
দ্বিতীয় অধ্যায় : জীবকোষ ও টিস্যু
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: মাইক্রোটিউবিউল কী?
উত্তর: কোষকঙ্কালের প্রোটিন নির্মিত অশাখ, লম্বা ও নলাকার তন্তুকে মাইক্রোটিউবিউল বলে।
প্রশ্ন: মাইক্রোফিলামেন্ট কী?
উত্তর: কোষকঙ্কালের প্রোটিন নির্মিত অতিসূক্ষ্ম সংকোচনশীল তন্তু কোষের চলনে অংশগ্রহণ করে তাদের মাইক্রোফিলামেন্ট বলে।
প্রশ্ন: সেন্ট্রোজোম কী?
উত্তর: প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁকা নলাকার বা দন্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে।
প্রশ্ন: ক্লোরেনকাইমা কী?
উত্তর: প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে ক্লোরেনকাইমা বলে।
প্রশ্ন: অ্যারেনকাইমা কী?
উত্তর: জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে।
প্রশ্ন: জটিল টিস্যু কী?
উত্তর: বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে।
প্রশ্ন: সিভপ্লেট কী?
উত্তর: সিভনলের চালুনির মতো রন্ধ্রগুলোকে সিভপ্লেট বলে।
আরো পড়ুন : জীবকোষ ও টিস্যু অধ্যায়ের ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
প্রশ্ন: কোমলাস্থি কী?
উত্তর: কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক টিস্যু।
প্রশ্ন: রক্ত কী?
উত্তর: রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু।
প্রশ্ন: লসিকা কাকে বলে?
উত্তর: মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে।
প্রশ্ন: পেশি টিস্যু কী?
উত্তর: ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণক্ষম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।
প্রশ্ন: ঐচ্ছিক পেশি কী?
উত্তর: যে পেশির টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন হয় তাকে ঐচ্ছিক পেশি বলে।
প্রশ্ন: ত্বক বা চামড়া কী?
উত্তর: দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে, তাকে ত্বক বা চামড়া বলে।
প্রশ্ন: অন্তঃক্ষরা গ্রন্থি কী?
উত্তর: নালিবিহীন গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে।
প্রশ্ন: স্টোইন কী?
উত্তর: স্টেইন হলো বর্ণযুক্ত জৈবযৌগ যা ল্যাবরেটরিতে অণুজীবগুলোর দৃশ্যমান করার জন্য ব্যবহার করা হয়।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর