
মডেল টেস্ট-২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। ‘আমার কন্যার গহনা আমি চুরি করব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।’ উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-
(ক) ক্ষোভ (খ) অভিমান
(গ) একগুঁয়েমি (ঘ) আত্মমর্যাদাবোধ
২। অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল?
(ক) ২২ বছর (খ) ২৫ বছর
(গ) ২৭ বছর (ঘ) ২৯ বছর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মহুয়া পালার হোমরা বেদে যখন নদের চাঁদকে মারার জন্য মহুয়ার হাতে বিষলক্ষের ছুরি তুলে দেয়, মহুয়া তখন সে ছুরি নিজের বুকে চালিয়ে দিয়ে তার প্রেমকে চির অমর করে রাখে।
৩। ওপরের উদ্দীপকের মহুয়ার সঙ্গে মিল রয়েছে-
(ক) মৃত্যুঞ্জয়ের (খ) হৈমন্তীর
(গ) বিলাসীর (ঘ) ন্যাড়ার
৪। উভয় চরিত্রের সাদৃশ্যের কারণ-
i. প্রেমের আতিশয্য
ii. আত্মবিসর্জন
iii. দৈহিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫। ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়ার উপায় হলো-
i. ভুল থেকে শিক্ষা নেওয়া
ii. বিনয়ী হওয়া
iii. আত্মসচেতন হওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬। ‘রাজবন্দীর জবানবন্দী’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
(ক) প্রবন্ধগ্রন্থ (খ) কাব্যগ্রন্থ
(গ) নাট্যগ্রন্থ (ঘ) উপন্যাস
৭। ‘র্যাশনাল’ শব্দের আভিধানিক অর্থ কী?
(ক) আচরণগত (খ) মানবিক
(গ) উদার (ঘ) বিচারবুদ্ধিসম্পন্ন
৮। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়?
(ক) বিষণ্নতা (খ) দীনতা
(গ) মৌনতা (ঘ) কৃতজ্ঞতা
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-১-এর ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাহস মানুষকে বাঁচিয়ে রাখে, ভয় মানুষকে মৃত্যুর আগেই মৃত্যু পথযাত্রী করে তোলে।
৯। ওপরের উদ্দীপকের মূলভাব প্রকাশ পেয়েছে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রে?
(ক) মাসি-আহ্লাদি (খ) পিসি-আহ্লাদি
(গ) মাসি-পিসি (ঘ) জগু-রহমান
১০। ওপরের উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে বলা যায়-
i. বিপদে সাহস প্রয়োজন
ii. ভয় বিপদ বাড়ায়
iii. মাসি-পিসি দুজনেই সাহসী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১১। অনশন চলাকালে বঙ্গবন্ধু কারাগার থেকে কয়টি চিঠি লিখেছিলেন?
(ক) দুটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
১২। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি?
(ক) দুটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
১৩। ‘আপন করতে কেঁদে বেড়াই যে মোরে করেছে পর’-এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
(ক) আত্মগৌরব (খ) ক্ষমাশীলতা
(গ) আন্তরিকতা (ঘ) আত্মগ্লানি
১৪। ‘পাথার’ শব্দের সমার্থক নিচের কোনটি?
(ক) পাথর (খ) সৈকত
(গ) উপকূল (ঘ) সমুদ্র
১৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি শীতকে ‘মাঘের সন্ন্যাসী’ বলেছেন-
i. মাঘের শীতের তীব্রতার জন্য
ii. শীতের রিক্ততার কারণে
iii. কুয়াশার আস্তরণের কারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে?
(ক) প্রকাণ্ড গাছে (খ) গ্রামের পথে
(গ) শহরের পথে (ঘ) নদীর ধারে
উত্তর: ১. ঘ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
(বাকি অংশ পরের সংখ্যায়)
কবীর