চট্টগ্রামের সাতকানিয়ায় অতিথির ছদ্মবেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও জনসমাগম এলাকায় চুরি করতে যাওয়া এক রোহিঙ্গাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মৌলভীর দোকান এলাকার ইকবাল কনভেনশন হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা বানু (২৬), জাহানু বেগম (৩৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ছেনোয়ারা বেগম (৩৫)।
তারা বিভিন্ন কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতালসহ বিভিন্ন জনসমাগম এলাকায় অতিথির ছদ্মবেশে বা প্রতারণা করে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি করত।
জানা যায়, সম্প্রতি উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কনভেনশন হলে বিয়ের একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে কনের এক ভরি ছয় আনা ওজনের একটি স্বর্ণের নেকলেস চুরি হয়। পরে কনের ভাই নুরুল এমরান সোহেল বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তফা কামাল খানের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। এক পর্যায়ে ওই কনভেনশন হলের সামনে তিন নারীকে দুই বাচ্চাসহ সন্দেহজনকভাবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করে।
ওসি বলেন, এই চক্রটি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসা অতিথিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও প্রতারণার ফাঁদে ফেলে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও টাকাপয়সা হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জোবাইদা/অমিয়/