
বিশ্ব ক্রীড়াঙ্গনে বহুল প্রতীক্ষিত এক ম্যাচ আর্জেন্টিনা এবং ব্রাজিলের দ্বৈরথ। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব ক্রীড়া অনুরাগীদের উপহার দিচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। কিন্তু দুর্ভাগ্য মাঠে গড়ানোর আগেই তারকাশূন্য ‘সুপার ক্লাসিকো’।
ইনজুরির কারণে আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, আলেহান্দ্রো গারাঞ্চো, গঞ্জারো মন্তিয়েল এবং জিওভানি লো সেলসো। ব্রাজিল গোলমুখ নিয়ে বেশ চাপে রয়েছে, যেখানে দাঁড়ানোর জন্য অপ্রস্তুত এদেরসন এবং আলিসন বেকার। প্রতিপক্ষের গোলমুখেও দেখা যাবে নেইমারকে। এমন ঘাটতি নিয়েই মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল। বাছাইয়ের ১৪তম রাউন্ডে তাদের লড়াই উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২০২৬ বিশ্বকাপ থেকে মাত্র ১ পয়েন্ট দূরে আর্জেন্টিনা। অর্থাৎ আগামীকাল বুয়েনস আইরেসে হোম ভেন্যুতে ড্র করতে পারলেই লক্ষ্য পূরণ, সরাসরি পরের বিশ্বকাপ খেলার যোগ্যতা নিশ্চিত করবে লা আলবিসেলেস্তেরা। যদিও বলার অপেক্ষা রাখে না, মর্যাদার লড়াইয়ে জয়ভিন্ন কোনো ভাবনা নিয়ে মাঠে নামবেন না লিওনেল স্কালোনি এবং তার শিষ্যরা। আর তারা যদি সফল হয়ে যায়, তবে বাছাই মিশনটা আরেকটু কঠিন হয়ে যাবে ব্রাজিলের।
লাতির অঞ্চলের বাছাইয়ে এখন আর্জেন্টিনার রাজত্ব। ১৩তম রাউন্ডের খেলা শেষে সবার ওপরে বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের ঝুলিতে জমা পড়েছে ২৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের পয়েন্ট ২১। চলমান ফিফা উইন্ডোতে তারা ইতিমধ্যে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে এবং আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের প্রস্তুতি নিয়েছে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আগামীকালের সুপার ক্লাসিকোতে ফেবারিট আর্জেন্টিনা। তাদের মাঠে সেলেকাওরা নিজেদের কীভাবে মেলে ধরে সেটাই এখন দেখার অপেক্ষা।