
বাংলা প্রথম পত্রের মডেল টেস্ট-১-এর বাকি অংশ
(গত ১৯ জুন প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। ‘লালসালু’ উপন্যাসে নিরাকপড়া কী অর্থে বোঝানো হয়েছে?
(ক) গ্রীষ্মের গরম আবহাওয়া
(খ) নিস্তব্ধ গুমোট আবহাওয়া
(গ) অশুভ বিবর্ণ দিন
(ঘ) চৈত্রের তপ্ত রোদ
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা
সেই থেকে শুরু দিন বদলের পালা।’
১৮। ওপরের উদ্দীপকে দিন বদলের পালা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার যে বিষয়কে নির্দেশ করেছে তা হলো-
(ক) সংহতি (খ) ঐক্য
(গ) সাহসিকতা (ঘ) সংগ্রাম
১৯। ওপরের উদ্দীপকে দিন বদলের পালা ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার যে বিষয়কে নির্দেশ করেছে তা হলো-
i. পরিবর্তনমুখী চেতনা
ii. দেশানুরাগ
iii. সম্মিলিত প্রয়াস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২০। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোন গল্পে?
(ক) মাসি-পিসি (খ) অপরিচিতা
(গ) বিলাসী (ঘ) রেইনকোট
২১। ‘সোনারতরী’ কবিতায় বাঁকা জল কীসের প্রতীক?
(ক) নির্মোহ মহাকাল (খ) অনন্ত কালস্রোত
(গ) চিরায়ত শিল্পলোক (ঘ) খরস্রোতা নদী
২২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলার কারণ-
i. মাঘের শীতের তীব্রতার জন্য
ii. শীতের রিক্ততার জন্য
iii. কুয়াশার চাদরের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৩। সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতায় যে বৈশিষ্ট্য লক্ষ করা যায় তা হলো-
i. বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য
ii. যৌবনের উদ্দীপনা
iii. নতুন জীবন রচনার স্বপ্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৪। ‘বিচলিত স্নেহ’ কী অর্থ প্রকাশ করে?
(ক) শাসকের প্রতি অপরিমেয় ঘৃণা
(খ) মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা
(গ) ভালবাসা থেকে উদ্ভূত দুশ্চিন্তা
(ঘ) গল্প শোনার অদম্য আগ্রহ
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের মডেল টেস্ট-১-এর ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২৫। ইদ্রানী-সুতের হাতে কী?
(ক) চাঁদ (খ) তারা
(গ) সূর্য (ঘ) গ্রহ
২৬। ‘ব্যক্তিজীবন কদরহীন’ এ উপলব্ধির ইঙ্গিত ‘সোনার তরী’ কবিতার কোন চরণে রয়েছে?
(ক) এ পারেতে ছোটো খেত / আমি একেলা
(খ) শুধু তুমি নিয়ে যাও / ক্ষণিক হেসে
(গ) সকলি দিলাম তুলে / থরে বিথরে
(ঘ) শূন্য নদীর তীরে / রহিনু পড়ি
২৭। ‘মানবকল্যাণ’ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়?
(ক) চৌচির (খ) মানবতন্ত্র
(গ) রাঙা প্রভাত (ঘ) মাটির পৃথিবী
২৮। ‘মাসি-পিসি’ গল্পে মাসি ও পিসির একদেহ একমন হয়ে যাওয়ার কারণ নিচের কোনটি?
i. দুজনেই বিধবা
ii. আহ্লাদিকে দেখাশোনা
iii. নিজেদের বেঁচে থাকার সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
২৯। কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ-
(ক) রুদ্র-মঙ্গল
(খ) কুহেলিকা
(গ) মৃত্যুক্ষুধা
(ঘ) প্রলয়-শিখা
৩০। ‘মহত্ত্বের কাহিনী আমাদের অনেক আছে’- এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) ব্যঙ্গার্থে (খ) প্রশংসার্থে
(গ) ক্ষোভার্থে (ঘ) নিন্দার্থে
উত্তর: ১৭. খ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. গ, ২১. খ, ২২. গ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. ক।
লেখক: সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর