ঢাকা ৪ মাঘ ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

Use of Modifier-এর ২টি Exercise, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
Use of Modifier-এর ২টি Exercise, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
শিক্ষার্থীরা ক্লাসে শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

Use of Modifier

4. One day Robert Bruce, (a) ---- (Post-modify the noun with an appositive), was lying in the cave. He was thinking of (b) ----- (Use possessive to pre-modify the noun) misfortune. He thought that he would not be able (c) ----- (Use an infinitive phrase to post-modify the verb). Suddenly, he saw a spider (d) ----- (Post-modify the verb with a prepositional phrase/ an adverbial of place). The spider was trying to reach (e) ----- (Use determiner to pre-modify the noun) ceiling of the cave. It almost got to the point (f) ----- (Use quantifier to pre-modify the noun) times, but fell down at the last moment. It did not lose hope. It was trying (g) ----- (Post-modify the verb with an adverbial). On the seventh attempt it reached the ceiling. Robert Bruce became very much amazed (h) ------ (Use an infinitive to post-modify the verb) the success of the spider. He felt encouraged and came out of the cave and began to gather soldiers again. He remembered the small spider and prepared (i) ---- (Post-modify the verb with an adverb) for the battle. He fought hard with the English and (j) ----- (Use a demonstrative to pre-modify the noun) time, he came out successful. Strong will and perseverance made Robert Bruce the king of Scotland again.

আরো পড়ুন : Use of Modifier-এর ৩টি Exercise, ১ম পর্ব

5. Once there lived a (a) ---- (pre-modify the noun with an adjective) fox in a jungle. One day, while he was walking (b) ------ (post-modify the verb with an adverb) through the jungle he fell into a trap and lost his tail. He felt (c) ----- (pre-modify the adjective an intensifier) unhappy and sad. But the fox was very cunning. He hit upon a plan. He invited all the foxes (d) ------ (post-modify the verb with an infinitive) to a meeting. When all the foxes arrived, the fox without a tail said, ‘My dear friends, listen to me, please. I have discovered a (e) ------ (pre-modify the noun with an adjective) thing. It is that our tails are (f) ------ (pre-modify the adjective with an adverb) useless. They look ugly and dirty. So, we all should cut off our tails, shouldn't we?’ All foxes listened to the cunning fox (g) ----- (post-modify the verb with an adverb). Most of them agreed (h) ---- (post-modify the verb with an infinitive) their tails. But an old and (i) ------ (pre-modify the noun with an adjective) fox said to him, ‘My friend, your plan is nice but actually, you want to cut off our tails because you have (j) ---- (pre-modify the noun with a determiner) tail of your own.’

Answer: 4. a. the king of Scotland b. his c. to regain his kingdom d. on the wall e. the f. several g. again and again h. to see i. well j. that. 
5. a. cunning/clever b. alone c. very d. to come e. strange f. quite g. carefully h. to cut off i. wise j. no.

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

রেইনকোট গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
রেইনকোট গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

গল্প : রেইনকোট

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর  

১। আখতারুজ্জামান ইলিয়াস ১৯৪৩ সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১১ ফেব্রুয়ারি           খ. ১২ ফেব্রুয়ারি    
গ. ১৩ ফেব্রুয়ারি            ঘ. ১৪ ফেব্রুয়ারি  

উত্তর: খ. ১২ ফেব্রুয়ারি।

২।   আখতারুজ্জামান ইলিয়াসের গ্রামের নাম কী?
ক. নুরালি        খ. নারুলি 
গ. গোটিয়া       ঘ. সারুলি

উত্তর:  খ. নারুলি।

৩। আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যুদিবস কোনটি?
ক. ২ জানুয়ারি, ১৯৯৭    খ. ৩ জানুয়ারি, ১৯৯৭
গ. ৪ জানুয়ারি, ১৯৯৭     ঘ. ৫ জানুয়ারি, ১৯৯৭

উত্তর: গ. ৪ জানুয়ারি, ১৯৯৭।

লেখক :  সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

Environment Pollution বিষয়ক Paragraph লিখন, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম
Environment Pollution বিষয়ক Paragraph লিখন, ২য় পর্ব, এইচএসসি ইংরেজি ২য় পত্র
ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে Paragraph Writing ভালো পূর্ণ নম্বর পেতে হবে। ছবি- সংগৃহীত
Paragraph Writing (by listing/ description)
 
2. (a) What is the environment? (b) What are the elements of the environment? (c) What is environmental pollution? (d) How is the environment polluted? (e) What are the harmful effects of environmental pollution? (f) How can we prevent it?  
 
Environment Pollution
 
Environmental pollution, a pressing global issue, results from the introduction of harmful substances and activities into the natural world, adversely affecting ecosystems, human health, and the planet's overall balance. Environmental pollution refers to the pollution of natural conditions, land, air and water in which human beings, animals and plants live. There are various types of pollution in the environment. Air pollution, water pollution, sound pollution, arsenic pollution are some of them. Air is being polluted by the emission of harmful smoke. Mills and factories, vehicles with engines produce carbon dioxide, carbon monoxide and many other poisonous gases. By inhaling this polluted air, people suffer from various diseases. Water is polluted very easily. Human waste and industrial waste are greatly responsible for water pollution. farmers use pesticides and chemicals for producing crops. Floods and rain water wash these materials into ponds, rivers and other sources of water and by drinking this polluted water, people become sick. Again sound is polluted if it is above 70 decibels. Most of the vehicles use hydraulic horns which produce unbearable sound. Nowadays arsenic pollution is increasing alarmingly. If we don't take steps to prevent these pollution, our life on earth will be hellish. We should make everybody aware of the harmful effects of this pollution. this is not all. Punishment should be given to those bad people who are directly involved with environmental pollution.
 
লেখক : প্রভাষক, ইংরেজি বিভাগ
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
 
কবীর

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১০ পিএম
এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার
ছবি: সংগৃহীত

অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এজন্য কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নির্দেশনাগুলো হলো: 

>পরীক্ষার্থীরা প্রবেশপত্র, কালো রংয়ের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরণের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক ডিভাইস আনতে পারবেন না। 

>কেন্দ্র/ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায়। বন্ধ হবে সকাল সাড়ে ৯টায়। এর মধ্যে পরীক্ষা হলে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবগদের অনুরোধ করা হয়েছে।

মেহেদী/ 

রেইনকোট গল্পের ১৭টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
রেইনকোট গল্পের ১৭টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

গল্প : রেইনকোট

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থের নাম লেখ?
উত্তর: অন্য ঘরে অন্যস্বর, খোয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল।

প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের নাম লেখ?
উত্তর: চিলে কোঠার সেপাই, খোয়াবনামা।

প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধগ্রন্থের নাম লেখ?
উত্তর: সংস্কৃতির ভাঙা সেতু।

প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু হয় কত তারিখে? 
উত্তর: ৪ জানুয়ারি, ১৯৯৭ খ্রিষ্টাব্দ।

প্রশ্ন: ‘রেইনকোট’ গল্পে লেখক প্রথমে কার সঙ্গে ইসহাকের তুলনা করেছেন-
উত্তর: মিলিটারির কর্নেলের সঙ্গে।

প্রশ্ন: ‘রেইনকোট’ গল্পে মিলিটারি আসার পর থেকে সবাই তটস্থ থাকে-
উত্তর: ইসহাককে দেখে।

প্রশ্ন: নুরুল হুদার মগবাজারের ফ্ল্যাট বাসায় কামরা ছিল কয়টি?
উত্তর: দুটি।

প্রশ্ন: ‘যেতেই হবে?’ উক্তিটি কার? 
উত্তর: নুরুল হুদার স্ত্রীর।

আরো পড়ুন : রেইনকোট গল্পের ২৮টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ১ম পর্ব

প্রশ্ন: ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপাল সময় করে গালাগালি করেন কাকে?
উত্তর: কলিগদের।

প্রশ্ন: পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল থেকে শহিদ মিনার সরানোর প্রস্তাব করেছিলেন কে?
উত্তর: কলেজের প্রিন্সিপাল।

প্রশ্ন: প্রিন্সিপাল সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার সরানোর প্রস্তাব করেছিলেন কোন মাসে? 
উত্তর: এপ্রিলের মাঝামাঝি।

প্রশ্ন: বৃষ্টি শুরু হওয়ার আগে গুলির আওয়াজ কোথা থেকে আসছিল?
উত্তর: মিরপুর ব্রিজের দিক থেকে।

প্রশ্ন: ‘রেইনকোট’ গল্পে রেডিও-টেলিভিশনে হরদম বলছে- 
উত্তর: সিচুয়েশন নর্মাল।

প্রশ্ন: দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কে? 
উত্তর: প্রেসিডেন্ট।

প্রশ্ন: কিছুদিন বাদে কার ভাষণ শোনা যায়?
উত্তর: প্রেসিডেন্টের।

প্রশ্ন: আসমার ভাইয়ের নাম- 
উত্তর: মিন্টু। 

প্রশ্ন: আসমা নুরুল হুদাকে কী সঙ্গে নিতে বলেছিল?
উত্তর: মিন্টুর রেইনকোট।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম
‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১২তম পর্ব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-হিসাববিজ্ঞান

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৭. একটি মুনাফাজাতীয় ব্যয় মূলধনজাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। এটি কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার ভুল     খ. লিখনের ভুল    
গ. নীতির ভুল            ঘ. পরিমাপের ভুল    
ঙ. মূল্য নিরূপণের ভুল
উত্তর: গ. নীতির ভুল।

৮. একটি খতিয়ান-
ক. শুধু সম্পত্তি ও দায় হিসাব ধারণ করে    
খ. অক্ষরের ক্রমানুযায়ী হিসাব দেখায়    
গ. এটি একটি প্রাথমিক এন্ট্রির বই
ঘ. প্রতিষ্ঠানে রক্ষিত সব হিসাবের একটি সংগ্রহ         
ঙ. শুধু খরচ ও রাজস্বের হিসাব ধারণ করে
উত্তর: ঘ. প্রতিষ্ঠানে রক্ষিত সব হিসাবের একটি সংগ্রহ।

৯. নিচের কোন লেনদেনটি ‘সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি’ করে না?
ক. যন্ত্রপাতি ধারে ক্রয়    
খ. পণ্যসামগ্রী ধারে ক্রয়    
গ. পরবর্তী বর্ষের জন্য বেতন ও মজুরি অগ্রিম দেওয়া
ঘ. আসবাবপত্র নগদে ক্রয়     
ঙ. অগ্রিম প্রাপ্ত আয় যার জন্য এখনো সেবা দেওয়া হয়নি
উত্তর: গ. পরবর্তী বর্ষের জন্য বেতন ও মজুরি অগ্রিম দেওয়া এবং  ঘ. আসবাবপত্র নগদে ক্রয়।

আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৬টি প্রশ্নোত্তর, ১১ম পর্ব

১০. একটি আর্থিক বর্ষে একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিম্নলিখিত ব্যয়সমূহ করে: প্রত্যক্ষ কাঁচামাল  ক্রয় ৪,৮০,০০০ টাকা, কিন্তু উৎপাদনে ব্যবহৃত হয় ৩,৭৫,০০০ টাকার কাঁচামাল, প্রত্যক্ষ মজুরিতে ৪,০০,০০০ টাকা ব্যয় হয়। বিক্রয় ও সরবরাহ খরচ ২,৫০,০০০ টাকা। ওই বর্ষে চলতি কার্যের কোনো প্রারম্ভিক বা সমাপ্তি মজুদ ছিল না। ওই বর্ষে উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা?
ক. ১১,৫০,০০০ টাকা     খ. ১৪,০০.০০০ টাকা 
গ. ১০,৯৫,০০০ টাকা     ঘ. ১৩,৪৫,০০০ টাকা    
ঙ. ১৫,০৫,০০০ টাকা
উত্তর: ক. ১১,৫০,০০০ টাকা।

১১. নিচের কোনটি আর্থিক সচ্ছলতা যাচাইয়ের অনুপাত?
ক. মালিকানা অনুপাত     
খ. স্থায়ী সম্পদ অনুপাত    
গ. দ্রুত অনুপাত    
ঘ. দেনাদার মালিকানা অনুপাত    
ঙ. মূলধন গিয়ারিং অনুপাত
উত্তর: ঘ. দেনাদার মালিকানা অনুপাত।

১২. ‘ক’ ও ‘খ’ একটি অংশীদারি ফার্মের অংশীদার, যারা মুনাফা ৩:২ অনুপাতে ভাগ করে। ২ জানুয়ারি, ২০২৪ তারিখে মূলধনের জের ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী প্রারম্ভিক মূলধনের ওপর ১০% হারে সুদ দেওয়া হয় এবং ‘খ’কে মাসে ১,০০০ টাকা বেতন দেওয়া হয়। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ‘খ’-এর মূলধনের জের দাঁড়িয়েছে ১,১৬,০০০ টাকায়। ২০২৪ সালের মোট মুনাফার পরিমাণ টাকায় কত ছিল?
ক. ১,৫০,০০০ টাকা     খ. ১,৭২,০০০ টাকা    
গ. ১,৬০,০০০ টাকা     ঘ. ১,৬২,০০০ টাকা        
ঙ. ১,২৮,০০০ টাকা
উত্তর: খ. ১,৭২,০০০ টাকা।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর