ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা পূরণ ব্রাজিলের

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পিএম
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা পূরণ ব্রাজিলের
ছবি : সংগৃহীত

ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিল। ফুটবলে হেক্সা মিশন পূরণ করতে ব্যর্থ হলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূরণ করলো ব্রাজিল। 

শেষবার ব্রাজিলকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ২-১ ব্যধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। 

৪০ মিনিটের জমজমাট লড়াইয়ের পঞ্চম মিনিটেই মার্সেনিওর বাড়ানো বল থেকেই লিড নেয় ব্রাজিল। আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার চেষ্টা চালালেও উল্টো ১২ মিনিটে আবারও গোল হজম করে বসে দলটি। ব্রাজিলকে আরেকবার এগিয়ে নেন রাফা সান্তোস। বিরতিতে যায় ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে। 

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাওয়ার জন্য মরিয়া আর্জেন্টিনা প্রাণপণ চেষ্টা চালায়। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। তার প্রচেষ্টাতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে। 

সেই গোলে ব্যবধান কমলেও আর্জেন্টিনা পায়নি শিরোপার স্বাদ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।

গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম
গ্লোবাল সুপার লিগে দল পেলেন তানজিম সাকিব
ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পাঁচ দলের সমন্বয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই পেসার। 

চলতি মাসের ২৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে লিগটি, শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানা ছাড়াও অংশ নিতে যাচ্ছে চার দেশের চারটি ফ্র্যাঞ্চাইজি। 

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ১১ ম্যাচের এই আসরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

সুযোগ পেলেও তানজিমের খেলা এখনও নিশ্চিত নয়। একই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতেই ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে।

বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।

বিপিএলে প্রধান স্পন্সর ‘ডাচ-বাংলা ব্যাংক’

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
বিপিএলে প্রধান স্পন্সর ‘ডাচ-বাংলা ব্যাংক’
ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়া লিগের (বিপিএল) ১১তম আসর। আসন্ন আসরের প্রধান স্পন্সরে হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

বুধবার (৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 

ডাচ-বাংলা বাংক ছাড়াও তাদের মোবাইল ফিয়ান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে কো স্পন্সর এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে। 

১১তম আসরের নামকরণ করা হয়েছে  ‘ডাচ-বাংলা ব্যাংক বিপিএল টি-টুয়েন্টি, পাওয়ার্ড বাই রকেট, কো-স্পন্সর নেক্সাসপে’। প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ডাচ-বাংলা ব্যাংক। 

লোগো উন্মোচনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট ডাচ-বাংলা ব্যাংক এর আগেও বাংলাদেশের ক্রিকেটের অনেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করেছে। দেশের প্রথম টেস্ট ম্যাচ আয়োজনসহ হোম সিরিজগুলোতে দীর্ঘ সময় ধরে এই ব্যাংকটি স্পন্সর ছিল। তবে এবারই প্রথমবারের মতো বিপিএল-এর প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হলো তারা।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে সাতটি দল অংশ নেবে। 

বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতিহাস গড়লো শারজাহ’র মাঠ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
বাংলাদেশের ম্যাচ দিয়ে ইতিহাস গড়লো শারজাহ’র মাঠ
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কোনো ভেন্যু ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাইলফলক স্পর্শ করলো। রেকর্ডটি গড়েছে শারজাহ’র ক্রিকেট গ্রাউন্ড। বাংলাদেশ ও আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই রেকর্ডটি হয়েছে। 

বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডেটি শারজাহ’র মাঠে ৩০০ তম আন্তর্জাতিক ম্যাচ। ফলে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশও। 

১৯৪৮ সালে নির্মিত শারজাহ ক্রিকেট গ্রাউন্ড আশি ও নব্বই দশকের অনেক জনপ্রিয় ক্রিকেট ম্যাচের সাক্ষী। 

৩০০ আন্তর্জাতিক ম্যাচের ভেতর এই মাঠে ওয়ানডে হয়েছে ২৫৩টি আর টেস্ট ৯টি। অন্যদিকে টি-টোয়েন্টি হয়েছে ৩৮টি। 

এই তালিকায় দুইয়ে অবস্থান করছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ২৯১ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তারা। যার মধ্যে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ১৮টি।

তিনে অবস্থান করা মেলবোর্ন ১১৬ টেস্ট, ১৫২ ওয়ানডে এবং টি-টোয়েন্টি আয়োজন করেছে ১৯ টি আর সবমিলিয়ে সেখানে ম্যাচ হয়েছে ২৮৭টি।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবও আছে এই তালিকায় ২৬৭ ম্যাচ আয়োজন করে। ১৪৭ টেস্ট, ৭০ ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজন করেছে এই  মাঠটি ৪৬টি। 

ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২৭৭ ম্যাচের ১৪৭টিই টেস্ট ৭০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজিত হয়েছে ১০টি।

তালিকায় ছয়ে অবস্থান বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। ২১১ ম্যাচ আন্তর্জাতিক আয়োজ়ন করেছে এই মাঠ। যার মধ্যে টেস্ট ২৮, ওয়ানডে ১২০ এবং টি-টোয়েন্টি ৬৩।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে বাংলাদেশ ফিল্ডিং করবে আগে।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টা বাজে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে শারজা ক্রিকেট গ্রাউন্ড ভেন্যু হিসেবে প্রথমবারের মতো ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কীর্তি গড়তে চাচ্ছে।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া সবশেষ ওয়ানডে ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনা হয়েছে একটি। এনামুল হক বিজয়ের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জাকির হাসান।

আফগানিস্তানের হয়ে সেদিকুল্লাহ আতেলের অভিষেক হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, ঘানজানাফার, নাঙ্গেয়ালিয়া খারোতি, ফজলহক ফারুকী।

নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
নিষেধাজ্ঞা কাটিয়ে স্কোয়াডে ফিরলেন মার্তিনেজ
ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাইয়ের আগের দুই ম্যাচ মাঠে নামা হয়নি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দলে ফিরেছেন বিশ্বকাপ ও কোপাজয়ী এই গোলকিপার। ২৮ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা।

সদ্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এনজো বারেনেচিয়া। গোলকিপার মার্তিনেজের অ্যাস্টন ভিলার সতীর্থ। বর্তমানে এই তরুণ মিডফিল্ডার ধারে খেলছেন লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলছেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ গোল করেছেন তিনি।

চলতি মাসের ১৫ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এর ঠিক ৪ দিন পর ঘরের মাঠ রাজধানী বুয়েন্স এইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা হয়নি মার্তিনেজের। মূলত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে ম্যাচে অসদাচরণের দায়ে তাকে  দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)।

মার্টিনেজের মতো এই দুই ম্যাচে দলে ফিরেছেন আলেজান্দ্রো গার্নাচো। হাঁটুর চোটে গেল মাসের অক্টোবর মাসের ম্যাচগুলো মিস করেছিলেন তিনি। 

এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে আলবিসেলেস্তাদের পয়েন্ট ২২। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নেহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেসেচিয়া

ফরোয়ার্ড: লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বোনানোতে, ভ্যালেন্তিন কাস্তেলানোস, লাওতারো মার্টিনেজ।