ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

গণতান্ত্রিক মনোভাব অধ্যায়ের ৪টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম
গণতান্ত্রিক মনোভাব অধ্যায়ের ৪টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা ক্লাসে পড়ালেখা করছে। ছবি-খবরের কাগজ

 

দশম অধ্যায় : গণতান্ত্রিক মনোভাব

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: বাড়িতে কোন কাজগুলো পরিবারের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব?
উত্তর: আমরা নিম্নলিখিত কাজগুলো পরিবারের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব-
১. আমরা  কোন খাবারটি খাব।
২. উৎসব অনুষ্ঠানে কী কী করব।
৩. কীভাবে ঘর সাজাব।

প্রশ্ন: বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
উত্তর: রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।

আরো পড়ুন : গণতান্ত্রিক মনোভাব অধ্যায়ের ২টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন: গণতান্ত্রিক আচরণ দেখানোর চারটি ক্ষেত্র উল্লেখ করো।
উত্তর: গণতান্ত্রিক আচরণ দেখানোর চারটি ক্ষেত্র হলো-
১. বিদ্যালয়ে আমরা গণতান্ত্রিক আচরণ করব।
২. আমরা খেলার মাঠে গণতান্ত্রিক আচরণ করে দেখাবো।
৩. কর্মক্ষেত্রে আমরা গণতান্ত্রিক আচরণ করব।
৪. রাজনীতিতে আমরা গণতান্ত্রিক আচরণ করব।

প্রশ্ন: দেশপ্রেম কী?
উত্তর: নিজের দেশকে ভালোবাসা হচ্ছে দেশপ্রেম। স্বাধীনতা, সার্বভৌম ও উন্নয়নের জন্য দেশপ্রেম প্রয়োজন।

লেখক : শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

কবীর

হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব,  এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০২:০০ পিএম
হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব,  এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র
হিসাববিজ্ঞানে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় ধারে ক্রয়। ছবি-সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৮. খতিয়ানের জের দিয়ে রেওয়ামিল প্রস্তুত করাকে কী বলে?
ক. স্থানান্তরকরণ     খ. শ্রেণিবদ্ধকরণ
গ. সংক্ষিপ্তকরণ     ঘ. চিহ্নিতকরণ

৯. বিক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য যে দলিল ব্যবহৃত হয় তাকে কী বলে?    
ক. ডেবিট ভাউচার     খ. ডেবিট নোট
গ. ক্রেডিট ভাউচার    ঘ. ক্রেডিট নোট

১০. চালানে দেখানো হয় কোনটি?    
ক. নগদ প্রাপ্তি     খ. নগদ প্রদান
গ. নগদ বাট্টা       ঘ. কারবারি বাট্টা

আরো পড়ুন :  হিসাবের বইসমূহ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১১. ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি?    
ক. নগদে ক্রয়    
খ. ধারে ক্রয়
গ. ক্রয়মূল্যে পণ্য বিতরণ
ঘ. সব ধরনের ক্রয়

১২. ‘জার্নাল’ শব্দটির উৎপত্তি হয়েছে-    
ক. ফরাসি শব্দ থেকে    খ. হিন্দি শব্দ থেকে
গ. আরবি শব্দ থেকে    ঘ. তুর্কি শব্দ থেকে

১৩. জীবন বিমা দেওয়ার সঠিক জাবেদা কোনটি?
ক. জীবন বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
গ. ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট

১৪. কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ করা হয়? 
ক. দু’ঘরা নগদান বইতে    
খ. তিনঘরা নগদান বইতে
গ. খুচরা নগদান বইতে    
ঘ. হিসাবভুক্ত হয় না

উত্তর: ৮। গ, ৯। ঘ, ১০। ঘ, ১১। খ, ১২। ক, ১৩। খ, ১৪। ঘ।

লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

কবীর

বায়ান্নর দিনগুলো প্রবন্ধের ২৬টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা প্রথম পত্র

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম
বায়ান্নর দিনগুলো প্রবন্ধের ২৬টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা প্রথম পত্র
শিক্ষার্থীরা ক্লাসে পড়াশোনা করছে। ছবি- খবরের কাগজ

প্রবন্ধ: বায়ান্নর দিনগুলো

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ২৫। সুবেদার কোথাকার লোক ছিলেন? 
উত্তর: বেলুচিস্তানের।

প্রশ্ন ২৬। মোখলেসুর রহমান কোন দায়িত্বে ছিলেন? 
উত্তর: রাজবন্দিদের ডেপুটি জেলার ছিলেন।

প্রশ্ন ২৭। সরকার রাজবন্দিদের কীভাবে আটক রাখে? 
উত্তর: বিনা বিচারে আটক রাখে।

প্রশ্ন ২৮। জেলগেটে চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হয়েছিল? 
উত্তর: জমাদার সাহেব।

প্রশ্ন ২৯। বঙ্গবন্ধুকে ফরিদপুর কারাগার থেকে বাড়ি নিয়ে যান কে? 
উত্তর: বঙ্গবন্ধুর বাবা। 

প্রশ্ন ৩০। কয়টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ার কথা ছিল? 
উত্তর: ১১টায়।

প্রশ্ন ৩১। নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেরি করে কয়টা বাজিয়ে দিলেন? 
উত্তর: ১০টা। 

প্রশ্ন ৩২। রাজবন্দিদের নারায়ণগঞ্জের কোথায় নিয়ে যাওয়া হলো? 
উত্তর: নারায়ণগঞ্জের থানায় নিয়ে যাওয়া হলো।

প্রশ্ন ৩৩। নারায়ণগঞ্জের সহকর্মীরা কতক্ষণ অপেক্ষা করলেন? 
উত্তর: জাহাজ না ছাড়া পর্যন্ত।

প্রশ্ন ৩৪। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে ভিড়ল? 
উত্তর: নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ গোয়ালন্দ ঘাটে ভিড়ল।

প্রশ্ন ৩৫। ফরিদপুর জেলগেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপেক্ষার উদ্দেশ্য কী ছিল? 
উত্তর: ফরিদপুরে তার অবস্থান এবং অনশন ধর্মঘটের কথা সহকর্মীদের জানানো উদ্দেশ্য ছিল।

প্রশ্ন ৩৬। বঙ্গবন্ধু কাকে তার সহকর্মীদের খবর দিতে বললেন? 
উত্তর: চায়ের দোকানের মালিককে।

প্রশ্ন ৩৭। ‘আমরা জেলের দিকে রওয়ানা করছি’ উক্তিটি কার? 
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

আরো পড়ুন : বায়ান্নর দিনগুলো প্রবন্ধের ২৩টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন ৩৮। ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করা আওয়ামী লীগ কর্মীর নাম কী? 
উত্তর: মহিউদ্দিন।

প্রশ্ন ৩৯। ফরিদপুরের আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিনকে সবাই কী বলে ডাকত? 
উত্তর: ‘মহি’ বলে ডাকত।

প্রশ্ন ৪০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ফরিদপুরে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন? 
উত্তর: ১৯৪৬ সালে।

প্রশ্ন ৪১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুরে কাকে তার অবস্থান এবং অনশনের কথা বললেন? 
উত্তর: ফরিদপুরের আওয়ামী লীগ কর্মী মহিউদ্দিন বা মহিকে।

 প্রশ্ন ৪২। ‘আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি’- এটি কার উক্তি? 
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

প্রশ্ন ৪৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ তাড়াতাড়ি ওষুধ খেলেন কেন? 
উত্তর: পেট পরিষ্কার করার জন্য।

প্রশ্ন ৪৪। অনশন শুরু করার কত দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহবন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো? 
উত্তর: দুদিন পর।

প্রশ্ন ৪৫। বঙ্গবন্ধুকে কত দিন পরে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করে? 
উত্তর: চার দিন পর।

প্রশ্ন ৪৬। ছাত্রছাত্রীরা জেলগেটে এসে কী করছিল? 
উত্তর: বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

প্রশ্ন ৪৭। একুশে ফেব্রুয়ারিতে কোথায় গুলি হয়েছিল? 
উত্তর: ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল এলাকায়।

প্রশ্ন ৪৮। মানুষের পতন যখন আসে তখন কী হতে থাকে? 
উত্তর: পদে পদে ভুল হতে থাকে।

প্রশ্ন ৪৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কীসে করে ফরিদপুর জেলগেটে নিয়ে যাওয়া হলো? 
উত্তর: স্ট্রেচারে করে।

৫০। ঢাকার জেলের সুপারিনটেনডেন্টের নাম কী? 
উত্তর: আমীর হোসেন।

লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা 

কবীর

ইংরেজি বিষয়ের ২টি প্রশ্নোত্তর, ১৭তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:২০ পিএম
ইংরেজি বিষয়ের ২টি প্রশ্নোত্তর, ১৭তম পর্ব, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
শিক্ষার্থীরা ক্যাডেট কলেজের ক্যাম্পাসে প্যারেড করছে। ছবি- সংগৃহীত

মডেল টেস্ট : ইংরেজি

Read the following texts and answer the given questions.
Tungipara, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. In the olden days, the villagers used to wake up with the chirping of birds. Many years ago, it was not the same Tungipara now full of the sound of motor vehicles passing the motorways. People used to move from one place to another by boat. The green nature, the paddy fields, the open sky, the glassy water of the river, the shades of the trees and the blowing wind developed the villagers as fun-loving friendly people.
A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. Do you know who this baby was? He was none other than our Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. His father was Sheikh Lutfar Rahman and mother Sayera Khatun. Many years ago, at the time of his birth, who could understand what potentials the boy had! Who could realize that this small boy would be the Father of the Nation one day?
Tungipara’s Sheikh family is very well known in that area. Even there are songs and lyrics composed by the local bards narrating their pomp and glory. A religious man named Sheikh Borhanuddin founded this family many years ago. The ruins of the old buildings of the Sheikhs stand out as the symbol of their wealth during the Mughal era. Brick-buildings were not very common then. Over time, the next generations could not maintain that status. New tin-shed houses replaced the old brick ones. Mujib's childhood was spent in one of those houses, as he says in his autobiography.
It’s difficult to say how Sheikh Borhanuddin came to Tungipara more than 200 years ago. However, history traces Sheikh Qudratullah and Sheikh Ekramullah brothers as his heirs. They were landlords in that area besides their own business and were socially very influential. They had so much wealth that once Qudratullah told one of the British officers, ‘I don’t count my earnings, I just weigh my wealth’. Bangabandhu and his relatives are descendants of these two brothers. Mujib carried the spirit and tradition of these bold people.

আরো পড়ুন :  ইংরেজি বিষয়ের ১৪টি প্রশ্নোত্তর, ১৬তম পর্ব

1. Now choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answer in your answer script.

a. In the olden days, the villagers used to wave up with the creeping of birds. Here the word ‘older’ is similar to- 
i. golden  ii. near  iii. bygone  iv. memorable 

Answer: iii. bygone.

b. The green nature, the paddy fields, the open sky, the glassy water of the river, the shades of the trees and blowing wind developed the villagers as for loving friendly people. Here ‘glassy’ means- 
i. dark  ii. clear  iii. liquid  iv. Flowing

Answer: ii. clear.

লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা 

Cohesive devices-এর ৩টি প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
Cohesive devices-এর ৩টি প্রশ্নোত্তর, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি
শিক্ষার্থী বাসায় নিজে নিজে হোমওয়ার্ক করছে। প্রতীকী ছবি- সংগৃহীত

Cohesive devices

Question: What are cohesive devices?
Answer: Cohesive devices are those words that are used to connect two or more words, phrases and clauses.

Question: Give some examples of cohesive devices.
Answer: Cohesive devices example are- for example, and, but, or, on the other hand, on the contrary, firstly, finally, so, as a result, therefore, as well as, hence etc.

