গল্প: মমতাদি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪। বিচিত্রা নামক পত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন রচনা প্রকাশিত হয়?
ক) চিহ্ন খ) শহরতলী
গ) অহিংস ঘ) অতসীমামী
২৫। মমতার নিখুঁত কাজের মধ্য দিয়ে তার কী প্রকাশ পেয়েছে?
ক) ধৈর্য খ) ক্ষিপ্রতা
গ) শৃঙ্খলা ঘ) নিপুণতা
২৬। ‘যা খেয়েছ তাতেই বোধহয় অসুখ হবে, আর খেয়ো না’ এখানে কী প্রকাশিত হয়েছে?
ক) ধৈর্য খ) অনুরোধ
গ) আবেদন ঘ) নিষেধ
২৭। ‘মমতাদি’ গল্পে পাপ হিসেবে বলা হয়েছে-
i) অন্যকে কষ্ট দেওয়া ii) মিথ্যা কথা বলা
iii) গুরুজনের নিন্দা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। ‘হরির লুট’ বলতে বোঝানো হয়েছে-
i) অসহায়দের আর্তনাদ
ii) দেবতা হরির উদ্দেশ্যে দান
iii) হরির পূজা থেকে প্রচুর প্রসাদ নেওয়া
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। ‘মমতাদি’ গল্পে মমতাদিকে যে শব্দের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে-
i) শব্দহীন ii) অনুভূতিহীন iii) নির্বিকার
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। স্বামীর চাকরি হওয়ার পর কাজ করতে চাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে-
i) ছোট ছেলের প্রতি মায়া ii) স্বামীর বেতন কম
iii) নিজ সংসারের প্রতি দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
লিপি: মা আমাকে গৃহকর্মী হিসেবে রাখবেন? আমি বাড়ির সব কাজ করব।
গিন্নি: তুমি কী কাজ করতে পারো?
লিপি: সব কাজ করতে পারি।
গিন্নি: ঠিক আছে, তুমি কাল সকাল থেকে কাজে লেগে যাও।
৩১। উদ্দীপকের সমান্তরাল অনুভূতি পাওয়া যায় নিচের কোন রচনায়?
ক) সুভা
খ) উপেক্ষিত শক্তির উদ্বোধন
গ) মমতাদি
ঘ) অভাগীর স্বর্গ
৩২। উক্ত রচনার কাহিনি আবর্তিত হয়েছে-
i) ছেলেকে কেন্দ্র করে ii) গৃহকর্মীকে কেন্দ্র করে
iii) প্রতিবন্ধীকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : মমতাদি গল্পের ২৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সুইটির স্বামীর চাকরি হয়েছে। তবু সুইটি তার চাকরি ছাড়তে রাজি নয়। সে চাকরি করবে বলে সিদ্ধান্ত নিল।
৩৩। উদ্দীপকের সুইটির সঙ্গে মিল রয়েছে নিচের কোন চরিত্রের?
ক) অবনী খ) নিরুপমা
গ) অভাগী ঘ) মমতাদি
৩৪। ওই চরিত্রের যে দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে-
i) আত্মসম্মানবোধ ii) স্বাবলম্বী iii) ধৈর্যশীল
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৫। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?
ক) ১০ টাকা খ) ১২ টাকা
গ) ১৫ টাকা ঘ) ১৮ টাকা
৩৬। চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?
ক) লজ্জা পেয়ে খ) আত্মসম্মানের জন্য
গ) বিপদের আশঙ্কায় ঘ) চাকরি যাওয়ার ভয়ে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মা মারা গেলে নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রেয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাঙ্ক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি; বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানান কাজ করিয়ে নিচ্ছে। কারণে-অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়শই কেষ্টার সাথে দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সবকিছু নীরবে সহ্য করে।
৩৭। যে বিচারে কেষ্টা ও মমতাদি একই সূত্রে গাথা তা হলো-
i) দারিদ্র্য ii) অসহায়ত্ব iii) নিরাশ্রয়
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩৮। একই সূত্রে গাথা সত্ত্বেও মমতাদি ব্যতিক্রম হওয়ার কারণ কী?
ক) পরিশ্রমী খ) স্বল্পভাষী
গ) সময়নিষ্ঠ ঘ) সাদরে গৃহীত
৩৯। কার আসল নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর: ২৪। ঘ, ২৫। ঘ, ২৬। গ, ২৭। গ, ২৮। গ, ২৯। ঘ, ৩০। ক, ৩১। গ, ৩২। ক, ৩৩। ঘ, ৩৪। ঘ, ৩৫। গ, ৩৬। খ, ৩৭। ক, ৩৮। ঘ, ৩৯। গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর