii ও iii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
আরো পড়ুন : সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৪। পৃথিবীর কক্ষপথ কেমন?
ক) বৃত্তাকার
খ) উপবৃত্তাকার
গ) চক্রাকার
ঘ) গোলাকার
২৫। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
ক) শুক্র খ) বুধ
গ) পৃথিবী ঘ) শনি
উত্তর: ১৭. খ, ১৮. ক, ১৯. গ, ২০. ক, ২১. গ, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ, ২৫. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর