ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিল। ফুটবলে হেক্সা মিশন পূরণ করতে ব্যর্থ হলেও বিচ সকারের পর এবার ফুটসালেও হেক্সা পূরণ করলো ব্রাজিল।
শেষবার ব্রাজিলকে হারিয়েই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবার ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেই প্রতিশোধ নিয়েছে।
রবিবার (৬ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় হওয়া ফুটসাল বিশ্বকাপের ফাইনালে ২-১ ব্যধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
৪০ মিনিটের জমজমাট লড়াইয়ের পঞ্চম মিনিটেই মার্সেনিওর বাড়ানো বল থেকেই লিড নেয় ব্রাজিল। আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। পিছিয়ে পড়ার পর খেলায় ফেরার চেষ্টা চালালেও উল্টো ১২ মিনিটে আবারও গোল হজম করে বসে দলটি। ব্রাজিলকে আরেকবার এগিয়ে নেন রাফা সান্তোস। বিরতিতে যায় ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পাওয়ার জন্য মরিয়া আর্জেন্টিনা প্রাণপণ চেষ্টা চালায়। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে। তার প্রচেষ্টাতেই গোল পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষক রোসার নেয়া শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে।
সেই গোলে ব্যবধান কমলেও আর্জেন্টিনা পায়নি শিরোপার স্বাদ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল।