রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের হাইড্রোলিক টেস্ট করা হচ্ছে। ছবি: খবরের কাগজ।
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের হাইড্রোলিক প্রেসার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে প্রাইমারি সার্কিটের ব্যবস্থা ও ইকুইপমেন্টের দৃঢ়তা নিশ্চিত করা হয়েছে, যা ভবিষ্যতে ইউনিটের রিয়্যাক্টরের ‘হট রান’ পরিচালনার প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার (১৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হাইড্রোলিক টেস্ট কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে প্রাথমিক প্রস্তুতি, প্রাইমারি সার্কিটে পানি ভর্তি, প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রা অর্জন প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। টেস্ট চলাকালে বিভিন্ন প্যারামিটারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা ইকুইপমেন্টগুলোর অবস্থা পরিপূর্ণভাবে মনিটর করেছেন এবং আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা অনুযায়ী পর্যালোচনা করেছেন।
এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী বলেছেন, ‘এই সফল হাইড্রোলিক টেস্ট আমাদের প্রকল্পের উচ্চ গুণগত মান এবং নিরাপত্তা মান নিশ্চিত করেছে। এটি পরবর্তীতে রিয়্যাক্টরের হট রান করার সুযোগ উম্মুক্ত করেছে, যা রূপপুর প্রকল্পের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভিভিইআর রিয়্যাকটর স্থাপিত হচ্ছে। দ্রুত জ্বালানী লোডিং এবং স্টার্টআপের জন্য প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পে রসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে।
জাহাঙ্গীর/তাওফিক/