
নাটক : বহিপীর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। ‘বহিপীর’ নাটকের রচয়িতা কে?
উত্তর: ‘বহিপীর’ নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
২। সৈয়দ ওয়ালীউল্লাহ কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন?
উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ স্টেটসম্যান পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন।
৩। সৈয়দ ওয়ালীউল্লাহ প্যারিসে কোন সংস্থার সদর দপ্তরে কাজ করেন?
উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে কাজ করেন।
৪। সংস্কৃতে নাটককে কী বলা হয়েছে?
উত্তর: সংস্কৃতে নাটককে দৃশ্যকাব্য বলা হয়েছে।
৫। ‘কাব্যেষু নাটকং রম্যম্’ কথাটির মর্মার্থ কী?
উত্তর: ‘কাব্যেষু নাটকং রম্যম্’ কথাটির মর্মার্থ নাটক হলো কাব্যের মধ্যে শ্রেষ্ঠ।
৬। নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?
উত্তর: নাটকে সাধারণত চারটি উপাদান থাকে।
৭। নাটকের প্রাণ কী?
উত্তর: নাটকের প্রাণ সংলাপ।
৮। গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কত ধরনের ঐক্যের কথা বলেছিলেন?
উত্তর: গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে তিন ধরনের ঐক্যের কথা বলেছিলেন।
৯। ‘বহিপীর’ নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘বহিপীর’ নাটকটি ১৯৬০ সালে প্রথম প্রকাশিত হয়।
১০। ‘বহিপীর’ নাটকের কাহিনি কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
উত্তর: ‘বহিপীর’ নাটকের কাহিনি এক পীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
১১। হাতেম আলির জমিদারি কোথায় ছিল?
উত্তর: হাতেম আলির জমিদারি ছিল রেশমপুরে।
১২। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: সূর্যাস্ত আইন ১৭৯৩ সালে প্রণীত হয়।
১৩। ‘বহিপীর’ নাটকে কে ঘর ছেড়ে পালিয়েছিল?
উত্তর: ‘বহিপীর’ নাটকে তাহেরা ঘর ছেড়ে পালিয়েছিল।
১৪। বদলোকেরা কাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে?
উত্তর: বদলোকেরা তাহেরাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে।
আরো পড়ুন : ১টি নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
১৫। তাহেরা কাকে সঙ্গে নিয়ে পালিয়েছিল?
উত্তর: তাহেরা চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে পালিয়েছিল।
১৬। ‘বহিপীর’ নাটকে কার চোখে ভয় ও কান্না ছিল না?
উত্তর: ‘বহিপীর’ নাটকে তাহেরার চোখে ভয় ও কান্না ছিল না।
১৭। ‘বহিপীর’ নাটকে নদীতে কী ভেসে যায়?
উত্তর: ‘বহিপীর’ নাটকে নদীতে কচুরিপানা ভেসে যায়।
১৮। তাহেরার পরিবারে কে কে ছিল?
উত্তর: তাহেরার পরিবারে বাবা ও সৎমা ছিল।
১৯। ‘আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি?’ কথাটি কার?
উত্তর: ‘আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি?’ কথাটি তাহেরার।
২০। বজরার দুর্ঘটনায় কারা নাকানি-চুবানি খেয়েছেন?
উত্তর: বজরার দুর্ঘটনায় পীরসাহেব ও দুই সঙ্গী নাকানি-চুবানি খেয়েছেন।
২১। কলেজের পড়া শেষ করে কে ছাপাখানা দিতে চায়?
উত্তর: কলেজের পড়া শেষ করে হাশেম ছাপাখানা দিতে চায়।
২২। হাতেম আলির একমাত্র ছেলের নাম কী?
উত্তর: হাতেম আলীর একমাত্র ছেলের নাম হাশেম।
২৩। কীসের ভাষায় কথা বলেন বলে পীর সাহেবের নাম বহিপীর হয়েছিল?
উত্তর: বইয়ের ভাষায় কথা বলেন বলে পীর সাহেবের নাম বহিপীর হয়েছিল।
২৪। বহিপীরের মতে, কোন ভাষার মতো পবিত্র ও গম্ভীর কোনো ভাষা নেই?
উত্তর: বহিপীরের মতে, পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর কোনো ভাষা নেই।
২৫। খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কোন ভাষার?
উত্তর: খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কথ্য ভাষার।
২৭। বহিপীরের বাড়ি কোথায়?
উত্তর: বহিপীরের বাড়ি সুনামগঞ্জে।
২৮। জমিদার হাতেম আলি বহিপীরের কাছে কী বলার জন্য মাফ চাইলেন?
উত্তর: জমিদার হাতেম আলি বহিপীরের কাছে মিথ্যা কথা বলার জন্য মাফ চাইলেন।
২৯। কোন আইনের কারণে জমিদার হাতেম আলির জমিদারি নিলামে উঠতে বসেছিল?
উত্তর: সান্ধ্য আইনের কারণে জমিদার হাতেম আলির জমিদারি নিলামে উঠতে বসেছিল।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর