
মডেল টেস্ট-৫
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কী?
ক) দুতরফা দাখিলা পদ্ধতি
খ) লেনদেন
গ) জাবেদা
ঘ) খতিয়ান
২। জাবেদাকে কী নামে অভিহিত করা হয়?
i. হিসাবের পাকা বই
ii. হিসাবের দৈনিক বই
iii. হিসাবের প্রাথমিক বই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। অফিস সাপ্লাইজের আওতাভুক্ত হলো-
i. স্ট্যাপলার
ii. ক্যালকুলেটর
iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শ্রেয়া ট্রেডার্স ১ জানুয়ারি ২০২৫ তারিখে ১,২০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তিনি চার মাসের ভাড়া বাবদ ২০,০০০ টাকা অগ্রিম দেন এবং ব্যবসার জন্য ৩০,০০০ টাকার পণ্য কেনেন। মাস শেষে তিনি ৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন।
৪। শ্রেয়ার ব্যবসা শুরু করার ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে?
ক) দায় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়
খ) খরচ বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়
গ) মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ বৃদ্ধি পায়
ঘ) সম্পদ বৃদ্ধি ও মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
৫। নগদ অর্থ উত্তোলনের ফলে শ্রেয়া ট্রেডার্সের ব্যবসার ওপর কী প্রভাব পড়েছে?
ক) মালিকানাস্বত্ব হ্রাস ও সম্পদ হ্রাস পায়
খ) মালিকানাস্বত্ব বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায়
গ) খরচ হ্রাস ও সম্পদ হ্রাস পায়
ঘ) খরচ বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়
৬। ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে বোঝায়-
ক) ব্যাংক জমা উদ্বৃত্ত
খ) ব্যাংক জমাতিরিক্ত
গ) নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত
ঘ) নগদান বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত
৭। NSF শব্দের পূর্ণরূপ কী?
ক) Not Sufficient Fund
খ) Not Suitable Fund
গ) Not Significant Fund
ঘ) Not Significant Fund
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার হিসাববিজ্ঞান ১ম পত্রের মডেল টেস্ট-৪-এর ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৮। ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইয়ে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। ফলে নগদান বই এবং ব্যাংক উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত টাকা হবে?
ক) ২৬০ টাকা
খ) ৩৬০ টাকা
গ) ৬২০ টাকা
ঘ) ৮৮০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ৫০,০০০ টাকা। ব্যাংক বিবরণী সংশোধনের জন্য দেখা যায় ব্যাংকে জমা করা চেক ১০,০০০ টাকার বদলে হিসাবরক্ষক ১,০০০ টাকা লিপিবদ্ধ করেছেন।
৯। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমা চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সঙ্গে কত টাকা যোগ বা বিয়োগ করতে হবে?
ক) ৯,০০০ টাকা বিয়োগ করতে হবে
খ) ৯,০০০ টাকা যোগ করতে হবে
গ) ১০,০০০ টাকা যোগ করতে হবে
ঘ) ১১,০০০ টাকা যোগ করতে হবে
১০। ওই গরমিল সংশোধন করা হলে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
i. হাতে নগদ বৃদ্ধি পাবে
ii. চলতি দায় বৃদ্ধি পাবে
iii. চলতি সম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না?
ক) সমাপনী মনিহারি খ) বকেয়া বেতন
গ) প্রারম্ভিক মজুত পণ্য ঘ) অনুপার্জিত আয়
উত্তর: ১. ক, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. খ, ১১. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর