ছবি : সংগৃহীত
বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ফুটবলারের নাম লামিনে ইয়ামাল। স্পেন দলের এই উদীয়মান উইঙ্গার, জাতীয় দল ছাড়াও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বার্সেলোনার হয়ে। তরুণ এই ফুটবলারের ফুটবলে মুগ্ধ সাবেক তারকারাও।
আগামী ৬ জুন ইউরো নেশন্স লিগের সেমিফাইনালে ফ্র্যান্সের বিপক্ষে স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল।
সেই ম্যাচের আগে স্প্যানিশ রেডিও চ্যানেল ‘কদেন কপ’কে দিয়েছেন সাক্ষাৎকার। সেখানে কথা বলেছেন নিজের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা এবং ব্যালন ডি’অর নিয়েও।
উপস্থাপক যখন লামিনে ইয়ামালকে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবেন কিনা এই প্রশ্ন করেন, তখন তরুণ এই তারকা কোনো রাখঢাক না রেখেই বলেন, ‘রিয়াল মাদ্রিদ? না। অসম্ভব। এ কথা ভুলে যাও।’
বার্সার এত তরুণ তারকা উঠে এসেছেন লা মাসিয়া থেকে। ছোটবেলা থেকেই যেই রিয়ালকে চিরপ্রতিদ্বন্দ্বি মেনে আসছেন, তাদের হয়ে খেলার কথা তিনি ভাবতেও পারেন না এটাই স্বাভাবিক। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিন গোল করেছেন ইয়ামাল।
ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলেন, ‘আমি ব্যালন ডি'অর নিয়ে ভাবি না, আমি জয় নিয়ে ভাবি। যদি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জিতি, তাহলে ওটা নিজেই আসবে। উপভোগ করতে হবে এবং সময়মতো যা হবার তা হবে।’
ফ্র্যান্সের বিপক্ষে ম্যাচটা ব্যালন ডি’অরের খেতাব নির্ধারণে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নও এসেছে ইয়ামালের সামনে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যালন ডি'অর কি এক ম্যাচের জন্য দেয়া হয়? নাকি বছরের সেরা খেলোয়াড়কে দেয়া হয়? আমি হলে বছরের সেরা খেলোয়াড়কেই ভোট দিতাম... আর আমি সেটা নিজের কাছেই রাখি।’
ব্যালন ডি’অরের দৌঁড়ে যারা এগিয়ে আছেন তাদের একজন ফ্র্যান্সের উসমান দেম্বেলে। তিনি ইয়ামালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি। সদ্যসমাপ্ত মৌসুমে জিতেছেন তিনি চারটি বড় শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ আঁ, ফরাসি কাপ ও কোপ দেস চ্যাম্পিয়ন্স। আর ইয়ামাল জিতেছেন তিনিটি – লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ।