
ভারত-পাকিস্তান চলমান যুদ্ধে স্থগিত হয়ে গেছে আইপিএল এবং পিএসএল। পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো হবে দুবাইতে। পিএসএলের বাকি ম্যাচ আয়োজনে আগেই আশ্বাস দিয়ে দেওয়ায় আইপিএল আয়োজনে রাজি হয়নি সযুক্ত আরব আমিরাত।
তবে এই মুহূর্তে ভারতের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।
শুক্রবার (৯ মে) ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। ভারতের এবং বিদেশি অধিকাংশ ক্রিকেটারও নিজ দেশের পথ ধরতে শুরু করে দিয়েছেন। তাই আপাতত টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
ইসিবির হাতে সময় নিয়ে প্রস্তাব রেখেছে। ইংল্যান্ডের মাটিতে চলতি বছরের সেপ্টেম্বর আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে বলে জানিয়েছে ইসিবি।
পিএসএলের ৮ এবং আইপিএলের এখনও বাকি ১৬ ম্যাচ। পিএসএলের বাকি ম্যাচগুলো দুবাইতে হবে। এই কারণে দুবাইতে যেতে পারছে না আইপিএল। তাই সহসাই শুরু হচ্ছে না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।
গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছেম ইসিবির প্রধান নির্বাহী কর্তৃক বিসিসিআইকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। সপ্তাহখানেক পর আইপিএল চালু করতে ভারত ব্যর্থ হলে সেপ্টেম্বরে ইংল্যান্ড আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে।
ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।