Uses of some Cohesive devices are given below.
a) To give example:
For example, for instance, such as, that is.
Example: Many birds are called birds of prey for instance, Eagle. Vulture etc.

b) To mean dissimilarities or differences:
On the other hand, on the contrary, rather, instead, in contrast.
Example: He does not study at all. Instead, he kills his time.

c) To mean similarities or same category:
Similarly, in the same way, in similar manner.
Example: Rahim was victim of a confidence trick. Tushar was tricked in the same way.

d) To conclude or to express main idea:
To sum up, to summarize, in short, in brief.
Example: To sum up, flower cultivation is a profitable business.

e) To mean chronology or sequence of words or phrases:
Firstly, at first, at the beginning, secondly, finally, at the end, lastly, in conclusion etc.

f) To add additional information:
In addition to, moreover, furthermore, by the way, by the by, not only but also etc.
Example: I am happy with the new employee. He is not only clever but also efficient.

g) To mean anything unexpected or surprising:
Anyhow, anyway, however, still, though, yet, after all etc.
Example: The term papers are very brief. Still, they were better than I expected.

লেখক : সিনিয়র শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা

কবীর

প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ২৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম
প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ২৯টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৩য় পর্ব, এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা
পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে ছিলেন রাজা। ছবি- সংগৃহীত


চতুর্থ অধ্যায় : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (৩২৬ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১২০৪ খ্রিষ্টাব্দ)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৬০. শশাঙ্কের রাজধানীর নাম কী?
ক. পুণ্ড্রনগর    খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রবর্ধন    ঘ. তাম্রলিপ্ত

৬১. পুকুরে বড় মাছ শক্তির দাপটে ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে-
ক. রাক্ষস মাছ    
খ. ভয়ংকর মাছ
গ. অন্ধকারময় অবস্থা    
ঘ. মাৎস্যন্যায়

৬২. পাল আমলে শাসন বিভাগের সর্বোচ্চ স্থানে কে ছিলেন?
ক. রাজা          খ. রাজপুত্র
গ. সেনাপতি    ঘ. উজির

৬৩. পালবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
ক. গোপাল    খ. ধর্মপাল
গ. দেবপাল    ঘ. মহীপাল

৬৪. ধর্মপাল কত বছর রাজত্ব করেন?
ক. ৩৮ বছর    খ. ৩৯ বছর
গ. ৪০ বছর    ঘ. ৪১ বছর

৬৫. ধর্মপাল কোথায় একটি বৌদ্ধবিহার বা মঠ নির্মাণ করেন?
ক. ভাগলপুরের ২৪ মাইল পূর্বে
খ. জয়পুরের শ্রীনগরে
গ. বিহারে
ঘ. গয়াকাশীর কাছে

৬৬. দেবদের রাজত্ব বিস্তৃত ছিল কোথায়?
ক. গৌড়ে    খ. বঙ্গে
গ. পুণ্ড্রে      ঘ. সমতটে

৬৭. শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোন পরিস্থিতির উদ্ভব হয়?
ক. সেন রাজাদের উদ্ভব হয়
খ. পাল যুগের অবসান ঘটে
গ. শান্তিশৃঙ্খলা ফিরে আসে
ঘ. বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়

৬৮. ত্রৈলোক্যচন্দ্রের উপাধি কী ছিল?
ক. মহারাজাধিরাজ    
খ. পরমেশ্বর
গ. পরমভট্টারক    
ঘ. পরম সৌগত

৬৯. ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থের লেখক কে?
ক. টেকচাঁদ ঠাকুর    
খ. বল্লাল সেন
গ. সন্ধ্যাকর নন্দি    
ঘ. লক্ষ্মণ সেন

৭০. বাংলায় সেন বংশের শাসন কত বছর স্থায়ী ছিল?
ক. প্রায় ৫০ বছর    
খ. প্রায় ১০০ বছর
গ. প্রায় ১৫০ বছর    
ঘ. প্রায় ২০০ বছর

৭১. লালমাই পাহাড় প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল?
ক. নিলিগিরি    
খ. মাহিতগিরি
গ. রোহিতগিরি    
ঘ. সাধনগিরি

৭২. পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ কার উপাধি ছিল?
ক. ত্রৈলোক্যচন্দ্রের    
খ. পূর্ণ চন্দ্রের
গ. সুবর্ণ চন্দ্রের    
ঘ. শ্রীচন্দ্রের

৭৩. কোন শতকে বর্ম রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. দশম শতকে    খ. একাদশ শতকে
গ. অষ্টম শতকে    ঘ. সপ্তম শতকে

আরো পড়ুন :  প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অধ্যায়ের ৩৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব

৭৪. বর্মবংশের প্রতিষ্ঠাতা কে?
ক. জাতবর্মা    খ. বলুচিবর্মা
গ. রামবর্মা    ঘ. সামলবর্মা

৭৫. লক্ষ্মণ সেন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
ক. ৪০ বছর    খ. ৫০ বছর
গ. ৬০ বছর    ঘ. ৭০ বছর

৭৬. কত খ্রিষ্টাব্দে ডোম্মন পাল সুন্দরবন অঞ্চলে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. ১১৯৫ খ্রিষ্টাব্দে    
খ. ১১৯৬ খ্রিষ্টাব্দে
গ. ১১৯৭ খ্রিষ্টাব্দে    
ঘ. ১৯৯৮ খ্রিষ্টাব্দে

৭৭. গঙ্গা নদীর স্রোত কয়টি?
ক. ১টি    খ. ২টি
গ. ৩টি    ঘ. ৫টি

৭৮. ‘প্রাসিঅয়’ কী?
ক. একটি নদীর নাম
খ. একটি পাহাড়ের নাম
গ. একটি রাজ্যের নাম
ঘ. একটি জাতির নাম

৭৯. ‘গঙ্গারিডই’ কী?
ক. একটি শক্তিশালী রাজ্য
খ. একটি নগর
গ. একটি নদী
ঘ. একটি পর্বত

৮০. কত খ্রিষ্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয়?
ক. ৬৩৪ খ্রিষ্টাব্দে    
খ. ৬৩৫ খ্রিষ্টাব্দে
গ. ৬৩৬ খ্রিষ্টাব্দে    
ঘ. ৬৩৭ খ্রিষ্টাব্দে

৮১. শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন?
ক. হিন্দু    খ. মুসলিম
গ. শৈব    ঘ. বৌদ্ধ

৮২. কার মৃত্যুর পর বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়?
ক. হর্ষবর্ধন    খ. থানেশ্বর
গ. শশাঙ্ক      ঘ. সমুদ্রগুপ্ত

৮৩. দেববংশের রাজধানী কোথায় ছিল?
ক. কর্মান্ত বাসকে    
খ. দেবপর্বতে
গ. নাগপুরে    
ঘ. ভাগলপুরে

৮৪. দেবপর্বত কোথায় অবস্থিত?
ক. পাহাড়পুরের কাছে    
খ. লালবাগের কাছে
গ. ময়নামতির কাছে    
ঘ. শ্রীহট্টের কাছে

৮৫. সমগ্র সমতট অঞ্চলে কোন বংশের রাজত্ব ছিল?
ক. খড়গ    খ. কান্তিদেব
গ. দেব       ঘ. চন্দ্র

৮৬. কোন বংশের হাতে কান্তিদেবের রাজ্য পতন হয়?
ক. খড়গ    খ. চন্দ্র
গ. রাজ      ঘ. দেব

৮৭. চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল কোথায়?
ক. পাহাড়পুরে
খ. লালমাই পাহাড়ে
গ. হরিকেলে
ঘ. উত্তরবঙ্গে

৮৮. অসমাপ্ত গ্রন্থ ‘অদ্ভুতসাগর’ কে সমাপ্ত করেন?
ক. লক্ষ্মণ সেন
খ. বলাল সেন
গ. হেমন্ত সেন
ঘ. বিজয় সেন

উত্তর: ৬০. খ, ৬১. ঘ, ৬২. ক, ৬৩. খ, ৬৪. গ, ৬৫. ক, ৬৬. গ, ৬৭. ঘ, ৬৮. ঘ, ৬৯. খ, ৭০. খ, ৭১. খ, ৭২. ক, ৭৩. ক, ৭৪. গ, ৭৫. গ, ৭৬. খ, ৭৭. গ, ৭৮. ঘ, ৭৯. ক, ৮০. খ, ৮১. ক, ৮২. গ, ৮৩. খ, ৮৪. গ, ৮৫. ঘ, ৮৬. খ, ৮৭. খ, ৮৮. খ।

লেখক : সহকারী শিক্ষক
সাভার অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়, সাভার, ঢাকা

কবীর