কবিতা: জুতা আবিষ্কার
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৫। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, কারণ-
i. রাজা আবদ্ধ ঘরে থাকবেন
ii. রাজা বাইরে বের হয়ে রাজকার্য দেখতে পারবেন না
iii. মন্ত্রীরা সব দখল করে নেবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৬। সবাই মিলে কতগুলো ঝাঁটা কিনল?
(ক) এক লাখ
(খ) সাড়ে তিন লাখ
(গ) সাড়ে সাত লাখ
(ঘ) সাড়ে সতেরো লাখ
৪৭। কীসের চোটে পথের ধুলা এসে রাজার মুখ বুক ভরিয়ে দিল?
(ক) রাগের (খ) ধুলার
(গ) ঝাঁটের (ঘ) আলোর
৪৮। পথের ধুলা কার মুখ-বুক ভরিয়ে দিল?
(ক) মন্ত্রীর (খ) রাজার
(গ) পণ্ডিতের (ঘ) যন্ত্রীদের
৪৯। মাটির ভয়ে কী মাটি হবে?
(ক) রাজা (খ) রাজ্য
(গ) পরিষদ (ঘ) পণ্ডিতরা
৫০। ধুলায় সবাই কী মেলতে পারেনি?
(ক) চোখ (খ) ঘরের দরজা
(গ) দরবারের জানালা (ঘ) বুক
৫১। ধুলার মেঘে কী ঢাকা পড়ে?
(ক) রাজদরবার (খ) সূর্য
(গ) চন্দ্র (ঘ) বাগান
৫২। ধুলার বেগে লোক কীভাবে মরে?
(ক) চাপা পড়ে (খ) ঢাকা পড়ে
(গ) কেশে (ঘ) হেসে
৫৩। ধুলার মাঝে কী ঊহ্য হয়ে যায়?
(ক) রাজা (খ) দরবার
(গ) নগর (ঘ) রাজাবাড়ি
৫৪। ‘করিতে ধুলা দূর’-এর পরের চরণ কোনটি?
(ক) জগৎ হলো ধুলায় ভরপুর
(খ) ধুলার মাঝে নগর হলো ঊহ্য
(গ) ধুলার মাঝে পড়িল ঢাকা সূর্য
(ঘ) ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ
৫৫। পাত্রদের নিদ্রা রাতে নেই-
i. কারণ তারা রাজার সমস্যার সমাধান করতে পারেনি
ii. কারণ তারা রাজার ভয়ে ভীত
iii. কারণ তারা খুব খুশি
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৫৬। একুশ লাখ ভিস্তি নিয়ে লোক ছুটল কেন?
(ক) রাজার পিপাসা মেটাতে
(খ) রাজার মন্ত্রীর জন্য
(গ) রাজ্য থেকে ধুলা দূর করতে
(ঘ) রানির গোসলের জন্য
৫৭। পুকুরের বিলে শুধু কী পড়ে থাকল?
(ক) মাছ (খ) পাঁক
(গ) শাপলা (ঘ) ব্যাঙ
আরো পড়ুন : জুতা আবিষ্কার কবিতার ২৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৫৮। পুকুরে শুধু পাঁক পড়ে থাকল কেন?
(ক) সব পানি রাজ্যের লোক নিয়ে যায় বলে
(খ) সব পানি শুকিয়ে যায় বলে
(গ) সব পানি মানুষ খেয়ে ফেলে বলে
(ঘ) চৈত্র মাস বলে
৫৯। নদীর জলে কী চলে না?
(ক) নৌকা (খ) মানুষ
(গ) মাছ (ঘ) পানকৌড়ি
৬০। চামার কুলপতি ঈষৎ হাসেন-
i. কারণ তিনি সমস্যার সমাধান বের করতে পেরেছিলেন
ii. কারণ তিনি বুদ্ধিমান ছিলেন
iii. কারণ তিনি মিথ্যা কথা বলেছিলেন
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬১। রাজা গাধা বলেছেন-
i. পণ্ডিতকে ii. মন্ত্রীকে
iii. দেশে-বিদেশের সব জ্ঞানী-গুণীকে
নিচের কোনটি ঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬২। ‘ধুলারে মারি করিয়া দিল কাদা’ উক্তিটি কার?
(ক) হবুর (খ) গোবুর
(গ) রবুর (ঘ) দিলুর
৬৩। ‘বসিল পুনঃসতেক গুণবন্ত’ এখানে ‘গুণবন্ত’ কারা-
(ক) রাজ্যের মানুষ
(খ) জ্ঞানী-গুণী-সভাসদরা
(গ) পণ্ডিত
(ঘ) চামার
৬৪। মাথা ঘুরে সবাই চোখে কী দেখল?
(ক) ভূত (খ) অন্ধকার
(গ) সরষে (ঘ) শাপলা
৬৫। পৃথিবীকে কী দিয়ে ঢাকতে বলা হয়েছে?
(ক) চাদর (খ) মাদুর
(গ) পাটি (ঘ) পলিথিন
৬৬। রাজাকে কোথায় রাখার কথা বলা হয়েছে?
(ক) রাজদরবারে
(খ) কারাগারে
(গ) ঘরে
(ঘ) ছাদে
৬৭। রাজাকে কেন ঘরে রাখতে বলা হয়েছে?
(ক) যাতে রাজা ধুলার হাতে থেকে বাঁচেন
(খ) রাজা যাতে রেগে না যান
(গ) রাজা যাতে মন খারাপ না করেন
(ঘ) রাজা যাতে অপমান না করেন
৬৮। পায়ে ধুলা লাগবে না কী করলে-
(ক) ধুলা ঝাঁট দিলে
(খ) পানি ছিটালে
(গ) ধুলার মাঝে পা না দিলে
(ঘ) খাটে বসে থাকলে
উত্তর: ৪৫. ক, ৪৬. ঘ, ৪৭. গ, ৪৮. খ, ৪৯. খ, ৫০. ক, ৫১. খ, ৫২. গ, ৫৩. গ, ৫৪. ক, ৫৫. ক, ৫৬. গ, ৫৭. খ, ৫৮. ক, ৫৯. ক, ৬০. ক, ৬১. ঘ, ৬২. ঘ, ৬৩, খ, ৬৪. ৬৫. খ, ৬৬. গ, ৬৭. ক, ৬৮. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর