ঢাকা ২৫ ভাদ্র ১৪৩১, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শ্রমশক্তিতে আরও বেশি নারীর অংশগ্রহণ বাড়াবে সৌদি আরব

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম
শ্রমশক্তিতে আরও বেশি নারীর অংশগ্রহণ বাড়াবে সৌদি আরব
সৌদি আরবের রিয়াদে একটি হোটেলের অভ্যর্থনা ডেস্কে এক নারীকর্মী। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পর্যটন ও আতিথেয়তা খাতে আগের তুলনায় অনেক বেশি নারী অংশগ্রহণ করছেন। এর মধ্য দিয়ে একটি অসাধারণ পরিবর্তন দেখা যাচ্ছে দেশটিতে। এই খাতের নেতাদের অনুপ্রেরণা ও শক্তিশালী সরকারি পদক্ষেপের জন্যই এটা অর্জন করা সম্ভব হয়েছে সৌদি আরবের। এই পরিবর্তনটি তাৎপর্যপূর্ণ এই বিবেচনায় যে, পর্যটন হলো বৈশ্বিক কয়েকটি শিল্পের মধ্যে অন্যতম একটি, যেখানে নারীরা ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠ শ্রমশক্তিতে পরিণত হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দেশটি তাদের কর্মীবাহিনীতে আরও বেশিসংখ্যক নারী পেতে আগ্রহী এবং শ্রমবাজারে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে ইতোমধ্যে দেশটি তার ‘ভিশন-২০৩০’ উচ্চাকাঙ্ক্ষা অতিক্রম করেছে। প্রকৃতপক্ষে দেশটির লক্ষ্যমাত্রা এখন ৪০ শতাংশে উন্নীত হয়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এটি ২০১০ সালে দেখা হারের দ্বিগুণ।

পর্যটন ও আতিথেয়তাকে এমন একটি খাত হিসাবে দেখা হয়, যেখানে নারীরা উন্নতি করতে পারে এবং এই ক্ষেত্রে আরও সুযোগ বাড়াতে কঠোর পরিশ্রম করছে সৌদি আরব।

আতিথেয়তা শিল্পের ডেটা বিশ্লেষক ও পরামর্শক সংস্থা ইএইচএল ইনসাইটের মতে, মাত্র পাঁচ বছর আগে সৌদি আরবের নারীরা আতিথেয়তা কোম্পানিতে কাজ করার সময় উল্লেখযোগ্য বাধার মুখে পড়তে হয়েছে এবং এই শিল্পে শিক্ষা বা কর্মসংস্থানের সুযোগ পেতে পরিবারকে রাজি করাতে নারীদের অনেক সময় লেগে যেত।

‘ভিশন-২০৩০’ উদ্যোগের নেতৃত্বে অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের কারণে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পরামর্শক সংস্থা ‘আর কনসালটেন্সি’ গ্রুপের গত মার্চ মাসের তথ্য অনুসারে, এই খাতের ৪৫ শতাংশ কর্মী এখন নারী। আর খাতের মোট কর্মীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার।

মধ্যপ্রাচ্যে বেইন অ্যান্ড কোম্পানির অংশীদার অ্যান-লর মালাউজাত আরব নিউজকে বলেন, ‘অনেক অনুপ্রেরণাদায়ী নারী নেত্রী রয়েছেন যারা সৌদি আরব ও এই অঞ্চলের পর্যটন খাত- উভয়কে আরও বিস্তৃত পরিসরে কৌশলগতভাবে গঠন করতে সাহায্য করেছেন। যেমন- প্রিন্সেস পর্যটন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হাইফা বিনতে মোহাম্মদ আল-সৌদ এবং ইউএন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের আঞ্চলিক পরিচালক বাসমাহ আল-মায়মান।’

অ্যান-লর মালাউজাত জোর দিয়ে বলেন, সৌদি আরবের মাটিতে পর্যটন ও আতিথেয়তা খাতের বিভিন্ন অংশে নারীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের প্রধান বিমানবন্দরগুলোর স্থপতি, পাসপোর্ট নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং ক্যাবচালকদের পাশাপাশি আতিথেয়তা খাতের নেতা ও পর্যটক গাইডরা।

মালাউজাত বলেন, ‘এই সাফল্যের গল্পগুলোর উদাহরণ দিতে গেলে চলে আসে সারাহ গাসিমের নাম। তিনি জেএলএলের কেএসএ হোটেলস অ্যান্ড হসপিটালিটির প্রধান এবং সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এর আগে তিনি হোটেল কমপ্লেক্সগুলো পরিচালনা করেছেন। 

এ ছাড়া তিনি একজন লেখক এবং আতিথেয়তার ওপর অনেক বক্তৃতাও দিয়েছেন। তার এই উদ্যোগের মাধ্যমে তিনি সৌদি আরবের আতিথেয়তা খাতে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে সাহায্য করছেন।

সৌদি আরবের সরকারি যৌথ শেয়ার কোম্পানি রেড সি গ্লোবালের মুখপাত্র জয়নাব হামিদাদ্দিন আল-হানুফ আল-হাজ্জানি আরব নিউজকে বলেন, নীরারা আতিথেয়তা ব্যবস্থাপনা, গ্রাহক পরিষেবা, বিপণন ও ইভেন্ট পরিকল্পনার মতো ভূমিকাগুলোতে অনন্য দৃষ্টিভঙ্গি, দক্ষতা ও অন্তর্দৃষ্টি নিয়ে আসে, যা উল্লেখযোগ্যভাবে এই খাতের পরিষেবার সামগ্রিক গুণমান ও গ্রাহক সন্তুষ্টি উন্নত করেছে।

আল-হাজ্জানি বলেন, দেশের নারীদের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি, উন্নত পরিষেবা ও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্রে অবদানগুলো দেশের উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে, যা তাদের সাফল্যকে অপরিহার্য করে তুলছে।

আল-হাজ্জানি দাবি করেন, নারীরা সক্রিয়ভাবে সৌদি আরবে পর্যটন ও আতিথেয়তা শিল্পের ভবিষ্যৎ গঠন করছেন। তিনি আরও বলেন, আরএসজিতে (রেড সি গ্লোবাল) এটি বিশেষভাবে সত্য, যেখানে নারীরা অতিথিদের অভিজ্ঞতাকে উন্নত করা, সাংস্কৃতিক বৈচিত্র্যকে লালন করা এবং আমাদের প্রকল্পের ব্যাপক সাফল্যে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

উদাহরণস্বরূপ, আমাদের এলিট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ২৫০ জন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, যার মধ্যে ৩০ জন নারী ব্যবস্থাপনার পদগুলোতে আসীন হয়েছেন। 

এডিবি ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে : অর্থ উপদেষ্টা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
এডিবি ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে : অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার ঋণ পাওয়া যাবে। বাজেট সহায়তা হিসেবে এই টাকা বাংলাদেশকে দিতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এডিবি ও জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারের (ভারপ্রাপ্ত) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ফান্ড দেওয়ার বিষয়ে এডিবি, জাইকা ও অস্ট্রেলিয়া ইতিবাচক। এডিবির বাজেট সাপোর্ট আসবে। ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০ কোটি ডলার দিতে পারে।’ 

তিনি বলেন, ‘আইএমএফের চলমান ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির বাইরে আমরা অতিরিক্ত আরও ৩ বিলিয়ন ডলার চেয়েছি। তারা (আইএমএফ) এ প্রস্তাব পর্যালোচনা করে দেখছে।’

ড. সালেহউদ্দিন বলেন, ‘জাইকা আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্পে তাদের অর্থায়ন রয়েছে। ভৌত অবকাঠামো খাতে দেওয়া ঋণ অব্যাহত রাখতে বলেছি। জাইকা বলেছে এটা তারা করবে। এ ছাড়া আরও দুটি বিষয়ে কথা বলেছি। একটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা এবং অপরটি টেকনিক্যাল বা কারিগরি সহায়তা। এতে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে জাইকা।’

বৈদেশিক ঋণের প্রবাহ কমে গেছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘বৈদেশিক ঋণের প্রবাহ ঠিক আছে। একেবারে কমেনি। কিন্তু ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বৈঠকে যারা এসেছিলেন, তারা তিনজনই আমাদের উন্নয়ন সহযোগী। আমরা সবার সাথে আলাপ করেছি। এতদিন তাদের যে চলমান সহায়তা ছিল, সেটা আরও জোরদার করতে বলেছি।’

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াও আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। কারণ, তারা যে সহায়তা করে সেটা সরাসরি প্রভাব ফেলে। অস্ট্রেলিয়া অনেক বড় দেশ। তারা আঞ্চলিক বাণিজ্যবিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি, বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য খুব সীমিত দেশের সঙ্গে। অস্ট্রেলিয়া যদি এখানে আসে, আমরা আসিয়ানের অন্তর্ভুক্ত হতে পারব।’

তিনি আরও বলেন, ‘আঞ্চলিক বাণিজ্য বেশি প্রয়োজন। অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আছে। তারা এনার্জি, কৃষি খাতে বিনিয়োগ করতে চায়।’

উপদেষ্টা বলেন, ‘বৈঠকে এডিবি, জাইকা ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা বলেছেন, উন্নয়ন সহযোগিতায় তারা সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’

আগস্টে মূল্যস্ফীতি কমল

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
আগস্টে মূল্যস্ফীতি কমল
আগস্ট মাসে কমেছে মূল্যস্ফীতি। ছবি : সংগৃহীত

গত আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও তা ডাবল ডিজিটের ওপরেই ছিল। আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ। তার আগে জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, গত বছরের আগস্টে যা ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। শহরের মতো গ্রামাঞ্চলেও কমেছে মূল্যস্ফীতি। 

রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বিবিএসের প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। গত মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৬ ও খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৭৪ শতাংশ। তার আগে জুলাইয়ে ছিল যথাক্রমে ১৪ দশমিক ১০ ও ৯ দশমিক ৬৮ শতাংশ। ২০২৩ সালের আগস্টে ছিল যথাক্রমে ১২ দশমিক ৫৪ ও ৭ দশমিক ৯৫ শতাংশ।

প্রতিবেদনে আরও দেখা যায়, শহরের মতো গত মাসে গ্রামাঞ্চলেও মূল্যস্ফীতি কমেছে। আগস্টে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯৫ শতাংশ। তার আগের মাসে ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের আগস্টে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ। অন্যদিকে গত মাসে শহরে মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশের ওপর। তার আগের মাসে ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। ২০২৩ সালের আগস্টে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। এর আগে সর্বশেষ সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতি ছিল ২০১১ সালের এপ্রিলে। সে সময় ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ। এরপর আর কখনো খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশে ওঠেনি। 

কয়েক বছর ধরে বিবিএসের মূল্যস্ফীতির তথ্য নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতির যে হিসাব দেওয়া হচ্ছে, বাস্তবে সেটি আরও বেশি। সরকার মূল্যস্ফীতি কমিয়ে দেখাচ্ছে। কিন্তু আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে মূল্যস্ফীতির পরিমাণ বাড়ে। অনেকে বলছেন, এখন মূল্যস্ফীতির কোনো তথ্য টেম্পারিং করা হয় না। এটা বেশি হলেও সঠিক তথ্য প্রকাশ পাচ্ছে।

এস আলম গ্রুপের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, অপপ্রচার করা হচ্ছে: গভর্নর

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
এস আলম গ্রুপের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, অপপ্রচার করা হচ্ছে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘বেক্সিমকো বা এস আলম গ্রুপ শুধু নয়; কোনো প্রতিষ্ঠানেরই ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করা হয়নি। এর উদ্দেশ্য দুটি। এক. বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যালু নষ্ট করতে চায় না। দুই. ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মসংস্থান, বেতন-ভাতা তথা জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কোনো ক্ষতি বাংলাদেশ ব্যাংক করবে না।’ 

গভর্নর বলেন, ‘গণমাধ্যমে এসব নিয়ে অপপ্রচার বা অভিসন্ধিমূলক সংবাদ প্রচার হচ্ছে, যা একেবারেই অপ্রত্যাশিত।’ 

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিষয়টি পরিষ্কার করতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।’ 

তিনি বলেন, ‘যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানই হোক না কেন, তা নিজস্ব নিয়মে যথারীতি চলবে। অপপ্রচার করা হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, আতঙ্ক ছড়ায়। এ বিষয়ে গভর্নর গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।’

গভর্নর আরও বলেন, ‘আগামীতেও কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হবে না। কোনো ব্যাংক অতি উৎসাহিত হয়ে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করে থাকতে পারে। কিন্তু এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নয়।’ 

এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, ‘দেশের ৯-১০টি ব্যাংক আর্থিকভাবে অতি দুর্বল বা প্রায় দেউলিয়া অবস্থায় আছে। আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক। আমাদের প্রচেষ্টা থাকবে দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে। আমরা সেই চেষ্টাই করব। এসব ব্যাংক টেকনিক্যাল, অ্যাডভাইজরি ও লিকিউডিটি সুবিধা পাবে।’ 

তিনি বলেন, ‘দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে এখন প্রতিদিন খোঁজ রাখা হচ্ছে। এসব ব্যাংকের প্রতিবেদন ডেইলি-বেসিস এ পর্যালোচনা করা হচ্ছে। ব্যাংকগুলোর কোথায় সমস্যা, অসুবিধা সব দেখা হচ্ছে এবং প্রতিদিনই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গভর্নর বলেন, ‘গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ব্যাংক যে অবস্থাতেই থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এ জন্য বাংলাদেশ ব্যাংক আমানত সুরক্ষা বিমার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করেছে। দেশের ব্যাংকগুলোতে আমানতকারী গ্রাহকদের ৯৯ দশমিক ৬০ শতাংশের স্বার্থ আমানত সুরক্ষা বিমার মাধ্যমে সুরক্ষা করা আছে। অর্থাৎ ২ লাখ টাকার মধ্যে যাদের অমানত রয়েছে তারা আমানতের পুরো টাকা ফেরত পাবেন। কিন্তু যাদের আমানত ২ লাখ টাকার বেশি আছে তারা পুরো টাকা পাবেন না। নির্ধারিত সীমার ওই ২ লাখই পাবেন।’ 

গভর্নর আরও বলেন, ‘কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৯ শতাংশের বেশি গ্যারান্টি দিচ্ছি। আমাদের অর্জন যদি ৯৫ শতাংশও হয় এটা আমাদের স্বার্থকতা হবে।’

এক্সিম ব্যাংককে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে গভর্নর বলেন, ‘ব্যাংকের প্রয়োজনে অর্থ সহায়তা দিয়ে ব্যাংকটিকে টিকিয়ে রাখা কেন্দ্রীয় ব্যাংকেরই দায়িত্ব। ব্যাংক টিকে থাকলে ব্যবসা করতে পারবে এবং ঘুরে দাঁড়াতে পারবে।’ 

গভর্নর বলেন, ‘বিগত সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পলিসিগুলো পর্যালোচনা করা হবে। কোনো পলিসি বিশেষ কোনো গোষ্ঠীকে দেওয়ার জন্য করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।’ 

তিনি বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে ব্যাংক খাতের টাস্কফোর্স গঠন করে কাজ শুরু করতে পারব বলে আশা করছি। এ লক্ষ্যে, কাজ হচ্ছে। এডিবি, বিশ্বব্যাংক আমাদের সহায়তা দেবে। আশা করছি ব্যাংক খাতের জন্য আমরা ভালো কিছু করতে পারব।’

গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাছে ২৫ হাজার কোটি টাকার ফান্ড রয়েছে। এই ফান্ড দীর্ঘদিন হলো অব্যবহৃত আছে। মূলত, ঋণ বিতরণে জটিল প্রক্রিয়া বা শর্তাবলির কারণে এটি হচ্ছে। কারণগুলো ব্যাংককে লিখিত আকারে দিতে বলা হয়েছে, তা সমাধান করে এসএমই খাতে ঋণ বিতরণে গতি আনা হবে। এতে একদিকে ব্যাংকগুলো উপকৃত হবে, অন্যদিকে এসএমই খাতের উদ্যোক্তারা তারল্য সহায়তা পাবেন। অর্থনীতিতেও উৎপাদন কার্যক্রম বাড়বে।’ 

তিনি বলেন, ‘আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি মাসে এক দশমিক এক বিলিয়ন ডলার কমত। এখন সেটা কমছে না, বরং বাড়ছে। প্রবাসী আয় বেশি আসা ও ব্যাংকগুলোতে তারল্য বৃদ্ধির ফলে রিজার্ভের এই উন্নতি হচ্ছে।’

স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে রাসায়নিক সার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ এএম
স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে রাসায়নিক সার
রাজশাহীতে ফসলি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন এক কৃষক। ছবি: খবরের কাগজ

রাজশাহীতে ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ, কমে যাচ্ছে মাটির উর্বরতা এবং পরিবেশ দূষিত হচ্ছে। চিকিৎসকরা জানান, এসব ফসলের খাবার গ্রহণের ফলে ক্যানসারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। তার পরও নানা সীমাবদ্ধতার কারণে এসব সমস্যা বন্ধ হচ্ছে না।

কৃষি তথ্যসেবা প্রকাশিত কৃষি ডায়েরির হিসাব অনুযায়ী, দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর। এসব জমিতে ২০২২-২৩ মৌসুমে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে ৬৪ লাখ টনেরও বেশি এবং কীটনাশক ব্যবহার করা হয়েছে ৩৯ হাজার ২৮৩ টন।
সরেজমিনে রাজশাহীর পবা, তানোর, গোদাগাড়ী, পুঠিয়া, বাগমারাসহ বিভিন্ন উপজেলায় গিয়ে দেখা গেছে, রোগবালাই দমন ও বাড়তি ফলন পেতে ফসলি জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করছেন কৃষকরা।

পবা উপজেলার কর্ণহার এলাকার কৃষক আলমগীর হোসেন বলেন, ‘তিনি তিন বিঘা জমিতে বেগুন ও মরিচ লাগিয়েছেন। চার দিন পরপর নিয়মিত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে এবার বাম্পার ফলন হয়েছে। কীটনাশক প্রয়োগ না করলে পোকা লেগে বেগুন বড় হবে না এবং ভালো হবে না। তাই বাধ্য হয়ে কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ করতে হয়।’ বাগমারা এলাকার হাটগাঙ্গোপাড়া এলাকার কৃষক সবুজ হোসেন বলেন, ‘দুই বিঘা জমিতে গত বছর কীটনাশক প্রয়োগ না করায় বেগুনে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবার শুরু থেকেই রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে ভালো ফলন হয়েছে। বিঘাপ্রতি প্রায় এক মণ সার প্রয়োগ করা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম পারভেজ বলেন, ‘মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উপকারী অর্গানিজমগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া জমির উর্বরতা হারানোর সঙ্গে সঙ্গে পরিবেশের বাস্তুসংস্থান ধ্বংস হচ্ছে এবং জীববৈচিত্র্যের অস্তিত্ব সংকটে পড়ছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘১৫-২০ বছর আগে যেসব জলাশয়ে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের মাছ ও প্রাণীর উপস্থিতি দেখা যেত, সেগুলো এখন আস্তে আস্তে কমে গেছে। পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে এটি ঘটেছে। এ ছাড়া কৃষিক্ষেত্রে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

অন্যদিকে মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করে উৎপাদিত এসব ফসল থেকে খাদ্য গ্রহণের ফলে ক্যানসারাক্রান্ত ও প্রজননক্ষমতা নষ্ট হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক ডা. এফ এম এ জাহিদ বলেন, “মাত্রাতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগে পোকামাকড় রোধ করা গেলেও উৎপাদিত ফসল থেকে খাদ্যেও বিষক্রিয়া থেকে যায়। এতে ক্যানসারাক্রান্ত ও প্রজননক্ষমতা নষ্ট হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। ফলে যে খামারি বা কৃষক ফসলে এসব প্রয়োগ করেন তাকে অবশ্যই জানান দিতে হবে ‘আমি কীটনাশকটা গতকাল বা আজ ব্যবহার করেছি।’ তাহলে ক্রেতা সচেতনভাবে সেটা ব্যবহার থেকে বিরত থাকবেন। এভাবে জনগণ স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচতে পারবে।”

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, ‘লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে পারছে না কৃষি বিভাগ। তবে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে আশা করছি, কৃষকরা সচেতন হলে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ আস্তে আস্তে কমবে।’

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘নিরাপদ ফসল উৎপাদনে সহযোগিতার জন্য কমিটি করা হয়েছে। ওই কমিটিগুলোকে কার্যকর করতে পারলে দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবুও এ বিষয়ে কৃষকরা সচেতন না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লায় ভয়াবহ বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ এএম
কুমিল্লায় ভয়াবহ বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি
কুমিল্লায় ভয়াবহ বন্যায় ডুবে গেছে চাষের পুকুর। ছবি: সংগৃহীত

কুমিল্লায় চলমান ভয়াবহ বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। মাছ উৎপাদনে কুমিল্লা দেশের তৃতীয় অবস্থানে রয়েছে। এখানে নদ-নদী, পুকুর, দিঘি, জলাশয় ও প্লাবন ভূমিতে জেলার চাহিদার দ্বিগুণের বেশি মাছ উৎপাদন হয়। তবে এবারের বন্যায় মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। 

প্রাথমিকভাবে মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা নিরূপণ করা হয়েছে। ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন মাছ চাষিরা। খবর বাসসের

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, চলমান বন্যায় মোট ২৩ হাজার ৪২টি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়তনে এসব খামার বা পুকুরের পরিমাণ ৫ হাজার ৮৩৫ দশমিক ৬১ হেক্টর। ক্ষতিগ্রস্ত এসব খামার থেকে ২৫ হাজার ৫৩৮ দশমিক ৫০ টন ফিন ফিশ, ১০ দশমিক ২৮ টন চিংড়ি এবং ১০ কোটি ১৭ লাখ পোনা মাছের ক্ষতি হয়েছে। বাজারমূল্যে মাছের ক্ষতির পরিমাণ ৩৫৮ কোটি ১২ লাখ টাকা, চিংড়িতে ৫ কোটি টাকা এবং পোনা জাতীয় মাছের ক্ষতি ১৭ কোটি ৮ লাখ ৯২ হাজার টাকা। এ ছাড়া পুকুর, খামার বা স্লুইস গেটের অবকাঠামোর ক্ষতি হয়েছে ২২ কোটি ৯৫ লাখ টাকা এবং ৮০ লাখ টাকার জাল নষ্ট হয়েছে।

কার্যালয়টি আরও জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরুড়া উপজেলা। এখানে ৯০৩ হেক্টর আয়তনের মোট ৩ হাজার ৭৪৯টি মাছের খামার বা পুকুর বিনষ্ট হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণপাড়া ১ হাজার ১০টি, বুড়িচংয়ে ১ হাজার ৮০০টি, নাঙ্গলকোটে ৩ হাজার ১৬২টি, লালমাইয়ে ২০৭টি, মনোহরগঞ্জে ২ হাজার ৩৫০টি, আদর্শ সদরে ২ হাজার ৪৫২টি, মুরাদনগরে ৮০০টি, চান্দিনায় ২০০টি, লাকসামে ২ হাজার ৫০০টি, তিতাসে ২২টি, দেবিদ্বারে ৪০০টি, চৌদ্দগ্রামে ১ হাজার ৮৪০টি এবং সদর দক্ষিণে ৬৬০টি মাছের পুকুর তলিয়ে গেছে।

এ ছাড়া ১৫টি মৎস্যবীজ খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আয়তন ২ দশমিক ৬৯ হেক্টর। এসব খামারে ক্ষতির পরিমাণ ৬২ লাখ ৬৫ হাজার টাকা। কুমিল্লার বুড়িচং ভরাসার এলাকার এশিয়ান মৎস্য খামের স্বত্বাধিকারী সালাউদ্দিন জানান, তার মাছের প্রজেক্টে প্রায় ২৫০ মণ মাছ ছিল। বন্যার পানিতে মাছ চলে গেছে। পানি কমলে ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। তার দাবি, প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার মৎস্য চাষি সোহেল মিয়া জানান, তার প্রজেক্টে প্রায় ৩০০ মণ মাছ ছিল। বন্যার পানিতে মাছ চলে যায় এবং প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল আহমেদ বাসসকে জানান, বন্যায় মৎস্য খাতে ক্ষতির একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বানের পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা যাবে।

জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী জানান, পানি কমার সঙ্গে সঙ্গে প্রতিদিনই ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। প্রতিটি উপজেলাভিত্তিক আলাদা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলা। এসব উপজেলার মৎস্য খাতে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।