ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

শুরুর ধাক্কা সামলে ভারতের রান পাহাড়

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম
শুরুর ধাক্কা সামলে ভারতের রান পাহাড়
ছবি : সংগৃহীত

পাওয়ারপ্লেতে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি ভারতের। কিন্তু সেই বিপর্যয় সামলে নিয়ে প্রতি আক্রমণে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ২২১ রান করেছে ভারত।

৪৫ রানের মধ্যেই ভারত হারিয়ে বসে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের উইকেট। দ্রুত ৩ উইকেট তুলে নিয়েও লাগাম টানা যায়নি ভারতের। উল্টো আরও চড়াও হয়ে ওঠে ভারতের ব্যাটাররা।

১০৪ রানের জুটি গড়ে নিতিশ কুমার ও রিঙ্কু সিং। ৭৪ রান করে মোস্তাফিজের বলে মিরাজকে ক্যাচ দিয়ে দলীয় ১৪৯ রানে ফেরেন নিতিশ। অর্ধশতক আসে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকেও। 

১৯ বলে ৩২ রান করেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে তিনি রিশাদকে ছয় হাঁকানোর প্রচেষ্টায় বাউন্ডারিতে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজকে। এই ওভারে আরও ৩ উইকেট হারায় ভারত। রিয়ান পরাগ রিশাদের বলেই ৬ বলে ১৫ রান করে ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদকে। ০ রানে আউট হন বরুন চক্রবর্তী।

সবশেষ ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে স্বাগতিক ভারত নির্ধারিত ২ ওভার শেষে।

নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ
ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইয়ের আগের দুই ম্যাচ মাঠে নামা হয়নি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দলে ফিরেছেন বিশ্বকাপ ও কোপাজয়ী এই গোলকিপার। ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।

সদ্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এনজো বারেনেচিয়া। গোলকিপার মার্তিনেজের অ্যাস্টন ভিলার সতীর্থ। বর্তমানে এই তরুণ মিডফিল্ডার ধারে খেলছেন লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

চলতি মাসের ১৫ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এর ঠিক ৪ দিন পর ঘরের মাঠ রাজধানী বুয়েন্স এইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হয়নি মার্তিনেজের। মূলত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাকে  দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

মার্টিনেজের মতো এই দুই ম্যাচে দলে ফিরেছেন আলেজান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে গেল মাসের অক্টোবর মাসের ম্যাচগুলো মিস করেছিলেন তিনি। 

এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে আলবিসেলেস্তাদের পয়েন্ট ২২। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেসেচিয়া

ফরোয়ার্ড: লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্টিনেজ।

পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে চান শান্ত

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০২:০১ পিএম
পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে চান শান্ত
ছবি : সংগৃহীত

প্রায় ৮ মাস পর ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটিও নিজেদের করে নিতে চাইবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে ৩ ইনিংসে ১৬৩  রান করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা চান তিনি নিজেও।

সিরিজের প্রথম ওয়ানডেতে ১২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। তবে যে সিরিজ চলে গেছে সেটি নিয়ে না ভাবে নতুন সিরিজে পরিস্থিতি অনুযায়ী খেলতে চান শান্ত, ‘যেটা শেষ হয়ে গেছে শেষ। আমার মনে হয় যে নতুন একটা সিরিজ আর চেষ্টা সেভাবেই থাকবে কীভাবে আমি অবদান রাখতে পারি। লক্ষ্যটা থাকবে ম্যাচে যেই পরিস্থিতিতে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবে যেন করতে পারি।’

তবে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ যে মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য সেটিও বেশ ভালো জানা আছে শান্তর। বিশেষ করে শারজাজ’র উইকেটে আফগানিস্তানের বোলাররা সুবিধা পাবেন যা সবারই জানা। 

যদিও শান্ত বিশ্বাস করেন নিজেদের খেলাটা ঠিকঠাক খেলতে পারলে কোনো সমস্যা হবে না ভালো করতে, ‘অবশ্যই এই কন্ডিশনে আফগানিস্তান অনেক ভালো দল। তবে আমি যেটা মনে করি আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাদের বিপক্ষে আমরা অনেক ভালো করবো।’

শারজাহতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত দুই দলের ১৬ সাক্ষাতে ১০০ বার জিতেছে বাংলাদেশ আর ৬ বার জয় পেয়েছে আফগানিস্তান।

চ্যাম্পিয়নদের জালে আল নাসরের ৫ গোল

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:১০ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম
চ্যাম্পিয়নদের জালে আল নাসরের ৫ গোল
ছবি : সংগৃহীত

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে আল নাসর। বর্তমান চ্যাম্পিয়নদের জালে ৫ গোল দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

মঙ্গলবার (৬ নভেম্বর) ঘরের মাঠ আল আওয়াল পার্কে আল আইনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। 

সবশেষ মৌসুমে এই আল আইনের কাছে হেরেই আসর থেকে বাদ পড়তে হয়েছিল আল নাসরকে। তাই বড় ব্যবধানে পাওয়া এই জয় আল নাসরের কাছে প্রতিশোধও বটে। 
এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে আল নাসর। ৪ ম্যাচে রোনালদোদের পয়েন্ট এখন ১০।

ক্রিস্টিয়ানো রোনালদোরা এই জয়ে তিনে উঠলেও আল আইন চলে গেছে টেবিলের ১২তম স্থানে। ফলে অনিশ্চয়তায় চলে গেছে আল আইনের শেষ ষোলোতে উত্তীর্ণ হওয়ায়। 

৫-১ গোলের জয়ে আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন অ্যান্ডারসন টেলিস্কা। ম্যাচের ৫ ও ৯৪ মিনিটে গোলের দেখা পান তিনি। পর্তুগীজ তারকা রোনালদো গোল করেন ৩১ মিনিটে। 

৩৭ মিনিটে আল নাসরকে আত্মঘাতী গোল উপহার দেন আল আইন। আল আইনের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন ওয়েসলি রিভেইরো।

আত্মঘাতী গোল করেছেন আল নাসরের খেলোয়াড়রাও। ৫৬ মিনিটে ভুল করে নিজেদের জালে বল জমা করেন আল নাসরের বেন্টো ৫৬ মিনিটে।

প্রবাসীদের সমর্থন চাইলেন শান্ত

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
প্রবাসীদের সমর্থন চাইলেন শান্ত
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব-আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে প্রায় ৮ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই খেলুক না কেন, বাংলাদেশ দল সবসময় দর্শকদের সমর্থন পেয়ে আসছে। 

সংযুক্ত আরব আমিরাতে এর আগে ২০১৮ এশিয়া কাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের ভরপুর উপস্থিতি ছিল গ্যালারিজুড়ে। এমনটা এবারও আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

দর্শকরা বাড়তি অনুপ্রেরণা যোগ করে উল্লেখ করে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘অবশ্যই, দর্শক তো আমার মনে হয় শুধু এখানে না, সব জায়গা তে গেলেই আমাদের সমর্থন দিতে আসেন। এখানেও আমি আশা করবো পুরো গ্যালারিজুড়ে আমাদেরই দর্শক থাকবে এবং দলকে সমর্থন দিতে আসবে। এটা তো অবশ্যই বাড়তি প্রেরণা যোগায়। দেশের বাইরে খেলতে আসছি, এখানে সমর্থন পাচ্ছি এটা অনেক বড় ব্যাপার।’

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয়ের পর বড় আশা নিয়ে ভারতে গেলেও সেখানে বাজেভাবে হেরেছে শান্তরা ২-০ ব্যবধানে। সেই ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত ছিল ভারত সফরের পরও। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে ২-০ ব্যবধানে।

টানা হারে অনেকটাই হতাশ বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা। এরপরও প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসবেন এমনটা আশা করে শান্ত বলেন, ‘মাঠে আসবেন, খেলা দেখবেন এবং বাংলাদেশ দলকে অনেকবেশি সমর্থন করবেনল।’

শারজাহতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত দুই দলের ১৬ সাক্ষাতে ১০০ বার জিতেছে বাংলাদেশ আর ৬ বার জয় পেয়েছে আফগানিস্তান।

মরুর বুকে ফুল ফুটানোর অপেক্ষায় নাজমুলরা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
মরুর বুকে ফুল ফুটানোর অপেক্ষায় নাজমুলরা
ছবি : সংগৃহীত

টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর খুব সম্ভবত এবারই প্রথম বাংলাদেশ দল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়েছে, যা নিয়ে দেশবাসীর খুব একটা আগ্রহ নেই। তা যেমন দেশ ছাড়ার আগে-পরে, তেমনি আজকের প্রথম ম্যাচকে সামনে রেখেও। মরুর বুকে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে আজ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ক্রিকেট দলের প্রতি এ রকম অনাগ্রহের কারণ অব্যাহত ব্যর্থতার পাশাপাশি নারী ফুটবলে দলের অভূতপূর্ব সাফল্য। পাকিস্তানকে তাদের মাটিতে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশ দলকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অতীতের তুলনায় বেড়ে আকাশচুম্বি হয়ে উঠেছিল। কিন্তু তা মুহূতেই মিলিয়ে যেতে সময় লাগেনি।

পাকিস্তানকে ধবলধোলাই করার পর ভারত সফরে এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ দল খুবই বাজেভাবে নাজেহাল হয়ে হার মানে। ন্যূনতম কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। বাংলাদেশ দল এতটাই বাজে খেলেছে যে কানপুর টেস্টে আড়াই দিনেরও বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও সেই টেস্ট বাংলাদেশ দল বাঁচাতে পারেনি। ভারত এমন খেলা খেলেছে যে, দেখে মনে হবে তাদের হাতে রিমোট কন্ট্রোল যেভাবে চাচ্ছে, সেভাবেই হচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা বাজেহার ক্রিকেটপ্রেমীদের যারপরনাই হতাশ করে। দলীয় ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক নাজমুলও রান খরায় ভুগতে থাকায় অধিনায়কত্ব ছাড়ারও সিদ্ধান্ত নেন। পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসেন। 

ক্রিকেট দলের এ রকম ব্যর্থতার মাঝেই সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা শিরোপা অক্ষুণ্ন রেখে দেশবাসীকে উল্লাসে ভাসার উপলক্ষ তৈরি করে দেয়। প্রধান উপদেষ্টা পর্যন্ত তাদের সংবর্ধনা দেন। এখনো চলছে মেয়েদের সাফল্যের সেই স্রোত। এরই মাঝে আবার নাজমুল হোসেন শান্ত তার বাহিনী নিয়ে খেলতে নামছেন ওয়ানডে ম্যাচ। যেখানে নেই তাদের প্রতি সে রকম কোনো প্রত্যাশা। সবার ভাবনা এমন যে সাফল্য আসলে ভালো, না আসলে নতুন আর কি?

তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি ধারাবাহিক ওয়ানডে ক্রিকেটে। আফগানিস্তানের বিপক্ষেও পরিসংখ্যান ভালো। ১৬ বারের মোকাবিলায় বাংলাদেশের জয় ১০টিতে। বাকি ৬টিতে জয় আফগানিস্তানের। আবার আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিনবারের মোকাবিলাতে বাংলাদেশেই জিতেছে সব কটিতেই। এমনকি বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানেও বাংলাদেশ জয় ছিল ৪ উইকেটে। সব মিলিয়ে যায় আজকে মাঠে নামার আগে সব কিছুই বাংলাদেশের অনকূলে। কিন্তু যখনই টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক ব্যর্থতা সামনে চলে আসে, তখনই সব কিছু উধাও হয়ে যায়। সামনে চলে আসে শুধুই অন্ধকার। যে অন্ধকার ভেদ করে আলো জ্বালানো নাজমুল হোসেন শান্ত বাহিনীর জন্য অনেক কঠিনই।

এই কঠিন আরও কঠিনতর হয়ে উঠছে আফগানদের সাম্প্রতিক সাফল্য। এই শারজাহ হতেই তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজি জিতেছে ২-১ ব্যবধানে। যেখানে তারা প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল। শারজাহ এখন আফগানিস্তানের হোম গ্রাউন্ড। ব্যাটে-বলে তারা ব্যালেন্সড। বোলিংয়ে একদিকে যেমন আছেন রশিদ খান, ফজলহক ফারুকী, নুর আহমেদ, মোহাম্মদ নবী, গজনফর, নানগেইয়ালি খারুতি, তেমনি ব্যাটিংয়ে ভরসার নাম রহমতউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইব, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদী, আজমতউল্লাহ ওমরজাই।

এই শারজাহ আবার বাংলাদেশ দলের জন্য অচেনা! কারণ সর্বশেষ তারা এই স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ খেলেছিল ১৯৯৫ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে। হেরেছিল ৬ উইকেটে। সময়ের হিসাবে ২৯ বছর। বর্তমান দলের অনেকেরই সে সময় জন্ম হয়নি। অবশ্য ওয়ানডে ম্যাচ না খেললেও এই সময়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যদিও সেখানে নেই কোনো জয়। সর্বশেষ ম্যাচ খেলতে নেমে হেরেছিল আবার এই আফগানিস্তানের কাছেই ২০২২ সালে এশিয়া কাপে ৭ উইকেটে। যে কারণে আজকের ম্যাচ হবে বাংলাদেশের পায়ের নিচের মাটি খুঁজে পাওয়ার মতো। 

২৯ বছর পর শারজাহ বাংলাদেশ খেলতে নামছে একটি মাইলফলককে সামনে রেখে। আজকের ম্যাচ শারজাহ স্টেডিয়ামের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়হীন থাকা বাংলাদেশ দলের সামনে তাই মাইলফলকের ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করে রাখার বিরল সুযোগ। এ সম্ভাবনাকে কাজে লাগানোর পথে বাংলাদেশ দল কিন্তু মাঠে নামার আগেই বিরাট এক হোঁচট খেয়েছে। কারণ ভিসা সমস্যার কারণে ১৫ জনের দলের দুজন নাসুম আহমেদ ও নাহিদ রানা এখনো যেতে পারেননি। যে কারণ ১৩ জনের দল থেকেই সাঝাতে হবে একাদশ। এই ১৩ জনের দলের ১০ জনই খেলেছেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে। সেই দলের নেই শুধু এনামুল হক বিজয়। বাকি ১০ জন হলেন তানজিদ তামিম (সৌম্য সরকারে কানকাসন সাব হিসেবে খেলেছিলেন), নাজমুল, তাওহিদ, মাহমুদউল্লাহ, মুশফিক, মিরাজ রিশাদ, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ। এই ১০ জনকে খেলালে, সেখানে শুধু ঢুকবেন জাকির, সৌম্য কিংবা জাকের আলীর মাঝে যে কোনো একজন। আবার একাধিকও হতে পারে।