প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার দুইদিন আগে চোটে পড়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেন লিসান্দ্রো মার্তিনেস। কেবল প্যারাগুয়ে নয়, খেলা হবে না তার পেরুর বিপক্ষেও।
তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। খবরটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে এক্সে।
লিসান্দ্রোর চোট নিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, গেল রবিবার প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন এই আর্জেন্টাইন। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে চোট পেলেও পুরো সময়ই মাঠে ছিলেন তিনি।
যদিও তার চোটের ধরন সম্পর্কে পরিস্কার করে কিছুই জানায়নি ক্লাব ও জাতীয় দল।
১৫ নভেম্বর ভোরে বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে প্যারাগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ২০ তারিখ ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।