দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. স্থায়ী রাজকীয় কমিশন গঠন করা হয় কেন?
ক. ত্রাণ বিতরণের জন্য
খ. দরিদ্রদের তথ্য সংগ্রহের জন্য
গ. কর আদায়ের জন্য
ঘ. দরিদ্র আইন নীতি বিকাশের জন্য
২৫. শ্রমিক বিনিময় আইন প্রণীত হয় কখন?
ক. ১৯০৬ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৯০৯ সালে
২৬. কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
ক. দরিদ্র আইন ১৬০১
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
গ. দরিদ্র আইন কমিশন ১৯০৫
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪
২৭. কোন বিষয়টি ১৬০১ সালের দরিদ্র আইনের কাছে ঋণী?
ক. সমাজকর্ম খ. সমাজবিজ্ঞান
গ. ইতিহাস ঘ. পৌরনীতি
২৮. মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রতকরণে কোন আইন সবিশেষ ভূমিকা পালন করে?
ক. শিশু আইন
খ. নারী নির্যাতন আইন
গ. মাদকদ্রব্য আইন
ঘ. ১৬০১ সালের দরিদ্র আইন
২৯. ১৯২৫ সালের আইনের অধীনে কয় শ্রেণির জন্য পেনশনের ব্যবস্থা করা হয়?
ক. দুই শ্রেণির খ. তিন শ্রেণির
গ. চার শ্রেণির ঘ. পাঁচ শ্রেণির
৩০. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণয়নে রাজকীয় কমিশন গঠন করা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ১৮৩২ খ্রিষ্টাব্দে খ. ১৮৩৩ খ্রিষ্টাব্দে
গ. ১৮৩৪ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৩৫ খ্রিষ্টাব্দে
৩১. কোন আইন সরকারের দরিদ্র আইন বাস্তবায়নে ব্যয়হার অনেকাংশে হ্রাস করতে সক্ষম হয়?
ক. দরিদ্র আইন ১৬০১
খ. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
গ. জাতীয় বিমা আইন ১৯১১
ঘ. বেকারত্ব আইন ১৯৩৪
আরো পড়ুন : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৩২. ১৮৩৪ সালের দরিদ্র আইনের ‘Poor Law Union’- গুলোর প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য কী গঠন করা হয়?
ক. শিক্ষা বোর্ড খ. প্রশাসনিক বোর্ড
গ. রাজস্ব বোর্ড ঘ. অভিভাবক বোর্ড
৩৩. বেকার-ভাতা আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৯৩১ সালে খ. ১৯৩২ সালে
গ. ১৯৩৩ সালে ঘ. ১৯০৯ সালে
৩৪. ‘x’ জনস্বাস্থ্য রক্ষার অগ্রদূত হিসেবে কাজ করে। ‘x’ এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
ক. Charles Dickens খ. Edwin Chadwick গ. Disracli ঘ. Robert Z. Apte
৩৫. জনস্বাস্থ্য আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৮৪৮ সালে খ. ১৮৪৯ সালে
গ. ১৮৫০ সালে ঘ. ১৮৫১ সালে
৩৬. বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যাটি দেখা দেয়?
ক. নারী নির্যাতন খ. খাদ্য সমস্যা
গ. বেকারত্ব ঘ. ইভটিজিং
৩৭. কোন আইনের মাধ্যমে পরিমিত আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হয়?
ক. শ্রমিক বিনিময় আইন ১৯০৯
খ. জাতীয় বিমা আইন ১৯১১
গ. বিধবা এতিম ও বৃদ্ধ পেনশন আইন ১৯২৫
ঘ. জাতীয় অর্থনীতি আইন ১৯৩১
৩৮. ১৮৩৪ সালের দরিদ্র আইন প্রয়োগের ক্ষেত্রে কয়টি নীতিমালা অনুসরণ করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উত্তর: ২৪. ঘ, ২৫. ঘ, ২৬. ক, ২৭. ক, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. খ, ৩৮. খ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর