রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কৃষি, ভৌগোলিক ও গৌরবময় বৈপ্লবিক ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার জেলা যশোর। এর ব্র্যান্ডিং হলো ‘নানা রঙের ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা।’ এক বছর আগে এই জেলা থেকে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছিলাম মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজে। প্রথিতযশা কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের সম্পাদনায় এরই মধ্যে খবরের কাগজ দেশে সাড়া ফেলেছে। এর ব্যত্যয় ঘটেনি যশোর জেলাতেও।
আমি চেষ্টা করেছি এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতির সম্ভাবনা ও সংকট তুলে ধরতে। বিগত এক বছরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি শোষকদের অন্যায়-অত্যাচার, সাবেক মন্ত্রী-এমপিসহ ক্ষমতাসীনদের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশে।
চেষ্টা করেছি অপরাধ জগতের তথ্য প্রকাশের। দুর্ধর্ষ সন্ত্রাসী, সোনা চোরাচালানি ও কিশোর গ্যাংয়ের অপতৎরতা তুলে ধরেছি। চেষ্টা করেছি সাধারণ মানুষের দুর্ভোগ ও শোষণের কথা তুলে ধরতে। এ ছাড়া তুলে এনেছি নারী ও প্রতিবন্ধীদের পথ চলার কথা, সমাজ সংস্কারকদের কর্মকাণ্ড। শুধু পত্রিকা নয়, খবরের কাগজের মাল্টিমিডিয়াতে যথাসাধ্য চেষ্টা করেছি এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতির সম্ভাবনা ও সংকট তুলে ধরতে। বিভিন্ন সংবাদ প্রকাশের পর কিছু কিছু বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থাও নিয়েছে। প্রকাশিত সংবাদগুলোর মধ্যে আলোচিত কয়েকটি খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তুলে ধরার অভিপ্রায় হয়েছে।
রাজনীতি ও দুর্নীতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের যশোর-৫ আসনের সংসদ সদস্য (দুবার) ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য (তিনবার) রণজিৎ কুমার রায়কে নিয়ে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদের সূত্র ধরে রণজিৎ রায় নৌকার মনোনয়ন পাননি বলে একাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান। আর স্বপন ভট্টাচার্য্য নৌকার মনোনয়ন পেলেও নির্বাচনে জয়ী হতে পারেননি।
তিন বছরের কমিটির মেয়াদ শেষে দেড় বছর পর যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে টাকার বিনিময়ে পদ বিক্রির ঘটনায় সংবাদ প্রকাশিত হয়। এটি আলোচনায় আসে যশোরের রাজনীতি অঙ্গনে। কমিটি স্থগিতের দাবি ওঠে নেতা-কর্মীর মধ্যে। ‘আহ্বায়ক কমিটিতে বন্দি যশোর বিএনপি’ শিরোনামে প্রকাশিত সংবাদে বলা হয়, তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়ে পাঁচ বছর চলছে যশোর জেলা বিএনপি। পাশাপাশি জেলার ১৬টি শাখার মধ্যে ৯টি শাখাও চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। সাতটি উপজেলা শাখা দীর্ঘদিন ধরে চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এ সাত উপজেলায় ১৫ বছরেও হয়নি সম্মেলন। আর সদর উপজেলায় মাত্র তিনটি পদে চারজন নির্বাচিত হয়েছেন। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে যশোর বিএনপি। তারা বিভিন্ন উপজেলায় সম্মেলন ও কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে। এরই মধ্যে কয়েকটি উপজেলায় কমিটি গঠন করাও হয়েছে।
পল্লী বিদ্যুতের ‘ঘাটতি মেটাতে’ ভূতুড়ে বিদ্যুৎ বিল- সংবাদ প্রকাশের পর যশোরের মনিরামপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শাহ আলমের বিল ৩ হাজার ৭১০ টাকার জায়গায় মিনিমাম চার্জ দিতে হয়। এ রকম যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাজগঞ্জ সাব-জোনাল অফিসের আওতায় অনেক গ্রাহকের বিল সমন্বয় করা হয়।
যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমানের নানা অনিয়মের সংবাদ প্রকাশিত হয়। তিনি প্রশিক্ষণার্থীর মাসিক ভাতা থেকে ২০০ টাকা করে কেটে নেওয়া, তাদের ইউনিফর্ম সুবিধা নিয়ে নির্দিষ্ট দোকান থেকে কিনতে বাধ্য করাসহ নানা অনিয়ম তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের কিছুদিন পর তাকে সরিয়ে দেওয়া হয়।
অপরাধ
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের পর প্রকাশিত কয়েকটি প্রতিবেদন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক সাড়া ফেলে। এর মধ্যে তিন সীমান্ত জেলায় ‘আনার হিস্যা’ এবং মূল হত্যাকারী ঝিনাইদহ-যশোর-খুলনার তথা দক্ষিণ জনপদের ত্রাস শিমুল ভূঁইয়ার আদ্যোপান্ত নিয়ে সংবাদ প্রকাশের পর আমার সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা কথা বলেন। আওয়ামী লীগের শেল্টারে থাকা যশোরের ৩০টি কিশোর গ্যাংয়ের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। তারা শেল্টারে থাকা নেতাদের ডেরায় অভিযান চালিয়ে অন্তত ২০ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে।
দুর্ভোগ
যশোর-খুলনা অঞ্চলে প্রায় ১০০ অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ের (রেল গেট) কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। আবার কোথাও কোথাও অনুমোদিত রেলগেটের গেটম্যানের দায়িত্বে অবহেলারও অভিযোগ আছে। রেলওয়ে ও সড়ক বিভাগের সমন্বয়হীনতার কারণে যেখানে-সেখানে লেভেল ক্রসিং তৈরি হচ্ছে, যা বাংলাদেশ রেলওয়ে জানে না। এ জন্য তাদের পক্ষ থেকে এসব গেট অনুমোদনহীন বলা হয়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে এই অঞ্চলের দুই বিভাগ থেকে স্ব-স্ব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
যশোর সদর উপজেলার মনোহরপুর-ওসমানপুর সড়ক পাকাকরণের নির্মাণকাজ আট মাস বন্ধ করে রাখেন ঠিকাদার। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। রাস্তা খুঁড়ে রাখায় সড়ক দিয়ে কেউ চলাচল করতে পারছিলেন না। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে সদর উপজেলা প্রকৌশলী আজিজুল হক ঠিকাদারের কাজ বাতিল করার জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশ করেন। পরে ঠিকাদার আনন্দ বিশ্বাস কাজ শুরু করেন। এ ছাড়া যশোরের চৌগাছার আড়শিংড়িপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনের পর দিন পানি জমে থাকায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে মাঠ ভরাটের জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
কৃষি অর্থনীতি
নাতিশীতোষ্ণ আবহাওয়া আর মিষ্টি পানির জন্য যশোরে সবজি ও ফুল ভালো জন্মে। এ কারণে এ জেলাতে বাণিজ্যিকভাবে সবজি ও ফুলের চাষ ব্যাপক বিস্তার লাভ করেছে। কিন্তু ন্যায্যমূল্য কৃষকরা পান না। ভরা মৌসুমে সংরক্ষণের অভাবে পানির দরে বিক্রি করে দিতে হয়। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে কৃষি বিভাগ যশোরের সবজিখ্যাত সাতমাইলে সবজি হিমাগার তৈরির উদ্যোগ নিয়েছে। প্রিয় পাঠক আমরা যেতে চাই বহু দূর। নিখাদ-নির্ভীক খবরের কাগজের সঙ্গেই থাকুন।