কবিতা: বঙ্গবাণী
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৩। ‘মারফত’ শব্দটির অর্থ কী?
(ক) মরমি সাধনা
(খ) বলিষ্ঠ কণ্ঠ
(গ) সরল পথ
(ঘ) সংকীর্ণচেতা
৬৪। ‘যত ইতি বাণী’ বলতে কবি আবদুল হাকিম কী বোঝাতে চেয়েছেন?
(ক) অন্য একটি ভাষা
(খ) মাতৃভাষা
(গ) বাংলা ভাষা
(ঘ) অন্যান্য যত ভাষা
৬৫। বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি কোথায় চলে যেতে বলেছেন?
(ক) দীপান্তরে
(খ) জেলখানায়
(গ) বিদেশে
(ঘ) আরবে
৬৬। ‘মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি’ পঙ্ক্তিটির মানে কী?
(ক) বাংলাদেশ গ্রাম্য প্রধান দেশ, নদীমাতৃক দেশ
(খ) বাংলাদেশ আমাদের পিতা-মাতার জন্মভূমি
(গ) বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি
(ঘ) সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ
৬৭। ‘বঙ্গবাণী’ কবিতার প্রধান বাহন কী?
(ক) ভাব (খ) ভাষা
(গ) চিত্রকল্প (ঘ) বিষয়বস্তু
৬৮। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি কোন ভাষার গুণকীর্তন করেছেন?
(ক) বাংলা ভাষা
(খ) মাতৃভাষা
(গ) উপভাষা
(ঘ) শাস্ত্রের ভাষা
আরো পড়ুন : বঙ্গবাণী কবিতার ২০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৯। কোন ভাষা সবার প্রধান অবলম্বন হওয়া উচিত?
(ক) আরবি ভাষা
(খ) হিন্দি ভাষা
(গ) বাংলা ভাষা
(ঘ) মাতৃভাষা
৭০। কবি কাদের জন্মের প্রতি সন্দিহান?
(ক) যারা বাংলা ভাষা ভালোবাসে না
(খ) যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি
(গ) যারা ভাষা আন্দোলনে অংশ নিয়েছিল
(ঘ) যারা ধর্মভীরু নয়
৭১। কবি আবদুল হাকিম কাদের প্রতি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন?
(ক) যারা বাংলা ভাষায় কথা বলে না
(খ) যারা বাংলা ভাষায় কিতাব পড়ে না
(গ) যারা নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি সংকীর্ণচেতা
(ঘ) যারা অন্য ভাষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট
৭২। ‘বঙ্গবাণী’ কবিতার প্রতিপাদ্য বিষয় কী?
(ক) সাধারণ মানুষের প্রতি ভালোবাসা
(খ) আরবি-ফারসি ভাষার প্রতি অনুরাগ
(গ) স্বদেশের ঐতিহ্যের প্রতি আকর্ষণ
(ঘ) স্বদেশ ও স্বভাষার প্রতি অনুরাগ
৭৩। ‘নিরঞ্জন’ শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সৃষ্টিকর্তা (খ) নিরহংকার
(গ) নির্জন (ঘ) নির্মল
নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মাহাদী খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ছোট বোন ফারিহা পড়ে বাংলা মিডিয়ামে। নিজের ইংলিশ মিডিয়ামের প্রতি গভীর ভালোবাসা থেকে মাঝে মধ্যেই ফারিয়াকে পড়াশোনা নিয়ে নাক সিটকায় মাহাদী।
৭৪। উদ্দীপকের মাহাদী ‘বঙ্গবাণী’ কবিতায় কাদের প্রতীক?
(ক) মাতৃভাষা বিদ্বেষীদের
(খ) মারফত জ্ঞানহীনদের
(গ) শাস্ত্রজ্ঞানহীনদের
(ঘ) বোধশক্তিহীনদের
৭৫। উদ্দীপকের ব্যক্তিদের বিষয়ে আবদুল হাকিমের অভিমত হলো-
i. ওইসব ব্যক্তিরা যেন দেশ ছেড়ে বিদেশ চলে যায়
ii. তাদের জন্ম পরিচয় নির্ণয় করা যায় না
iii. তাদের আদর্শ ত্যাগ করা উচিত
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ থেকে ৭৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। মাতৃভাষার চেয়ে হিতকর আর কিছু নেই।
৭৬। উদ্দীপকটির সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য আছে?
(ক) বঙ্গবাণী
(খ) কপোতাক্ষ নদ
(গ) আমার পরিচয়
(ঘ) জীবন সংগীত
৭৭। উদ্দীপকের সঙ্গে ‘বঙ্গবাণী’ কবিতার ভাবের কোন মিল পাওয়া যায়?
(ক) ভাষাপ্রীতি
(খ) প্রকৃতিপ্রীতি
(গ) ভ্রমণপ্রীতি
(ঘ) গানপ্রীতি
উত্তর: ৬৩. ক, ৬৪. ঘ, ৬৫. গ, ৬৬. গ, ৬৭. ক, ৬৮. খ, ৬৯. ঘ, ৭০. ক, ৭১. গ, ৭২. ঘ, ৭৩. ক, ৭৪. ক, ৭৫. ক, ৭৬. ক, ৭৭. ক।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর