সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী মায়াবী ঝরনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নরসিংদীর পলাশ থানার খানেরপুর গ্রামের মোছা. রুবিনা আক্তার (৩৭), ঢাকার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের মোছা. লাবনী আক্তার (৩৪), একই জেলার রামপুরা থানার উত্তর রামপুরা গ্রামের মোছা. রুমি আক্তার (২৬) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মরিয়ম বেগম (৩১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীন প্রতাপপুর বিওপির ১২৭২/২ সীমান্ত পিলার-সংলগ্ন এলাকা দিয়ে মানবপাচারকারীদের সহায়তায় চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করে।
৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আটক চার নারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
নাবিল/সালমান/